Chandrayaan-3: প্রজ্ঞানের পাঠানো ছবিতে একদিকে হেলে রয়েছে বিক্রম, তবে কি বিপদের মুখে ভারতের চন্দ্রযান-৩?

তবে কি কোনও বিপত্তির মুখে পড়ল চন্দ্রযান? অজানা দুনিয়ায় দক্ষিণ মেরুতে ভারতের সাধের চন্দ্রযান ৩-এর সামনে কি কোনও বিশেষ বাধা?

বুধবার নিয়ে মোট সাত রাত ধরে চাঁদে বিক্রম ও প্রজ্ঞান। গত ২৩ অগাস্ট চাঁদের মাটিতে পা রেখেছিল ভারতের চন্দ্রযান-৩। এখনও সেই শিবশক্তি পয়েন্টেই দাঁড়িয়ে রয়েছে ল্যান্ডার বিক্রম। বুধবার সকালেই চাঁদের মাটি থেকে বিক্রমের ছবি পাঠিয়েছে প্রজ্ঞান। আর ছবি ঘিরেই শুরু হয়েছে জল্পনা। ইস্রোর পোস্ট করা প্রজ্ঞানের ছবিতে দেখা যাচ্ছে চাঁদের মাটিতে বেশ খানিকটা হেলে রয়েছে বিক্রম। তবে কি কোনও বিপত্তির মুখে পড়ল চন্দ্রযান? অজানা দুনিয়ায় দক্ষিণ মেরুতে ভারতের সাধের চন্দ্রযান ৩-এর সামনে কি কোনও বিশেষ বাধা?

এই প্রশ্নের জবাবে ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে চাঁদের দক্ষিণ মেরুর জমি অত্যধিক এবড়ো খেবড়ো। চতুর্দিকেই ভর্তি গর্ত এবং খানাখন্দ। তবে বিক্রম অপেক্ষাকৃত সমান অংশেই অবতরণ করেছে। কিন্তু প্রজ্ঞান রোভার ইতিমধ্যেই বিক্রমকে ছাড়িয়ে অনেকটা দূরে চলে গিয়েছে। তাই ঢেউ খেলানো মাটিতে বিক্রমের ছবি একদিকে হেলে এসেছে।

Latest Videos

 

 

১৪ দিনের রাত্রি দশায় কী করবে প্রজ্ঞান ও বিক্রম?

ইসরোর তরফে জানানো হচ্ছে ১৪ দিন পর অর্থাৎ, ৬ সেপ্টেম্বরের পর থেকেই নিষ্ক্রিয় হয় যাবে প্রজ্ঞান ও বিক্রম। বিক্রম এবং প্রজ্ঞান ২৮ দিন পরে আবার সক্রিয় হতে পারে যখন চাঁদ আবার দিনের আলো পাবে। তবে এবিষয় নিশ্চিত নন বিজ্ঞানীরাও। প্রজ্ঞান ও বিক্রম পুণরায় সক্রিয় হলে তা ইসরোর কাছে হবে উপরি পাওনা।

প্রসঙ্গত, শনিবার সাতসকালে ইসরোয় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী। এদিন মোদী চন্দ্রযান-৩ এর অবতরণস্থলের নাম রাখলেন 'শিবশক্তি'। শুধু তাই নয় ২০১৯ সালে চন্দ্রযান-২ চাঁদের যে জায়গায় ভেঙে পড়েছিল, সে জায়গারও নামকরণ করলেন তিনি। সেই জায়গার নামকরণ হল তেরঙ্গা। এছাড়া চন্দ্রযান-৩ এর ঐতিহাসিক সাফল্যের দিনটিকে আরও স্বরণীয় করে রাখতে ২৩ অগাস্ট 'জাতীয় মহাকাশ দিবস' ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।

চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম যেখানে চাঁদের যে জায়গাটি স্পর্শ করেছে সেটি 'শিব শক্তি পয়েন্ট' নামে পরিচিত হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বেঙ্গালুরুতে ISRO-এর বিজ্ঞানীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ঘোষণা করেছেন।বেঙ্গালুরুতে ISRO টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক (ISTRAC) এ প্রধানমন্ত্রী মোদির বড় ঘোষণা এসেছে যেখানে তিনি আজ ঐতিহাসিক চন্দ্রযান-3 মিশনের পিছনে বিজ্ঞানীদের অভ্যর্থনা জানাতে এসেছিলেন। এদিন মোদী বলেন,'চাঁদে স্পর্শ করার স্থানটির নামকরণ করা একটি সম্মেলন। এবং ভারতও এখন বিক্রম ল্যান্ডারের যে বিন্দুটি স্পর্শ করেছে তার নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। সেই বিন্দুটি এখন 'শিব শক্তি পয়েন্ট' হিসাবে পরিচিত হবে।'

Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed