কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর! জানুয়ারিতেই হাতে মোটা টাকা, বাড়ছে বেতন?

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ভালো সময় আসছে খুব শীঘ্রই। 

তবে, এই সংক্রান্ত বিষয়টি ঘোষণা হয়ত কিছুটা দেরিতেই হবে। এমনিতে কেন্দ্র বছরে দুইবার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করে থাকে। একটি জানুয়ারি-জুন এবং আরেকটি জুলাই-ডিসেম্বর পিরিয়ডের জন্য। তবে এর আগের রেকর্ড দেখে বোঝা যায় যে, সরকার দুই মাসের ব্যবধানে এবং ছয় মাসের উভয় চক্রের জন্য ডিএ বৃদ্ধি ঘোষণা করে থাকে। ফলে, কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া প্রদান করা সম্ভব হয়৷

উল্লেখ্য, জুলাই থেকে ডিসেম্বর, এই সময়কালের জন্য ডিএ বৃদ্ধি চলতি বছরের অক্টোবর মাসে ঘোষণা করা হয়েছিল। স্বাভাবিকভাবেই আরও একটি ঘোষণা আসন্ন ২০২৫ সালে প্রত্যাশিত। এমনিতে কেন্দ্রীয় সরকার চলতি বছরের ৬ মার্চ মূল বেতনের ৫০% বাড়িয়ে ৪% মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। আর এটি আগামী অক্টোবর মাসে আরও ৩% বৃদ্ধির পর, চূড়ান্ত সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে ৫৩%।

Latest Videos

তাই আগামী ২০২৫ সালে পরবর্তী সংশোধনে কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা ঠিক কতটা ডিএ বৃদ্ধির আশা করতে পারেন? প্রসঙ্গত, DA বৃদ্ধি হয় AICPIN ডেটার উপর ভিত্তি করে। অপরদিকে অক্টোবর ২০২৪ সালের মধ্যে, AICPIN সূচক ১৪৪.৫ এ পৌঁছেছিল, যা মহার্ঘ ভাতাকে ৫৫.০৫% তে নিয়ে যেতে পারে। কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর মাসে AICPIN সূচক ১৪৫.৩ মাত্রায় পৌঁছতে পারে বলেই মনে করা হচ্ছে। যার দরুণ ২০২৫ সালের জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ৫৬% বৃদ্ধি পেতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

আসন্ন ২০২৫ সালের জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার যদি DA ৩% বৃদ্ধি করে, তাহলে ন্যূনতম বেতন ৫৪০ টাকা বাড়বে। কারণ, কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বর্তমান ন্যূনতম বেসিক বেতন ১৮,০০০ টাকা। একইভাবে পেনশনভোগীদের জন্য ২৭০ টাকা বৃদ্ধি পেতে পারে। কারণ, কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের জন্য সর্বনিম্ন পেনশন বর্তমানে ৯০০০ টাকা। অন্যদিকে, কর্মরত কর্মচারীদের সর্বোচ্চ বেতন ২,৫০,০০০ টাকা এবং সর্বোচ্চ পেনশন ১,২৫,০০০ টাকা।

তাদের জন্য DA বৃদ্ধি হবে যথাক্রমে ৭৫০০ টাকা এবং ৩৭৫০ টাকা। তবে যদি কেন্দ্র ৩% ডিএ বাড়ায় তাহলেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Live: ফিরহাদের মন্তব্যের পাল্টা বিজেপির,কী বলছেন, দেখুন সরাসরি
Live: শিলিগুড়িতে 'লক্ষ কণ্ঠে গীতা পাঠ' অনুষ্ঠানে সামিল Sukanta Majumdar, দেখুন সরাসরি
Bangladesh থেকে ভারতে এসে বিস্ফোরক চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ | Chinmoy Krishna Das
বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতই হবে : সুকান্ত | Sukanta Majumdar #shorts #shortsvideo #bangladesh
বেআইনি ভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধৃত ৪ Bangladeshi, তোলা হল রানাঘাট মহকুমা আদালতে