দিল্লি মেট্রো মানে যেন নিজেকে ভাইরাল করার আদর্শ জায়গা, প্রায়শই নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে কেউ নাচানাচি করে রিল বানাচ্ছে তো কেউ গলা ছেড়ে অরিজিৎ সিং-এর গান গেয়ে চলেছে। আর এই সব ভিডিও পরে ভাইরাল হয়ে যাচ্ছে ইন্টারনেটে।
যত কাণ্ড দিল্লি মেট্রোতে। এবার এক্কেবারে প্রায় নগ্ন হয়ে মেট্রো সওয়ারি হলেন এক তরুণী। এই ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়ছে ইন্টারনেটে। বিকিনি পরেই ওই তরুণী মেট্রোতে উঠেছিলেন। কটিদেশের এক্কেবারে নিম্নাঙ্গে ছোট্ট বেবি স্কার্ট জড়ানো থাকলেও তাতে বিকিনির অন্তর্বাস খুব একটা ঢাকা পড়েনি। আর বক্ষের কাঁচুলি তো ছিল পুরোপুরি উন্মুক্ত। পিঠে আবার কায়দা করে মোটা ব্যাগপ্যাকও নিয়েছিলেন ওই তরুণী। তরুণী এমন সাহস দেখে চোখ থ ততক্ষণে সকলের। মুহূর্তের মধ্যে ভিডিও ভাইরাল হতে শুরু করে। পরে ওই তরুণীর পরিচয়ও জানা যায়। ইন্টারনেট দুনিয়ায় তিনি রিদম চান্না নামে পরিচিত। রয়েছে তাঁর নিজস্ব ইনস্টাগ্রাম চ্যানেল। যদিও ফলোওয়ারের সংখ্যা ৫০-ও পার করেনি। গুটিকতক রিলও আপলোড করা রয়েছে অ্যাকাউন্টে। কেন আচমকা প্রায় নগ্ন হয়ে মেট্রোতে সওয়ারি হয়েছিলেন? এমন প্রশ্ন শুনে রেগে আগুন রিদম চান্না। তিনি জানিয়েছেন, আমার পোশাক আমার অধিকার, কাউকে পোশাক দিয়ে বিচার কর উচিত নয়। আমি এর আগেও এমন করেছি। দিল্লি মেট্রো-তে তাঁর বিকিনি পরা ভিডিও ভাইরাল হতেই ইনস্টাগ্রাম চ্যানেলে একটা ভিডিও বাইটের রিল করেছেন রিদম চান্না। তাতে তাঁকে বেশ তাচ্ছিল্য করতেই দেখা গিয়েছে।