
দিল্লিতে ৭৪ তম প্রজাতন্ত্র দিবসের প্যারেড আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই বছরই প্রথম প্যারেড হবে কর্তব্যপথে। আগে এই রাস্তার নাম ছিল রাজপথ। ব্রিটিশ ঔপনিবেশকতাকে দূরে সরিয়ে রাখার জন্য নাম পরিবর্তন করা হয়। এবারের প্রধান অতিথি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি।
সাধারতন্ত্র দিবস উদযাপনের ১০টি পয়েন্ট রইল এখানেঃ
১. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কর্তব্যপথ থেকে প্রথমবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের নেতৃত্ব দেবে। সকাল সাড়ে ১০টা শুরু হবে গ্র্যান্ড প্যারেড। এই অনুষ্ঠানে অন্যবারের মত দেশের সামরিক শক্তি ও সাংস্কৃতিক তুলে ধরা হবে।
২. নিরাপত্তার ব্যবস্থার অংশ হিসেবে ৬ হাজার সেনা মোতায়েন করা হয়েছে এই অনুষ্ঠান উপলক্ষ্যে। কর্তব্যপথে ১৫০টি সিসিটিভি ক্যামেরা লাগান হয়েছে, যার মধ্যে রয়েকটি উচ্চ-রেজোলিউশন যুক্ত।
৩. এই প্রথমবার ভারতের সাধারণতন্ত্র দিবসেব প্যারেডে অংশগ্রহণ করবে মিশরের সেনা বাহিনী, ব্যান্ড, মার্চিং দল। কুচকাওয়াজে মিশরের ১৪৪ জন সেনা প্রতিনিধি থাকবে। তারা মিশরীয় সশস্ত্র বাহিনীর প্রধান শাখাগুলির প্রতিনিধি হিসেবেই অংশ নেবে।
৪. ২৫ জানুয়ারি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন এবার দেশের স্বাধীনতার অমৃত মহোৎসব চলছে। তারই মধ্যে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, 'আমি কামনা করি আমারা দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পুরণ করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি। সমস্ত ভারতবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই।'
৫. ১৭টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে পালিত হচ্ছে সাধারণতন্ত্র দিবসেব অনুষ্ঠান। এবারের থিম ক্রমবর্ধমান আদিবাসী সক্ষমতা, সাংস্কৃতিক ঐতিহ্য, অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি এবং নারী শক্তির। নতুন ভারতকে তুলে ধরার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।
৬.এবার দেশব্যাপী বন্দে ভারতম নৃত্য প্রতিযোগিতার মাধ্যেমে নির্বাচিত ৪৭৯ জন শিল্পী নৃত্য প্রদর্শন করবেন। এটাই দ্বিতীয়বার এজাতীয় প্রতিযোগিতা।
৭.কর্পস অফ সিগন্যাল' ডেয়ার ডেভিলস টিমের মোটরসাইকেল ডিসপ্লের বহুবর্ষজীবী ড্র প্রদর্শনীর একটি অংশ হবে। বীরত্ব, শিল্প ও সংস্কৃতি, খেলাধুলা, উদ্ভাবন এবং সমাজসেবার ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রাপ্ত ১১ জন শিশুও কুচকাওয়াজের অংশ হবে।
৮.গ্র্যান্ড ফিনালে হবে অধীর-প্রতীক্ষিত ফ্লাইপাস্ট, যেখানে তিন বাহিনীর বিমান অংশগ্রহণ করবে। দেশের নতুন রাফালে যুদ্ধবিমান সমাপ্তি ভার্টিকাল চার্লি কৌশল সম্পাদন করবে। যদিও গত দুই বছরে রাফালে প্যারেডের অংশ ছিল, এই প্রথম বহরের এক চতুর্থাংশ - নয়টি বিমান - ফ্লাইপাস্টে অংশ নেবে।
৯.এই বছর, কেন্দ্রীয় ভিস্তা, কার্তব্য পথ, নতুন সংসদ ভবন, দুধ, সবজি বিক্রেতা এবং রাস্তার বিক্রেতাদের নির্মাণের সাথে জড়িত ব্যক্তিদের আমন্ত্রণ পাঠানো হয়েছে, যাদের গ্যালারিতে একটি বিশিষ্ট স্থান দেওয়া হবে।
১০. প্রজাতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠান শুরু হয়েছে ২৩ জানুয়ারি থেকে। নেতাজির জন্মদিন থেকে শুরু হয় এই অনুষ্ঠান। এটি শেষ হবে আগামী ৩০ জানুয়ারি বিটিং দ্যা রিট্রিট অনুষ্ঠানের মাধ্যমে।