এরো ইন্ডিয়া শো ২০২৩ মার্কিন বোমারু বিমান এফ-৩৫ এ-এর ঐতিহাসিক অভিষেক দেখুন

এরো ইন্ডিয়া শো-এ সুপারসনিক F-35A ঐতিহাসিক অভিষেক। সুপারসনিক F-35Aপঞ্চম জেনারেশনের মার্কিনি বোমারু বিমান। F-35A-এর ক্যাটিগরির ২টো বোমারু বিমান এরো ইন্ডিয়া শো-তে এসেছে।

এরো ইন্ডিয়া শো-এ সুপারসনিক F-35A ঐতিহাসিক অভিষেক। সুপারসনিক F-35Aপঞ্চম জেনারেশনের মার্কিনি বোমারু বিমান। F-35A-এর ক্যাটিগরির ২টো বোমারু বিমান এরো ইন্ডিয়া শো-তে এসেছে। এর একটি হল সুপারসনি F-35A লাইটিনিং ২। আর অন্য বোমারু বিমানটি হল F-35A জয়েন্ট স্ট্রাইকার ফাইটার। এই প্রথম  মার্কিন এয়ারফোর্সের F-35A এরো ইন্ডিয়া শো-তে এসেছে। এরো ইন্ডিয়া শো চলাকালীন F-35A-এর কয়েক ঝলক দেখা গেল। আকাশপথে অদ্ভুত চাতুরতা দেখানোর ক্ষমতা রয়েছে F-35A-এর। যার জন্য আধুনিক সমরাস্ত্রে F-35A আকাশপথের আক্রমণে গুরুত্ব পাচ্ছে। যদিও F-35A লাইটিনিং ২-কে স্ট্যাটিক ডিসপ্লে-তে রাখা হয়েছে। F-35A-র বৈশিষ্ট্যগুলি হল- সিঙ্গল স্টেজ হাই-প্রেসার টারবাইন রয়েছে। F-35A-র বৈশিষ্ট্যগুলি হল-  রয়েছে টু স্টেজ লো-প্রেসার টারবাইন। F-35A-র বৈশিষ্ট্যগুলি হল- এছাড়াও রয়েছে থ্রি স্টেজ ফ্যান । F-35A-র বৈশিষ্ট্য- এর ইঞ্জিন ৪৩ হাজার পাউন্ড থ্রাস্ট তৈরি করে। 

12:42Narendra Modi : গ্রামবাসীদের জন্য বিশেষ সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন কী বললেন তিনি12:41গ্রামবাসীদের জন্য বিশেষ সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন কী বললেন তিনি09:12PM Modi: দূষণ কমাতে বড় পদক্ষেপ প্রধানমন্ত্রী মোদীর, দেখুন কী বলছেন তিনি02:07থর থর কাঁপছে বাংলাদেশ, শক্তি বাড়িয়ে নিল ভারতীয় নৌবাহিনী, দেখুন ভিডিও08:54PM Modi : বাংলাদেশ তো মশা, টিকবে না পাকিস্তান! মোদীর এক চালে বিশাল ক্ষমতা বাড়ল নৌসেনার09:42মুম্বইতে ইসকন মন্দিরের উদ্বোধন করে বড় বার্তা মোদীর, দেখুন কী বললেন03:24PM Modi : 'প্রতিটা কাজের নির্দিষ্ট সময় থাকে, সঠিক সময়ে সঠিক কাজ করে দেবো' নাম না নিয়েই ঢাকাকে চরম বার্তা মোদীর04:44Mahakumbh 2025 : মকর সংক্রান্তিতে শুরু মহাকুম্ভ মেলা ২০২৫, ত্রিবেণী সঙ্গমে লক্ষ লক্ষ মানুষ03:02'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর04:04BSF : সাহস দেখুন! বিএসএফ-এর উপর হামলা ও অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশী পাচারকারিদের