Asianet News Bangla | Published : Mar 23, 2020 2:42 AM IST / Updated: Mar 23 2020, 05:01 PM IST

করোনাভাইরাস LIVE, মৃত্যুমিছিলে উঠল কলকাতার নাম, রাজ্যে এই ভাইরাসের প্রথম মৃত্যু

সংক্ষিপ্ত

করোনার কোপে প্রথম মৃত্যু হল কলকাতায়। আমরি হাসপাতালে ভর্তি ছিলেন দমদমের বাসিন্দা। সোমবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান তিনি। রাজ্যে প্রথম করোনায় মৃত্যু। মৃতদেহ ডিজপোজাল করা হবে নিয়ম মেনেই। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮১ জন। যার ফলে এদেশে আক্রান্তের সংখ্যা এক লাফে পেরিয়ে গেছে ৪০০ গণ্ডি। রবিবার করোনা সংক্রমণের জেরে গুজরাত, বিহার ও মহারাষ্ট্রে মৃত্যুর ঘটনা ঘটেছে। কবে ভাল খবর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়াদের মধ্যে এখনও পর্যন্ত ২৪ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। এদেশে করোনা আক্রান্ত ৪১ জন বিদেশিরও চিকিৎসা চলছে। এখনও পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত পাওয়া গিয়েছে মহারাষ্ট্রে। এদিকে করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হতে চলা টোকিও অলিম্পিক পিছিয়ে যেতে পারে। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে - 

05:57 PM (IST) Mar 23

করোনার চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ

করোনা আক্রান্ত রোগীর অবস্থা  খুব  খারাপ বলে তাঁকে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সি-ক্লোরোকুইন দেওয়া যেতে পারে। অনুমতি দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।

03:44 PM (IST) Mar 23

'কলকাতা বিমানবন্দর এখনই সম্পূর্ণ বন্ধ করা হোক', মোদিকে চিঠি মমতার

করোনা আক্রান্তের সংখ্য়া ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে করোনা রুখতে ইতিমধ্য়েই লকডাউন করে দেওয়া হয়েছে  গোটা শহর সহ রাজ্য়। বন্ধ করে দেওয়া হয়েছে  আন্তর্জাতিক তথা অন্তর্দেশীয় রেল পরিষেবাও। তবে আন্তর্জাতিক বিমান বন্ধ করলেও এখনও  অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু আছে। আর সেটা বন্ধের আর্জি নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, চিঠি লিখে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

03:40 PM (IST) Mar 23

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে দেশের মানুষের কাছে গৃহবন্দি থাকার আবেদনে জোর দিক সংবাদ মাধ্যম। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

03:38 PM (IST) Mar 23

করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়াল

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের দেওয়া তথ্য অনুযাযী সোমবার ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪১৫। 

03:29 PM (IST) Mar 23

ভিডিও কনফারেন্সে হবে শুনানি

করোনা সংক্রমণ এড়াতে সুপ্রিমকোর্টে গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

02:37 PM (IST) Mar 23

করোনা রুখতে নয়া উদ্য়োগ, এনআরএসে গড়া হচ্ছে ৩০০ জনের চিকিৎসার পরিকাঠামো

করোনায় আক্রান্তের সংখ্য়া রাজ্য়ে ক্রমশ বেড়ে চলেছে।  সংক্রমণ রুখতে সরকারের তরফে যাবতীয় সব রকমের চেষ্টা চালানো হচ্ছে। তাই এই মুহূর্তে, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে ৩০০ জন করোনা-পজিটিভ রোগীর চিকিৎসা পরিকাঠামো গড়ার জন্য নীলরতন সরকার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। 
 

02:36 PM (IST) Mar 23

করোনা রুখতে হাসপাতালের কাছে চিকিৎসক-নার্সদের থাকতে নির্দেশ, যাবতীয় ব্যবস্থা করবে রাজ্য়ের সরকার

কলকাতা তথা রাজ্য়ে করোনায় আক্রান্তের সংখ্য়া ক্রমশ বেড়ে চলেছে।  সংক্রমণ রুখতে সরকারের তরফে যাবতীয় সব রকমের চেষ্টা চালানো হচ্ছে। আর এবার রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় নির্দেশ দিয়েছেন সরকারি হাসপাতালগুলোকে , হাসপাতালগুলোর কাছাকাছি  হোটেল বা গেস্ট হাউস গুলোতে  চিকিৎসক, নার্স ও চিকিৎসাকর্মীদের থাকার বন্দোবস্ত করতে হবে।  রাজ্য়ের বেসরকারি হাসপাতালগুলোকেও একই অনুরোধ করা হবে।

02:06 PM (IST) Mar 23

জ্বর নিয়ে ধর্মতলা বাসস্ট্যান্ডে আটক কেরলের যুবক

ফের কলকাতায় করোনা সন্দেহে এক যুবককে  বেলেঘাটা হাসপাতালে নিয়ে গেল পুলিশ। সোমবার সকালে ধর্মতলা বাসস্ট্যান্ডে এক যুবক অসুস্থ বোধ করে। জ্বর নিয়ে আসা কেরল থেকে ঐ যুবক রবিবার কলকাতা ফেরে। এদিন উত্তরবঙ্গে যাবার জন্য অসমের যুবকটি ধর্মতলায় এল টুঢেন্টি বাস স্ট্যান্ডে আসে। তারপরেই অসুস্থ হয়ে ধর্মতলায় শুয়ে পরে।

01:11 PM (IST) Mar 23

বিমান পরিষেবা বন্ধের আর্জি মমতার

রাজ্যে বিমান উত্তরণ বন্ধ করতে হবে এখনই। কেন্দ্রের কাছে আর্জি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর দেরি নয়। সোমবার সকালেই আবেদন করে চিঠি পাঠালেন কেন্দ্রে। আন্তঃরাজ্য বিমান পরিষেবাও এবার হবে বন্ধ। 

01:08 PM (IST) Mar 23

লকডাউন লঙ্ঘন করলেই জরিমানা

সোমাবার লাঘু হল লকডাউন নিয়ে নয়া আইন। প্রয়োজন ছাড়া রাস্তার বেরলে, কিংবা লকডাউন না মানলে জরিমানা হবে এক হাজার টাকার। হতে পারে ছয় মাসের জেল। রাজ্যকে কড়া বার্তা দিল কেন্দ্র। 

12:55 PM (IST) Mar 23

কেরলে সমস্ত বার বন্ধ করা হল

করোনা মোকাবিলায় রাজ্যের সমস্ত বার বন্ধ করার নির্দেশ দিলেন কেরলের মুখ্যমন্ত্রী।

 

12:51 PM (IST) Mar 23

ছিল না তাঁদের কাছে ট্রেন বন্ধের খবর, লকডাউনে শিয়ালদায় আটকে ভিন রাজ্যের যাত্রী

করোনা মোকাবিলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার বিকেল ৫ টা থেকে পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করা হয়েছে। যার জেরে রবিবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন।  এই পরিস্থিতিতে কার্যত আটকে পড়েছেন ভিন রাজ্য থেকে আসা যাত্রীরা।

12:20 PM (IST) Mar 23

করোনায় ফের মৃত্যু

মুম্বইতে মৃত্যু হল ফিলিপিন্সের নাগরিকের। যদিও তিনি করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠেন। 

11:12 AM (IST) Mar 23

করোনায় আক্রান্ত বেড়ে ৪১৫

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪১৫।

 

10:59 AM (IST) Mar 23

লকডাউন না মানলে আইনি পদক্ষেপ

লকডাউন না মানলে কড়া আইনি পদক্ষেপ করতে হবে। রাজ্যগুলিকে নির্দেশ দিল কেন্দ্র।

 

10:54 AM (IST) Mar 23

করোনা রুখতে লকডাউন শহর, আইন ভাঙলে হতে ২ বছরের জেলও

  রাজ্য় তথা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। করোনা মোকাবিলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার বিকেল ৫ টা থেকে পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করা হয়েছে। নির্দেশিকা জারির পরেই প্রশাসনের জানা হয়েছে যে, লকডাউনের  নিয়ম ভাঙা শাস্তিযোগ্য অপরাধ। তাই আইন ভাঙলে শাস্তি অনিবার্য।  জানা গিয়েছে,  আইন অনুযায়ী  কেউ যদি জোর করে লকডাউনের নিয়ম ভাঙে সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৮৮, ২৬৯, ২৭০, ২৭১ ধারায় মামলা হবে। সরকারি নির্দেশ অমান্য করলে প্রযোজ্য হবে ১৮৮ ধারা। ২৬৯ ধারা সংক্রামক ব্যাধি ছড়ানোর বিরুদ্ধে প্রযোজ্য় হবে, যা মূলত জামিন অযোগ্য ধারা বলে গণ্য় হবে। ২৭০ নম্বর ধারাও জামিন অযোগ্য এবং জনজীবনে বিপজ্জনক সংক্রমণ ব্যাধি ছড়ানোয় এই ধারা প্রযোজ্য। এতে ২ বছর পর্যন্ত জেল হতে পারে। কোয়ারেন্টাইনের আইন ভাঙলে প্রযোয্য় হবে ২৭১ ধারা।

09:34 AM (IST) Mar 23

মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্তের খোঁজ

রাজ্যটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৯।

 

08:35 AM (IST) Mar 23

অন্ধ্রপ্রদেশে বন্ধ হল বাস পরিষেবা

করোনা সংক্রমণ এড়াতে আগামী ৩১ মার্চ পর্যন্ত সরকারি বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত অন্ধ্র সরকারের।

 

08:33 AM (IST) Mar 23

লকডাউন নয় পাকিস্তানে

গরিব মানুষের রুজির কথা ভেবে এখনই লকডাউন নয়। জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

 

08:32 AM (IST) Mar 23

আমেরিকায় অব্যাহত মৃত্যু মিছিল

মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে প্রাণ হারালেন শতাধিক মানুষ।

08:31 AM (IST) Mar 23

ভাইরাস সংক্রমণ রোধ করতে পথে নেমেছেন পুরকর্মীরা

সংক্রমণ ঢেকাতে আহমেদাবাদ শহর পরিষ্কারে নেমেছেন পুরকর্মীরা।

 

08:28 AM (IST) Mar 23

চেন্নাইতেও লকডাউন

আগামী ৩১ মার্চ পর্যন্ত লকডাউন রাখা হবে চেন্নাইকেও।

 

08:27 AM (IST) Mar 23

লকডাউনের প্রভাব শাহিনবাগেও

গত ডিসেম্বর থেকে  সিএএ বিরোধী বিক্ষোভ চলছে শাহিনবাগে। কিন্তু লকডাউনের জেরে দেখা নেই আন্দোলনকারীদের।

 

08:23 AM (IST) Mar 23

দিল্লিতে শুরু লকডাউন

সকাল ৬টা থেকে লকডাউন করা হয়েছে রাজধানী দিল্লিকে। আপাতত আগামী ৩১ মার্চ পর্যন্ত লকডাউন রাখার সিদ্ধান্ত।

 

08:22 AM (IST) Mar 23

বিহারকেও করা হল লকডাউন

করোনা মোকাবিলায় ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের  সিদ্ধান্ত বিহারকে।

 

08:20 AM (IST) Mar 23

উত্তর প্রদেশের ১৬টি জেলায় লকডাউন

করোনা সংক্রমণ আটকাতে আজ থেকে ২৫ মার্চ পর্যন্ত লকডাউন করা হল উত্তরপ্রদেশের ১৬টি জেলাকে।

08:19 AM (IST) Mar 23

স্থগিত হতে পারে টোকিও অলিম্পিক

বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের কারণে আগামী জুলাই মাসে জাপানে অনুষ্ঠিত হতে চলা টোকিও অলিম্পিক বন্ধ হয়ে যেতে পারে।