'দুর্নীতি, পরিবারবাদ ও তুষ্টিকরণ দেশের সবথেকে বড় শত্রু' পরিবারবাদ নিয়ে কটাক্ষ মোদীর

পরিবারবাদ ও তুষ্টিকরণ নিয়ে তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীর। ‘দুর্নীতি, পরিবারবাদ ও তুষ্টিকরণ দেশের সবথেকে বড় শত্রু। পরিবারবাদ সাধারন মানুষের অধিকার ছিনিয়ে নেয়। ওদের লক্ষ্য হলো দল, দলের জন্য ওরা কাজ করে।’

পরিবারবাদ ও তুষ্টিকরণ নিয়ে তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীর। 'দুর্নীতি, পরিবারবাদ ও তুষ্টিকরণ দেশের সবথেকে বড় শত্রু। পরিবারবাদ সাধারন মানুষের অধিকার ছিনিয়ে নেয়। ওদের লক্ষ্য হলো দল, দলের জন্য ওরা কাজ করে। পরিবারবাদ যোগ্যতা ও সামর্থ্যকে কখনও স্বীকার করে না। তুষ্টিকরণ সামাজিক ব্যবস্থাকে সবথেকে বেশি ক্ষতি করছে।' লালকেল্লা থেকে কটাক্ষ মোদীর।

12:45কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী09:42'কুয়েত যেন মিনি হিন্দুস্তান' কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?05:30হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি04:55CM Yogi : 'সম্ভলের ঘটনায় একজনকেও ছাড়ব না' বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ03:10Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?06:10কেন সংবিধান সংশোধন করেছিলেন? নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী05:46'জওহরলাল নেহেরুর জন্যই এত গণ্ডগোল' ভরা লোকসভায় এ কী বললেন প্রধানমন্ত্রী?04:53Abhijit Ganguly : 'বাইসেপ দেখিয়ে ভয় দেখানো যাবে না' মোদীর সামনেই হুঙ্কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের04:05পুষ্পা 2 দেখতে এসে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, গ্রেফতার আল্লু অর্জুন02:12চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ভারত-বাংলাদেশ বর্ডারে, স্লোগান বাংলাদেশের পুলিশদের উদ্দেশ্যে
Read more