নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, অযোধ্যার রাম মন্দির তিনটি ধাপে নির্মাণ করা হচ্ছে। ভক্তরা প্রথম ধাপ তৈরি হওয়ার পরেই মন্দিরে প্রবেশের ছাড়পত্র পাবে। মন্দির কমিটি অবশ্য জানিয়েছে , ২০২৪ সালের মকর সংক্রান্তির সময় ভক্তদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে
অযোধ্যার রাম মন্দির নির্মাণের প্রথম ধাপের কাজ শেষ হবে চলতি বছর ৩০ ডিসেম্বরের মধ্যে। আগামী বছর ডিসেম্বরে ৩০ ডিসেম্বরের মধ্যে প্রথম ও দ্বিতীয় তলাগুলির নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। তিনি প্রধানমন্ত্রীর প্রধান সচিবও ছিলেন। নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, অযোধ্যার রাম মন্দির তিনটি ধাপে নির্মাণ তরা হচ্ছে। ভক্তরা প্রথম ধাপ তৈরি হওয়ার পরেই মন্দিরে প্রবেশের ছাড়পত্র পাবে। মন্দির কমিটি অবশ্য জানিয়েছে , ২০২৪ সালের মকর সংক্রান্তির সময় ভক্তদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, 'মন্দির ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে রাম মন্দির নির্মাণের প্রথম ধাপ ৩০ ডিসেম্বর ২০২৩ সালের মধ্যে শেষ হবে। প্রথম ও দ্বিতীয় তলা ৩০ ডিসেম্বর ২০২৪ সালের মধ্যে শেষ করার চেষ্টা করা হবে। আমরা চেষ্টা করছি যাতে ভক্তরা ৩০ ডিসেম্বর ২০২৪ সালের পরই ভগবান রামের কাছে প্রার্থনা করতে পারে।'
রাম মন্দির নির্মাণের সেরা ১০টি আপডেটঃ
১. প্রথম পর্যায়ে অন্যান্য কাজের সঙ্গে নিচুতলার পাঁচটি মণ্ডপ নির্মাণের কাজ সম্পন্ন হবে।
২. প্রথম পর্যায়ে নিচুতলার পাঁচটি মণ্ডপ, যারমধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল গর্ভগৃহ - সেখানে রামলালার মূর্তি স্থাপন করা হবে।
৩. পাঁচটি মণ্ডপে প্কায় ১৬০টি স্তম্ভ রয়েছে।
৪. মন্দিরের নিচের স্তরে ভগবান শ্রীরামের একটি বিবরণ থাকবে। পাশাপাশি বিদ্যুৎ-এর সরঞ্জাম থাকবে। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিও থাকবে।
৫. পেরকোটা বা বাইরের ঘর- সহ মন্দিরের প্রথম ও দ্বিতীয় তলা ৩০ ডিসেম্বর ২০২৪ সালে সম্পন্ন করা হবে।
৬. প্রতিমা স্থাপন করা হবে। ভক্তরা এ বছর শেষ নাগাদ দর্শন করতে পারবে।
৭. কমিটির প্রধান জানিয়েছেন পুরো মন্দির নির্মাণের কাজ ২০২৫ সালের মধ্যে শেষ হয়ে যাবেয
৮. মন্দির নিমাণের খরচ মোট হবে ১৪০০-১৮০০ কোটি টাকা।
৯. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই জানিয়েছেন, মন্দির আগামী বছর ১ জানুয়ারির মধ্যে রামলালার ভক্তদের জন্য খুলে দেওয়া হবে।
১০. ২০১৯ সালের ৯ নভেম্বর ভারতের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ রাম মন্দিরের পক্ষেই রায় দিয়েছিল। ২.৭ একর জুড়ে বিস্তৃত পুরো জমিই পেয়েছিল রাম মন্দির কর্তৃপক্ষ। সেখানেই তৈরি হচ্ছে রাম মন্দির।
শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রের খবর আগামী বছর জানুয়ারির মধ্যেই শেষ হবে মন্দির নির্মাণের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে মরক সংক্রান্তির দিনে মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হতে পারে। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মকর সংক্রান্তি পড়েছে ১৪ ও ১৫ জানুয়ারি। তারই মধ্যেই মন্দির খুলে দেওয়ার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। বিজেপি বা সংঘের ইচ্ছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মন্দির ভক্তগের জন্য খুলে দেওয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই মন্দির উদ্বোধনের পরিকল্পনাও রয়েছে ট্রাস্টের। শ্রীরাম জন্মভূমি ট্রাস্ট সূত্রের খবর আযোধ্যার মূল রাম মন্দির ঘিরে থাকলে সূর্য, গণেশ, দুর্গা, বিষ্ণু ও ব্রহ্মার মন্দির। মূল মন্দির নির্মাণ কাজ শেষ হওয়ার পরেই সেগুলির নির্মাণ কাজ সুরু হবে।