শুক্রবার ভোরবেলা কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারতের পাহাড়ী রাজ্য মণিপুর। উখরুল জেলায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫ ম্যানিচিউড। ভোরবেলার এই কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা। আতঙ্ক দিনের আলো ফোটার আগেই রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারেও ভূমিকল্পের আচ পড়েছিল।
ন্যাশানাল সেন্টার ফর সিজমোলজি জানিয়েছে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মণিপুরের উখরুল থেকে ৫৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণে। ভূপৃষ্ট থেকে ৯০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্রস্থল। ভূমিকম্পের কারণে কী কী খয়খতি হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।
পূর্ব লাদাখ সেক্টর, আবারও চিনকে কড়া অবস্থানের কথা জানিয়ে দিল ভারত
করোনার সপ্তম রূপ Lambdaর আতঙ্ক ৩০টি দেশে, ভারতে কী রয়েছে এটি
করোনাভাইরাস রুখতে নতুন ওষুধ, ভবিষ্যতে কোভিড মহামারি রুখতেই উদ্যোগ বিজ্ঞানীদের
গত ২০ জুন একইভাবে কেঁপে উঠেছিল মণিপুরের উখরুল।সেই সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। চলতি সপ্তাহেই কেঁপে উঠেছিল উত্তরবঙ্গ। একাধিক জেলায় কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হয়। জলপাইগুড়িকে কম্পনের মাত্রা ছিল ৫.২। ভূমিকম্পের উৎস্থল ছিল মেঘালয়ের তুলা থেকে ৭১ কিলোমিটার দূরে। মাটির ১৪ কিলোমিটার গভীরে।