কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশনের প্রথম দিনেই ক্যাবিনেট মিটিং ডাকা হয়।
কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হল। লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিলে সম্মতি জানাল মন্ত্রিসভা। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশনের প্রথম দিনেই ক্যাবিনেট মিটিং ডাকা হয়। সোমবার সন্ধ্যায় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বিশেষ অধিবেশনে 'ঐতিহাসিক সিদ্ধান্ত' নেওয়া হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিত দেন। তবে এ বিষয়ে এর আগে সরকারি তরফে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। তবে বৈঠকের আগে থেকেই জল্পনা ছিল যে মহিলা ও অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ , একজাতি এক নির্বাচন এই বিষয়ে পরিষ্কার করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দেশের নাম পরিবর্তন নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে গুঞ্জন ছিল। বৈঠকের পরে সবকিছুই স্পষ্ট হবে বলেও অনেকে আশা করেছিল, বিশেষ করে বিরোধীরা। কিন্তু সরকার পক্ষ এই বিষয়ে কোনও সাংবাদিক বৈঠক না করায় জল্পনা থেকে যায়। এবার সেই জল্পনার অবসান হল।
সংসদের বিশেষ অধিবেশনের কথা ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ অধিবেশন নিয়ে চর্চা হচ্ছিল ভারতীয় রাজনীতিতে। কারণ স্পষ্ট করে কোনও এজেন্ডার কথা বলা হয়নি। অধিবেশনের প্রথম দিনেই মন্ত্রিসভার বৈঠক নিয়ে তাই চর্চা আরও বেশি করে শুরু হয়।
বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি প্রধান জেপি নাড্ডাও। তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গেও এই দিন দেখা করেন।
সংসদের এই বিশেষ অধিবেশনে আলোচনার জন্য আটটি বিলের একটি তালিকা রবিবার সর্বদলীয় বৈঠকের সময়ে পেশ করা হয়। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী এদিন লোকসভায় সংসদের ৭৫ বছরের যাত্রার কথা বলেন। পাঁচ দিন চলবে সংসদের বিশেষ অধিবেশন।
বিশষে অধিবেশন শুরুর আগে রবিবার নতুন সংসদ ভবনে জাতীয় পতাকা উকত্তোলন করেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। সূত্রের খবর বুধবার নতুন ভবনে সংসদের কাজকর্ম শুরু হবে। সেখানেই কতগুলি বিল পেশ করার কথা রয়েছে কেন্দ্র সরকারের।সংসদের বিশেষ অধিবেশন সোমবার পুরনো ভবনে শুরু হলেও মঙ্গলবার থেকে তা নতুন ভবনে স্থানান্তরিত কার হবে। তিথি নক্ষত্র দেখেই গণেশ চতুর্থীর দিনকেও সংসদের নতুন ভবনে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের।