প্রত্যাঘাতের পরের দিনই গুরুত্বপূর্ণ আলোচনা, সীমান্তে আসতে চলেছে আকাশ প্রাইম

রবিবারই পাকিস্তানকে মুখের উপর জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনি। তার পরের দিনই পার্বত্য এলাকার সীমান্তে সুরক্ষা বাড়াতে হচ্ছে আলোচনা। সেনার পক্ষ থেকে মতুন দুটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রস্তাব দেওয়া হয়েছে। সবকিছু ঠিুক থাকলে শীঘ্র যুক্ত হবে আকাশ প্রাইম।

amartya lahiri | Published : Oct 21, 2019 10:25 AM IST

রবিবারই পাক যুদ্ধবিরতি লঙ্ঘনের মুখের উপর জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনি। নিয়ন্ত্রণ রেখার ওইপারে পাক অধিকৃত কাশ্মীরের নীলম ভ্যালিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ৪-৫টি জঙ্গি ঘাঁটি। আর তারপর দিনই সোমবার (২১ অক্টোবর) পাকিস্তান ও চিনের সঙ্গে পার্বত্য এলাকা জুড়ে থাকা বিস্তৃর্ণ সীমান্ত সুরক্ষিত করতে বড় একটি প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করল প্রতিরক্ষা মন্ত্রক। আকাশ প্রাইম ক্ষেপণাস্ত্রের দুটি রেজিমেন্ট সীমান্তে নিয়োগের সিদ্ধান্ত হতে পারে। ১৫০০০ ফুটের উর্ধে উচ্চস্থানে কাজে লাগে এই ক্ষেপণাস্ত্র।

আলোচনা ইতিবাচক হলে এই ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণকে পাঠানো হবে লাদাখ উপত্যকায়। এই বিষয়ে ভারতীয় সেনার দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করল প্রতিরক্ষা মন্ত্রক। দুটি রেজিমেন্টের জন্য খরচ পড়বে ১০,০০০ কোটি টাকা। সেনার হাতে এখন যে ক্ষেপণাস্ত্র রয়েছে, তারই উন্নত সংস্করণ এই নতুন আকাশ ক্ষেপণাস্ত্র। এটি তৈরি করেছে ডিারডিও। আকাশপথে হামলা ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা হিসেবে ধরা হয় এই ব্যবস্থাকে।

Latest Videos

চিন ও পাকিস্তান সীমান্তে বর্তমানে সেনার হাতে দুটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে। কিন্তু সীমান্ত পুরোপুরি সুরক্ষিত করতে আরও দুটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রয়োজন বলে জানিয়েছিল সেনা। গত কয়েকদিন লাদাখেই ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান বিপিন রাওয়াত। তারা ফিরলেই এদিন নয়াদিল্লি-তে ডিফেন্স অ্যাকুইজেশন কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত হবে।

 

Share this article
click me!

Latest Videos

জাদু দেখলেন Tamannaah! #bollywood #shorts #shortsyoutube #shortsviral #viralshorts #shortsfeed
Suvendu Adhikari : 'পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দিলে আমরা জাতীয় সড়ক অবরোধ করব' হুঙ্কার শুভেন্দুর
এ সিভিক না গুন্ডা! সামান্য বচসায় হেলমেট দিয়ে মেরে এ কী হাল করল যুবকের?
Live: তালডাংরায় নির্বাচনী প্রচারে এসে হুঙ্কার সুকান্ত মজুমদারের, দেখুন সরাসরি
হুমায়ুনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নয় তাহলে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর কেন? প্রশ্ন অগ্নিমিত্রার