প্রথম দুই দফা নির্বাচনে, সিপিএম তথা বাম প্রার্থীদের পাশাপাশি কংগ্রেস প্রার্থীদের সমর্থনেও প্রচার করেছেন আব্বাস সিদ্দিকী। সিপিএম তথা বাম নেতারাও আইএসএফ-এর প্রার্থীদের হয়েপ্রচার করেছেন। কিন্তু, কংগ্রেসের দিক থেকে আইএসএফ বা জোট প্রার্থীদের হয়ে বিশেষ প্রচারের উদ্যোগ দেখা যায়নি। বস্তুত, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কেরল, তামিলনাড়ু, পুদুচেরি এবং অসমে প্রচারসভা করলেও, এখনও পর্যন্ত বাংলায় একটি সভাও করেননি। রাহুল, সনিয়া বা প্রিয়াঙ্কা গান্ধীদের কেউ আসেননি। অন্যদিকে, প্রায় রোজই বাংলায় প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডারা।