বাংলার সরকারি কর্মীদের DA মামলায় বিরাট আপডেট! সুপ্রিম কোর্টের রায়ে চওড়া হাসি সবার মুখে

সাম্প্রতিক অতীতে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার। ডিএ বৃদ্ধি বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে সরকারি কর্মীদের মধ্যে।

Parna Sengupta | Published : Jul 8, 2024 3:17 AM IST

দারুণ খুশির খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য! লোকসভা ভোটের কিছুদিন আগেই সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্র। একই সঙ্গে বেশ কয়েকটি রাজ্যের সরকারও ডিএ বৃদ্ধি করে। ভোটের পরেও ভালো খবর এল কর্মীদের জন্য। এবার সুপ্রিম কোর্টের রায়ে হাসি ফুটল সরকারি কর্মীদের মুখে। কী সেই খবর, জানেন? রইল বিস্তারিত প্রতিবেদন।

সাম্প্রতিক অতীতে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার। ডিএ বৃদ্ধি বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে সরকারি কর্মীদের মধ্যে। DA বৃদ্ধি নিয়ে ক্ষোভ বিক্ষোভ বা আন্দোলনের কথা কমবেশি সকলেই জানেন। এবার এল আরেক বড় খবর। একেই ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে।

Latest Videos

বহুবার শুনানির দিন তারিখ সামনে এলেও সময়ের অভাবে মামলা ওঠে নি সুপ্রিম কোর্টে। গত ১৮ মার্চ শেষবর সুপ্রিম কোর্টে বাংলার বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে সেদিনও শুনানি হয়নি। ফের তা পিছিয়ে গিয়েছে।

এদিকে প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। হাইকোর্টে জয় মিললেও বর্তমানে সেই DA মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। তবে সুপ্রিম কোর্টে বারংবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। যার জেরে কার্যত হতাশ হয়ে পড়েছেন আন্দোলনকারীরা।

আগেই জানা গিয়েছিল গরমের ছুটির পর আগামী ১৫ জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে। সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা আছে। শুনানি হওয়ার কথা বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে।

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম কোর্টের ১৫ জুলাইয়ের কজলিস্টে যে বাংলার ডিএ মামলা থাকবে, সেটা নিশ্চিত। এরই মধ্যেই এবার এই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য জানা গেল সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে।

সোমবার সুপ্রিম কোর্টের তরফে চূড়ান্ত কজলিস্ট প্রকাশ করা হবে। তাতেই ১৫ জুলাই সুপ্রিম কোর্টে কত নম্বরে ডিএ মামলা উঠবে তা স্পষ্ট হয়ে যাবে। সুপ্রিম কোর্টের তরফ থেকে কজলিস্ট প্রকাশ করা হলে বোঝা যাবে যে শুনানি হবে কি না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'কেন নেননি FIR ?' জয়নগরের কুলতলি গিয়ে পুলিশকে প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul | Kultali News
মীনাক্ষীকে কুলতলি যেতে বাঁধা, তুমুল ধ্বস্তাধস্তি পুলিশের সঙ্গে | Minakshi Mukherjee
বিরাট চাপে মমতা! এবার 'জাস্টিস ফর মহিষমারি'! স্লোগানে কাঁপছে জয়নগর | Joynagar | Jaynagar News |
দীপ্সিতাকে টেনে-হিঁচড়ে নিয়ে যেতেই তুলকালাম! Jaynagar কাণ্ডের আঁচ কলকাতায় | Jaynagar News | CPM | BJP
'কাজে ফিরছি, তবে খাবার খাব না' স্বচ্ছতা বজায় রেখে অনশনে বসলেন জুনিয়র ডাক্তাররা Kolkata Doctor News