প্রত্যন্ত গ্রামে বসেই পূরণ হবে ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। এবার থেকে উচ্চশিক্ষার আলো থেকে বঞ্চিত হবেন না পুরুলিয়ার গ্রামাঞ্চলে মেধাবী ছাত্র-ছাত্রীরা। করোনা আবহে জেলা প্রশাসনের উদ্যোগে চালু হল বিদ্যাসাগর পোর্টাল। এর মাধ্যমে বাড়িতে বসেই অনলাইনে ক্লাস করতে পারবেন ছাত্র-ছাত্রীরা। ওই অনলাইন পোর্টালে ক্লাস নিচ্ছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের বিশিষ্ট শিক্ষকরা। অংক, বিজ্ঞান, ইতিহাস, পদার্থবিদ্যা, জীববিদ্যা প্রভূতি বিষয় উপর ভিডিও ওই বিদ্যাসাগর পোর্টালে আপলোড করা আছে। পুরুলিয়ায় এই পোর্টালের উদ্বোথধনে ছিলেন জেলাশাসক রাহুল মজুমদার।