লকডাউনের সুবিধায় গুজরাতের মন্দিরে জালনোটের কারবার, সত্যিই তাই না পিছনে অন্য গল্প

লকডাউনের পুরো সুবিধা নিল গুজরাতের এক মন্দির

চলছিল জাল নোটের কারবার

উদ্ধার ১ কোটুি টাকার জাল নোট

সত্যিই কি তাই, না পিছনে রয়েছে অন্য গল্প

লকডাউনে সবকিছু বন্ধ। পুলিশও কোভিড রোগীদের খুঁজে বের করতে এবং লকডাউন সফল করতেই বেশি ব্যস্ত। তারই সুযোগে গুজরাতের সুরাতে এক নির্মিয়মান স্বামীনারায়ণ মন্দিরে চলছিল জাল নোট ছাপার কাজ। একটি সর্বাভারতীয় সংবাদমাধ্যমে প্রচারিত খবরের ক্লিপিংস সহ এমনই একটি খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু খবরটি আদৌ সত্যি এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

ওই ভিডিও-তে প্রচারিত খবর অনুযায়ী ঘটনাটি ঘটেছে সুরাতের খেদা এলাকার অম্বভ গ্রামের এক নির্মিয়মান স্বামীনারায়ণ মন্দিরে। মন্দির থেকে প্রায় এক কোটি টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে গুজরাট পুলিশের অপরাধদমন শাখা। সেই সঙ্গে এক পুরোহিতসহ পাঁচ জনকে এই কাজে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছে। খবরের ক্লিপটি পোস্ট করে লেখা হয়েছে, 'একদিকে যখন পুরো দেশ করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে, অন্যদিকে, গুজরাতের এক মন্দির  লকডাউনের পুরো সুবিধা নিয়ে নকল নোট তৈরি করছে'।

Latest Videos

প্রথম সারির সংবাদমাধ্যমে প্রচারিত ওই খবর আপাত দৃষ্টিতে অবিশ্বাস করার কোনও কারণ নেই। কিন্তু, ভিডিওটির মধ্যে এমন কিছু বিষয় রয়েছে, যা খটকা তৈরি করে। প্রথমত, ভিডিওটি পরিবেশন করছেন যে সংবাদকর্মী তিনি সহ, ভিডিওটিতে যেসব পুলিশকর্মী ও অন্যান্যদের দেখা যাচ্ছে, তাদের কারোর মুখেই মাস্ক বা হাতে গ্লাভস নেই। যা করোনা-দুনিয়ায় অসম্ভব বিষয়। দ্বিতীয়ত, সংবাদকর্মী কিন্তু একবারও করোনাভাইরাস বা লকডাউনের কথা মুখে আনেননি।

এশিয়ানেট নিউজ বাংলার পক্ষ থেকে সন্ধান করতে গিয়ে দেখা গিয়েছে, যে ভিডিওটি লকডাউনের সময়ের বলে দাবি করা হচ্ছে, সেই ভিডিওটি সত্যি হলেও সেটি ইন্টারনেটে প্রথম প্রকাশিত হয়েছিল মাস পাঁচেক আগে, ২০১৯ সালের নভেম্বর মাসে। বস্তুত, ওই সময়ে শুধু এই একটি সংবাদমাধ্যমেই নয়, বেশ কয়েকটি প্রথম সারির সংবাদমাধ্যমে ওই খবর প্রকাশিত হয়েছিল। যা থেকে নিশ্চিত হওয়া গিয়েছে, ঘটনাটি সত্যি হলেও, তা লকডাউন-এর সময় নয়, বস্তুত এমন এক সময়ের ঘটনা, যখন কোভিড-১৯ রোগের নামকরণই হয়নি।  

কাজেই এই বিপর্যয়ের সময়ে শুধুমাত্র ঘৃণা ছড়াতেই এই ভিডিওটি ব্যবহার করা হচ্ছে। এই ধরণের গুজবে বিশ্বাস করবেন না। গুজবের পিছনে লুকিয়ে থাকা সত্যিটা জানতে চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলায়।

 

Share this article
click me!

Latest Videos

Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের