Web Desk - ANB | Published : Jan 29, 2022 11:52 AM IST / Updated: Jan 29 2022, 08:29 PM IST

Beating Retreat Ceremony Highlights: বিটিং রিট্রিট অনুষ্ঠানের হাইলাইটস, দেখুন

সংক্ষিপ্ত

শুক্রবার নয়াদিল্লির বিজয় চকে বিটিং রিট্রিট সেরিমনি (Beating Retreat Ceremony )। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই ৭৩তম প্রজাতন্ত্র দিবসের (73rd Republic Day ) উদযাপন সমাপ্ত হচ্ছে। 

06:47 PM (IST) Jan 29

ফিরে গেলেন রাষ্ট্রপতি

অনুষ্ঠান শেষে দেহরক্ষী বাহিনী নিয়ে রাষ্ট্রপতি ভবনে ফিরে গেলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। 

06:46 PM (IST) Jan 29

শেষ বিজয় চকের অনুষ্ঠান

ড্রোন শো শেষ। হল জাতীয় সঙ্গীত। শেষ হল বিজয় চকের অনুষ্ঠান। সমাপ্তি ঘটল ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের।

06:30 PM (IST) Jan 29

শুরু হল ড্রোন শো

শুরু হল দেশীয় সংস্থা বটল্যান্ডের তৈরি ১০০০ ড্রোনের অভিনব শো।

06:19 PM (IST) Jan 29

আর্মির ব্যান্ড বাজালো কেরালা

আর্মি মিলিটারি ব্যান্ড বাজালো 'কেরালা'।

06:16 PM (IST) Jan 29

সারে জাঁহা সে আচ্ছার সুরে ফিরে চলল ব্যান্ড

রাষ্ট্রপতির কাছে ব্যান্ড নিয়ে ফিরে যাওয়ার অনুমতি চাইলেন ব্যান্ড মাস্টার। রাষ্ট্রপতি অনুমতি দিলে পরে, সারে জাঁহা সে আচ্ছার সুরে ফিরে চলল সকল বাহিনীর ব্যান্ড।

06:16 PM (IST) Jan 29

নামিয়ে নেওয়া হল জাতীয় পতাকা

বিউগলের সুরে সুরে নামিয়ে আনা হল জাতীয় পতাকা। সমাপ্ত হল বিটিং রিট্রিট-এর অনুষ্ঠান।  

06:12 PM (IST) Jan 29

অ্যায় মেরে বতন কে লোগো

সকল ব্যান্ড একসঙ্গে বাজালো 'অ্যায় মেরে বতন কে লোগো'।

06:08 PM (IST) Jan 29

গায়ে কাঁটা দেওয়া 'যশস্বী'

বিজয় চকে 'বিটিং দ্য রিট্রিট' অনুষ্ঠানে নৌবাহিনীর ব্যান্ড বাজালো গায়ে কাঁটা দেওযা 'যশস্বী' 

06:07 PM (IST) Jan 29

বায়ুসেনার ব্যান্ডের 'লড়াকু'

বায়ুসেনার ব্যান্ড বাজালো 'লড়াকু - দ্য ফাইটার'এর সুর

06:05 PM (IST) Jan 29

হাথোরি

সিএপিএফ বাজালো 'হাথোরি'র সুর

06:04 PM (IST) Jan 29

পাইও ও ড্রামে হেয় কাঞ্ছা

পাইও ও ড্রাম ব্যান্ড বাজালো বিখ্য়াত হেয় কাঞ্চার সুর -

06:03 PM (IST) Jan 29

রাষ্ট্রপতি ভবন ছাড়ার ছবি

রাষ্ট্রপতি ভবন ছেড়ে বিজয় চকে আসার মুহূর্তে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।

05:54 PM (IST) Jan 29

বিটিং রিট্রিট হয় ব্রিটেন, কানাডা, আমেরিকাতেও

ব্রিটেন, কানাডা, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশেই বিটিং রিট্রিটের ঐতিহ্য পালিত হয়ে থাকে। ১৯৫০ সালে ভারতে প্রথমবার বিটিং রিট্রিট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দুটি প্রোগ্রাম ছিল - প্রথম কর্মসূচি ছিল দিল্লির রিগাল ময়দানের সামনে এবং দ্বিতীয়টি লাল কেল্লায়। ভারতে প্রজাতন্ত্র দিবসের শেষে সেনা, নৌসেনা, বায়ুসেনা, কেন্দ্রীয় পুলিশ বাহিনীর সদস্যরা শিবির গুটিয়ে ঘাঁটিতে ফিরে যাওয়াকে চিহ্নিত করতে এই অনুষ্ঠান করা হয়। 

05:51 PM (IST) Jan 29

এবার নৌসেনা

এবার পারফর্ম করা শুরু করল নৌসেনার ব্যান্ড।

05:45 PM (IST) Jan 29

বিউগলের সুরে একলা চলো রে

বায়ুসেনার বাজনায় বিউগলের সুরে বেজে উঠল 'যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে'।

05:44 PM (IST) Jan 29

বায়ুসেনার স্বদেশী

বায়ুসেনার ব্যান্ড বাজালো 'স্বদেশী'র সুর। মোট ১০০০ জন মিলে মোট ২৬টি সুর বাজাচ্ছেন।

05:42 PM (IST) Jan 29

মূলমঞ্চে সামরিক প্রধানরা

এদিনের অনুষ্ঠানের মূল মঞ্চে কিন্তু নেই প্রধানমন্ত্রী মোদী। আছেন তিন বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। তাঁর পাশে বসে আছেন তিন বাহিনীর তিন প্রধান।

05:41 PM (IST) Jan 29

৩০০ বছরের পুরোনো ঐতিহ্য

'বিটিং দ্য রিট্রিট'-এর একটি শতাব্দী প্রাচীন ঐতিহ্য। ১৭ শতাব্দীতে ইংল্যান্ডে এর সূচনা হয়েছিল বলে জানা যায়। সেই সময় দিনের যুদ্ধ শেষ হওয়ার পর সন্ধ্যায়, রাজা দ্বিতীয় জেমস তাঁর সৈন্যদের ড্রাম বাজাতে, পতাকা তুলতে এবং প্যারেড করতে নির্দেশ দিয়েছিলেন। সেই থেকেই এই অনুষ্ঠানের সূচনা।

05:35 PM (IST) Jan 29

শুরুতেই 'বীর সৈনিক'

শুরুতেই 'বীর সৈনিক' সুর বাজালো ম্যাসড ব্যান্ড। তারপর বাজাল সিএপিএফ-এর পাইপস অ্যান্ড ড্রামস ব্যান্ড।

05:34 PM (IST) Jan 29

ব্যান্ড মাস্টার কমান্ডার চার্লস ডি'ক্রুজ

এদিনের অনুষ্ঠানের মুখ্য পরিতালক অর্থাৎ ব্যান্ড মাস্টার হলেন কমান্ডার চার্লস ডি'ক্রুজ। 

05:31 PM (IST) Jan 29

উপস্থিত প্রধানমন্ত্রী ও অন্যান্য বিশিষ্টরা

উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেনদ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত আছেন, তিন বাহিনীর প্রধানও।

05:28 PM (IST) Jan 29

শুরু হল ব্যান্ড বাদ্য

সেনা, নৌসেনা, সিআরপিএফ-এর ব্যান্ড পারফর্ম করছে। এই বছর অ্যায় মেরে বদন কে লোগোর মতো বেশ কিছু নতুন হিন্দি গানের সুর জোড়া হয়েছে এই ব্যান্ড পারফরম্যান্সে।

05:26 PM (IST) Jan 29

দেখুন বিটিং রিট্রিট লাইভ

প্রজাতন্ত্র দিবসের সমাপ্তি ঘোষণাকারী এই অনুষ্ঠান দেখুন লাইভ -

05:26 PM (IST) Jan 29

অঙ্গরক্ষকদের সেলামি

তাঁর অঙ্গরক্ষকরা জাতীয় সঙ্গীতের সঙ্গে সেলামি দিলেন।

05:25 PM (IST) Jan 29

১০০০ বিউগলের অভ্যর্থনা

১০০০ বিউগল বাজিয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হল। 

05:24 PM (IST) Jan 29

বিজয় চকে রাষ্ট্রপতি

বিজয় চকে পৌঁছে গেলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। জাতীয় পতাকা তুলে সূচনা করলেন বিটিং রিট্রিট অনুষ্ঠানের।