শনিবার আকাশ মেঘলা শহর ও শহরতলিতে। এদিন থেকেই প্রবল বর্ষণে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। তবে ২৬ তারিখ জোড়া ঘূর্ণাবর্তে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণবঙ্গে। কারণ বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। গুলাব নামের এই ঘূর্ণঝড়ের নামকরণ করেছে পাকিস্থান। রবিবার আগামী ২৪ ঘন্টায় উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভবনা তৈরি হয়েছে। রাজ্যে টানা ৩ দিন ধরে ১০ জেলায় প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ২৫ সেপ্টেম্বর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর । দেখুন ছবি।