আইআইএমসিএএ-র প্রাক্তনীদের অনুষ্ঠান কানেকশন ২০২৩-এ ইফকো সম্মানে ভূষিত হলেন কারা

আইআইএমসিএএ-র কানেকশন ২০২৩- কারা পেলেন ইফকো সম্মান। অনুষ্ঠিত হল সপ্তম ইফকো আইআইএমসিএএ সম্মান। আইআইএমসিএএ-র প্রাক্তনীদের সমাবর্তন কানেকশন ২০২৩।

আইআইএমসিএএ-র কানেকশন ২০২৩- কারা পেলেন ইফকো সম্মান। অনুষ্ঠিত হল সপ্তম ইফকো আইআইএমসিএএ সম্মান। আইআইএমসিএএ-র প্রাক্তনীদের সমাবর্তন কানেকশন ২০২৩। এই অনুষ্ঠানেই আইআইএমসিএএ-র পক্ষে সম্মান প্রদান করা হয় । আইআইএমসি-র ডিজি সঞ্জয় দ্বিবেদী প্রাপকদের হাতে সম্মান তুলে দেন। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- প্রোফেসর গীতা বামেজাই। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-অনিতা কল বসু। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- প্রকাশ পাত্র। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- সমুদ্র গুপ্ত কাশ্যপ। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- অনুরাগ বাজপেয়ী। অ্যালামনি অফ দ্য ইয়ার- ড. গায়েত্রী বালা পাণ্ডা। পাবলিক সার্ভিস- সুশীল সিং, অমিত কাটোচ, এতে পি লি, পঙ্কজচন্দ্র গোস্বামী। কানেক্টিং অ্যালামনি অফ দ্য ইয়ার- ব্রজ কিশোর। কানেক্টিং চ্যাপ্টার অফ দ্য ইয়ার- ওড়িশা। কানেক্টিং গ্রুপ অফ দ্য ইয়ার- ১৯৯৩-৯৪ ব্যাচ। জার্নালিস্ট অফ দ্য ইয়ার- উৎকর্ষ সিং। বর্ষসেরা কৃষি সাংবাদিক- রোহিত বিশ্বকর্মা। বর্ষসেরা সাংবাদিক,পাবলিশিং- অ্যান্ড্রিউ আমসান। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ রিপোর্টার অফ দ্য ইয়ার, পাবলিশিং- বিজিন স্যামুয়েল। রিপোর্টার অফ দ্য ইয়ার, ব্রডকাস্ট- নিবির ডেকা। ভারতীয় ভাষায় বর্ষসেরা সাংবাদিক, ব্রডকাস্টিং- সন্ধ্যা মণিকান্দন । প্রোডিউসার অফ দ্য ইয়ার- জ্যোতিং জাংরা। পিআর পার্সন অফ দ্য ইয়ার- এ আর হেমন্ত। এডি পার্সন অফ দ্য ইয়ার- মোহিত পাসরিচা। 

03:57Assam : অসমে অ্যাকশন শুরু, জালে বড় পাণ্ডা! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ12:45কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী09:42'কুয়েত যেন মিনি হিন্দুস্তান' কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?05:30হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি04:55CM Yogi : 'সম্ভলের ঘটনায় একজনকেও ছাড়ব না' বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ03:10Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?06:10কেন সংবিধান সংশোধন করেছিলেন? নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী05:46'জওহরলাল নেহেরুর জন্যই এত গণ্ডগোল' ভরা লোকসভায় এ কী বললেন প্রধানমন্ত্রী?04:53Abhijit Ganguly : 'বাইসেপ দেখিয়ে ভয় দেখানো যাবে না' মোদীর সামনেই হুঙ্কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের04:05পুষ্পা 2 দেখতে এসে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, গ্রেফতার আল্লু অর্জুন