অবসরের বয়স ৬২ হলে, পেনশন গ্র্যাচুইটি-সহ আরও কী কী সুবিধা পাবেন সরকারি কর্মীরা

সরকারি কর্মচারীদের অবসরের বয়স বাড়ছে এবং পেনশনের পরিমাণও বাড়ছে। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে এবং কর্মীরা অতিরিক্ত সুবিধা পাবেন।
Deblina Dey | N/A | Published : Jan 25, 2025 10:29 AM / Updated: Jan 25 2025, 01:00 PM IST
110
কর্মচারীদের মিলবে দারুণ লাভ

সরকারি কর্মচারীদের অবসরের নিয়মে আনা হল বিশেষ পরিবর্তন এই পরিবর্তনের ফলে কর্মীদের অবসরের সময় তো বাড়বেই সেই সঙ্গে পেনশনও মিলবে দারুণ লাভ। 

210
দ্রুত এই নিয়ম কার্যকর হবে

দু বছর অবসরে বাড়লেই মিলবে অন্যান্য আরও সুযোগ ও সুবিধে। জান যাচ্ছে দ্রুত এই নিয়ম কার্যকর করা হবে।

310
শিক্ষা ও স্বাস্থ্যখাতেই ২ বছর অতিরিক্ত সময় মিলব

তবে জেনে রাখা ভালো এই অবসরের নিয়মের পরিবর্তন বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যখাতেই বাড়ানো হবে। এতদিনের নিয়মের পর হঠাৎ এই পরিবর্তন কি কর্মীদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে?

410
গ্র্যাচুইটি নির্ধারণের সময়

অতিরিক্ত দুই বছরের চাকরির সবচেয়ে বড় সুবিধা হবে গ্র্যাচুইটিতে। কারণ গ্র্যাচুইটি নির্ধারণ করা হয়ে শেষ বেতন কতটা তার ভিত্তিতে ফলে দুই বছর অতিরিক্ত চাকরির সময় পেলে গ্র্যাচুইটিতে মিলবে কর্মীদের বিশেষ সুবিধা।

510
পেনশন খাতেও অতিরিক্ত অর্থ মিলবে

আবার পেনশনের ক্ষেত্রেও মিলবে সুবিধা কারণ সরকারি নিয়ম অনুসারে জাতীয় পেনশন প্রকল্পে অবদান রাখতে হবে ফলে পেনশন খাতেও অতিরিক্ত ২৪ মাসের টাকা জমবে।

610
স্বাস্থ্যসেবা এবং কল্যাণমূলক সুবিধাও মিলবে

এছাড়া কর্মীদের ৬২ বছরে অবসর গ্রহণের পর, সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যসেবা এবং কল্যাণমূলক কিছু সুবিধাও প্রদান করা হবে। এর ফলে সরকারি কর্মচারীদের জীবনে বহু পরিবর্তন আসবে।

710
অতিরিক্ত বেতন মিলবে

অতিরিক্ত দুই বছরের চাকরির পর কর্মচারীরা অবসর গ্রহণের সময় আরও দ্রুত গ্র্যাচুইটি এবং বকেয়া পাবেন। 

810
গ্র্যাচুইটিও সঠিকভাবে গণনা হবে

কারণ সেই সমস্ত কাজ ৬০ বছর সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি প্রস্তুতি নিতে পারবেন। সেই সঙ্গে গ্র্যাচুইটিও সঠিকভাবে গণনা করা হবে। 

910
বহু সুবিধা মিলবে কর্মীদের

কোনও ঘাটতি থাকবে না এবং বকেয়া দ্রুত পরিশোধ করা হবে। অতিরিক্ত দুই বছরের চাকরির সুবিধা পাওয়ায় কর্মচারীরা অবসরের বয়স বৃদ্ধি এবং পেনশনে স্বস্তি সেই সঙ্গে আরও বহু সুবিধা মিলবে কর্মীদের।

1010
অবসরের বয়স ২ বছর বৃদ্ধি

এই নতুন নিয়ম শীঘ্রই কার্যকর করা হবে। যার ফলে দেশের বহু কর্মচারী উপকৃত হবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos