Bulli Bai App: ‘বুল্লি বাই’ অ্যাপে বাড়ছে আতঙ্ক, টুইটার-গিটহাবের সঙ্গে একযোগে জোরদার তদন্তে কেন্দ্র

‘বুল্লি বাই’ অ্যাপে প্রচুর মুসলিম মহিলাকে 'নিলামের' জন্য নথিভুক্ত করা হয় বলে অভিযোগ। ব্যবহার করা হয় তাঁদের বিভিন্ন ছবি। এই খবর সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে দেশের তথ্য-প্রযুক্তি মন্ত্রকও।

বুল্লি ভাই অ্যাপ নিয়ে ইতিমধ্যেই ব্যাপক শোরগোল শুরু হয়ে গিয়ছে গোটা দেশে। ইতিমধ্যেই বেঙ্গালুরু থেকে এক যুবককে আটক করল মুম্বই পুলিশ। তবে, মুম্বই পুলিশের(Mumbai Police) তরফে ওই যুবকের পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ সূত্রে খবর, ওই যুবক একটি টুইটার অ্যাকাউন্ট চালাচ্ছিল এবং বিভিন্ন ‘কনটেন্ট’ আপলোড করছিল। প্রসঙ্গত উল্লেখ্য, ‘বুল্লি বাই’ অ্যাপে(Bulli Bai App) প্রচুর মুসলিম মহিলাকে(Muslim Women) নিলামের জন্য নাম নথিভুক্ত করা হয় বলে অভিযোগ। ব্যবহার করা হয় তাঁদের বিভিন্ন ছবি। এই খবর সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে দেশের তথ্য-প্রযুক্তি মন্ত্রকও(Ministry of Information Technology)। এদিকে গ্রেফতার হওয়া যুবকের সূত্র ধরেই ‘বুল্লি বাই’ নিয়ে একাধিক নতুন সূত্র এসেছে তদন্তকারী অফিসারদের হাতে। এরপরেই ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের (MeiTY) ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-IN) বুল্লি বাই অ্যাপ কেস নিয়ে GitHub, Twitter, দিল্লি পুলিশ(Delhi police) এবং মুম্বই পুলিশের সাথে যোগাযোগও করেছে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গিটহাব (GitHub) মাইক্রসফ্টের তৈরি একটি সফ্টওয়্যার অপারেটিং সিস্টেম৷ যা ব্যবহার করে বুল্লি বাইয়ের মতো বহু অ্যাপ চালানো হয়৷ এই অ্যাপের বিরুদ্ধে উঠেছে একাধিক ঘোরতোর অভিযোগ। ইতিমধ্যেই এই সফ্টওয়্যার অপারেটিং সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানিয়ে দিল্লি পুলিশকে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন। যা নিয়েও পড়ে গিয়েছে শোরগোল। পাশাপাশি গিটহাব সফ্টওয়্যার ব্যবহার করে যাতে এমন ধরনের অপরাধ আর না হয়, তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফে৷ এমতাবস্থায় এবার বুল্লি বাই নিয়ে কেন্দ্রের তৎপরতা বাড়ায় নতুন করে চাপানউতর তৈরি হচ্ছে গোটা দেশজুড়েই। কেন্দ্রের তরফে সাফ জানানো হয়েছে গিটহাব ও টুইটারের সঙ্গে এই বিষয়ে নতুন আপডেট পেতে সারাক্ষণ যোগাযোগ রাখা হচ্ছে। পর্যবেক্ষণ করা হচ্ছে তদন্তকারী সংস্থাগুলির গতিবিধিও।

Latest Videos

আরও পড়ুন- চওড়া হচ্ছে করোনার থাবা, ফের সপ্তাহান্তের কারফিউ চালু কর্ণাটকে, বন্ধ স্কুল

এদিকে মাসকয়েক ‘সুল্লি ডিলস’ নামে এরকমই একটি অ্যাপ সামনে এসেছিল, যা মুসলিম মহিলাদের অনলাইনে বিক্রি করছিল বলে অভিযোগ। বুল্লি বাইয়ের হাত ধরে সেই ঘটনাতেও নতুন করে আলো পড়েছে। ওই সংস্থার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে মহিলা কমিশন। তাতে আরও চাপে পড়েছে সরকার। এমতাবস্থায় বুল্লি বাই নিয়ে তাই আর কোনও তদন্তে ফাঁক রাখতে চাইছে না কেন্দ্র সরকার। এমনটাই মত ওয়াকিবহাল মহলে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul