Asianet News Bangla | Published : May 16, 2020 10:29 AM IST / Updated: May 16 2020, 04:34 PM IST

Nirmala Sitharaman Live: আর্থিক প্যাকেজ নিয়ে সাংবাদিক সম্মেলনের চতুর্থ দিন, প্রতিরক্ষা সহ ৮ ক্ষেত্রে বরাদ্দ

সংক্ষিপ্ত

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গোটা দেশ যে অভূতপূর্ব আর্থিক সংকটের মুখে পড়েছে তা থেকে রেহাই দেওয়ার জন্য গত মঙ্গলবার ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার নাম দেওয়া হয়েছে আত্মনির্ভর ভারত যোজনা। এই প্যাকেজ ঘোষণা করে তিনি জানিয়েছিলেন, ধাপে ধাপে এই ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের উপাদানগুলি ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই মোতাবেক গত বুধবার প্রথম দফা ঘোষণা করেছিলেন নির্মলা। শনিবার অর্থনৈতিক প্যাকেজ নিয়ে চতুর্থ দফার ঘোষণা করছেন নির্মলা।

05:30 PM (IST) May 16

কাল ফের সাংবাদিক সম্মেলন

 

 

05:24 PM (IST) May 16

পারমাণবিক ক্ষেত্রে বিনিয়োগ

05:18 PM (IST) May 16

সাহায্য করবে ইসরো

05:14 PM (IST) May 16

স্টার্ট আপে জোড়

05:10 PM (IST) May 16

মহাকাশ ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ

05:07 PM (IST) May 16

বেসরকারি ক্ষেত্রের জন্য পদক্ষেপ

05:02 PM (IST) May 16

বিদ্যুৎ ক্ষেত্রে পদক্ষেপ

04:58 PM (IST) May 16

বিমানবন্দরগুলির আধুনিকীকরণে জোর দেওয়া হচ্ছে

পিপিপি মডেলে বিমানবন্দরগুলির আধুনিকীকরণ হবে,ভারতীয় আকাশসীমাকে যত বেশি সম্ভব ব্যবহারে ছাড়পত্র।

 

04:56 PM (IST) May 16

অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে পদক্ষেপ

04:53 PM (IST) May 16

কয়লায় সরকারের একচেটিয়া আধিপত্য প্রত্যাহার করা হচ্ছে

নতুন ৫০০ কয়লা ব্লকে বেসরকারি সংস্থাগুলিকে কয়লা উত্তোলনে ছাড়পত্র, ৩৩৭৬টি  শিল্প পার্ক চিহ্নিত করা হয়েছে, খনি এলাকায় উচ্ছেদের পরিকাঠামা বাবদ ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।

04:50 PM (IST) May 16

অস্ত্র উৎপাদনে বিদেশি বিনিয়োগের হার বাড়ানো হবে

৭৪ শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগে ছাড়পত্র।  অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলির কর্পোরেটাইজেশন হবে, বেসরকারিকরণ নয়।

04:45 PM (IST) May 16

বিদেশ থেকে সমরাস্ত্র আমদানি নয়

04:42 PM (IST) May 16

যতটুকু প্রয়োজন ততটুকু কয়লাই বাইরে থেকে আনতে হবে

04:40 PM (IST) May 16

কয়লা উৎপাদন ক্ষেত্রে আত্মনির্ভরতা বাড়াতে হবে

04:38 PM (IST) May 16

প্রতিরক্ষা সহ ৮ ক্ষেত্রে বরাদ্দ

04:31 PM (IST) May 16

বিনিয়োগে অনুকূল পরিবেশের ভিত্তিতে রাজ্যগুলির তালিকা তৈরি হচ্ছে

আত্মনির্ভর ভারত গড়তে ৮টি বিশেষ ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। কয়লা, খনিজ, প্রতিরক্ষা, বিমানবন্দর সহ ৮ ক্ষেত্রে জোর। শিল্প-পরিকাঠামোর উন্নতিতে বিশেষ জোর।

04:25 PM (IST) May 16

নীতির সরলীকরণ করতে হবে

04:23 PM (IST) May 16

দেশকে শক্তিশালী করতে প্যাকেজ

04:22 PM (IST) May 16

নতুন নতুন ক্ষেত্রকে উৎসাহ

04:19 PM (IST) May 16

আত্ম নির্ভর ভারত কে অনেক প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে

04:09 PM (IST) May 16

মেক ইন ইন্ডিয়ায় জোর

মেই ইন ইন্ডিয়া প্রকল্পে জোর দেওয়ার কথা বললেন অর্থমন্ত্রী।

04:05 PM (IST) May 16

আজ আর্থিক প্যাকেজ ঘোষণার চতুর্থ দিন

সরাসরি দেখুন অর্থমন্ত্রী কী ঘোষণা করেন...