11:10 AM (IST) Nov 09
সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প জমি। কেন্দ্রীয় সরকারকে তিন মাসের মধ্যে ট্রাস্ট বানানোর কথা সুপ্রিম কোর্টের। সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প জমি। বিতর্কিত জমি রাম লালার। ৫একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডের। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
11:03 AM (IST) Nov 09
মন্দির ভেঙে মসজিদ হয়েছে তার প্রমাণ নেই। কাঠামোর নীচের তথ্যে প্রমাণ হয় না ওটা হিন্দুদের। রাম লালা ঐতিহাসিক তথ্য়ের ভিত্তিতে কথা বলেছে। আবেগের বশে কোনও সিদ্ধান্ত হয় না।
10:56 AM (IST) Nov 09
বাবরি মসজিদ খালি জায়গায় তৈরি হয়নি। মসজিদের নীচে স্থাপত্য ছিল। স্থাপত্য যা ছিল তা ইসলামিক নয়। এমনই জানাল সুপ্রিম কোর্ট।
10:45 AM (IST) Nov 09
রাম লালাকে স্বীকৃতি সুপ্রিমকোর্টের । রাম লালাকে প্রধানপক্ষ মানল সুপ্রিম কোর্ট।
10:42 AM (IST) Nov 09
নির্মোহী আখাড়ার দাবি খারিজ
10:40 AM (IST) Nov 09
পাঁচ বিচারপতির সহমতেই রায় ঘোষণা। অযোধ্যা মামলার রায় ঘোষণা শুরু। মসজিদ কবে শুরু হয়েছিল তাতে কিছু যায় আসে না। জানালেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
10:12 AM (IST) Nov 09
আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই অযোধ্য়া মামলার রায়দান। সুপ্রিম কোর্টে পৌঁছলেন বিচারপতি রঞ্জন গগৈ।
10:05 AM (IST) Nov 09
নিরাপত্তা সুনিশ্চিত করতে জরুরি মিটিং ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ছাড়াও তলব করা হয়েছে ইনটেলিজেন্স চিফ অরবিন্দ কুমার ও অন্যান্য নিরাপত্তা আধিকারিকদের। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেই বসছে বৈঠক।
09:55 AM (IST) Nov 09
রায়দানের আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বাড়ির সামনে ভিড়। দিল্লিতে গগৈয়ের বাড়ির সামনে ভিড় আইনজীবীদের। সাড়ে দশটায় অযোধ্য়া মামলার রায়দান।
09:48 AM (IST) Nov 09
অযোধ্যা মামলার রায় বেরোনোর আগে দলের মুখ্পাত্রদের জরুরি তলব বিজেপি সভাপতি অমিত শাহের। নিজের বাড়িতেই সারলেন বৈঠক। রায় বেরোনোর পর সংবাদ মাধ্য়মে কী বার্তা দেওয়া হবে তা নিয়েই বৈঠক।
09:37 AM (IST) Nov 09
সকাল ১০ থেকে শুরু। জয়পুর কমিশনারেটে ২৪ ঘণ্টার জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা। রাজস্থানে বন্ধ সব স্কুল। বুন্দিতে জারি ১৪৪ ধারা। চারজনের বেশি জমায়েত দেখলেই ধরছে পুলিশ।
09:18 AM (IST) Nov 09
উত্তরপ্রদেশে সবকিছু স্বাভাবিক। রাম লালার মন্দিরে যাচ্ছেন ভক্তরা। সেখানে যাওয়ায় কোনও ধরনের বিধি নিষেধ নেই। দোকান-বাজারও খোলা। জানালেন, উত্তরপ্রদেশের এডিজি আশুতোষ পান্ডে।
08:54 AM (IST) Nov 09
অযোধ্যা মামলার রায় ঘোষণার আগে উত্তরপ্রদেশে দশ হাজার বৈঠক। রাজ্যে অশান্তি এড়াতে ধর্মীয় নেতা ও নাগরিকদের সঙ্গে এই বৈঠক সেরেছে প্রশাসন। শুরু হয়েছে আকাশ পথে নজরদারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অযোধ্যায় নিয়োগ করা হয়েছে এডিজি পদ মর্যাদার অফিসার। সোশ্য়াল সাইটে গুজব এড়াতে নেওয়া হয়েছে ব্য়বস্থা। রাজ্যজুড়ে চলছে আধা সেনার টহল। জানালেন, রাজ্যের ডিজিপি ওপি সিং।
08:37 AM (IST) Nov 09
উত্তরপ্রদেশে জারি ১৪৪ ধারা। একসঙ্গে চার জনের বেশি জমায়েত দেখলেই আটকাচ্ছে পুলিশ। কড়া নিরাপত্তার মোড়কে যোগীর রাজ্য।
08:09 AM (IST) Nov 09
অযোধ্যা শহরে ঢোকার মুখেও কড়া পুলিশি নিরাপত্তা, চলছে টহলদারি।
08:05 AM (IST) Nov 09
প্রধান বিচারপতি রঞ্জন গগই-এর সরকারি বাসভবনের সামনে রাত থেকেই মোতায়েন দিল্লি পুলিশের কয়েকটি দল, কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে বাংলো।
07:52 AM (IST) Nov 09
অযোধ্যায় হনুমান মন্দিরের সামনে এবং তার সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত, রাস্তা ব্যারিকেডও করে রেখেছে পুলিশ প্রশাসন।
07:41 AM (IST) Nov 09
অযোধ্যায় সকাল থেকেই চারিদিকে কড়া নিরাপত্তার ছবি ধরা পড়েছে। রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে চলছে তল্লাশি।
07:39 AM (IST) Nov 09
কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বা কেএসআরটিসি- সমস্ত ডিসি, ডিভিশনাাল অফিসার এবং ডিপো ম্যানেজারদের সদর দফতরে অবিলম্বে রিপোর্ট করতে নির্দেশ দিয়েছে। অযোধ্যা মাবার রায়দানের জন্য এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
07:31 AM (IST) Nov 09
রাজস্থানের ভরতপুরে রবিবার সকাল পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অযোধ্যা মামলার রায়দানের জন্য এই সিদ্ধান্ত রাজস্থান সরকারের।
07:01 AM (IST) Nov 09
অশান্তির আশঙ্কা শুক্রবার গভীররাতেই রাস্তায় বেরিয়ে আসেন সাধারণ মানুষ। তারা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে নেন। অনেকেরই বক্তব্য রায়দান এরমধ্যে হতে পারে অনুমান করে ইতিমধ্যেই বেশ খানিকটা রসদ তাঁরা মজুত করে নিয়েছিলেন।
07:00 AM (IST) Nov 09
অনুমান একটা ছিল। ফলে, আগেভাগেই অযোধ্যায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। শুক্রবার মামলার রায়দানের তারিখ ও সময় চূড়ান্ত হতেই অযোধ্যায় নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়।
06:59 AM (IST) Nov 09
জয় পরাজয় নয় একটা মামলার রায় ঘোষণা হবে। এভাবেই অযোধ্যা রায়-কে মেনে নেওয়ার জন্য দেশবাসীর কাছে আর্জি রেখেছেন প্রধানমন্ত্রী। আবেদন করেছেন, কোন নাগরিক যেন কোনও ধরনের উস্কানিতে কান না দেন। দেশজুড়ে শান্তি ও সম্প্রীতি তৈরির আবহ বজায় রাখতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।