মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। সোমবারের তুলনায় সংক্রমণ ও মৃত্যুর পরিমাণ অনেকটাই কম রয়েছে।
দেশে করোনা সংক্রমণের গতি এখন অনেকটাই নিম্নমুখী। ১৪৭ দিন পর এক ধাক্কায় অনেকটা কমল দৈনিক সংক্রমণ। দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে খানিকটা স্বস্তির খবর দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। সোমবারের তুলনায় সংক্রমণ ও মৃত্যুর পরিমাণ অনেকটাই কম রয়েছে। সোমবারের বুলেটিনে, একদিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৫ হাজার ৪৯৯।
মঙ্গলবার আক্রান্তের সংখ্যার সঙ্গে তাল মিলিয়ে কমেছে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৮০। অন্যদিকে, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৪৫। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৫১১ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটে ১১ লক্ষ ৮০ হাজার ৯৬৮। এখনও পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৯ লক্ষ ৯৮ হাজার ১৫৮ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৮ হাজার ৬৮২।
আরও পড়ুন- করোনার তৃতীয় তরঙ্গে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, সরকারি তথ্য তুলে ধরেই বোঝালেন বিজ্ঞানী
আরও পড়ুন- ভারতের COVID 19 টিকা পাবেন বিদেশিরাও, নাম লেখাতে হবে CoWIN অ্যাপে
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে মোট অ্যাকটিভ কোভিড রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৮ হাজার ৫০৮। সোমবারও তা ছিল ৪ লক্ষের বেশি। এত দ্রুত হারে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে যাওয়ার বিষয়টি যথেষ্ট ইতিবাচক বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ লক্ষ ১১ হাজার ৩১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
আরও পড়ুন- করোনার টিকা আপনার শরীরে কাজ করতে শুরু করেছে তো, জেনে নিন লক্ষ্মণগুলো
করোনা সংক্রমণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে রয়েছে কেরালা। সেখানে দৈনিক সংক্রমণের সংখ্যা ১৩ হাজার ৪৯। এরপরই রয়েছে মহারাষ্ট্র। সেখানেও ফের সংক্রমিতের সংখ্যা বাড়তে শুরু করেছে। তারপর রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটকের মতো রাজ্যগুলি।
করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পরই দ্রুত টিকাকরণ সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু, এখনও পর্যন্ত একাধিক রাজ্যে টিকার আকাল দেখা দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৫২ কোটি ৫৬ লক্ষ ৩৫ হাজার ৭১০ জনের টিকা সম্পন্ন হয়েছে। তার মধ্যে অক্টোবরে শিশুদের জন্যও টিকা এসে যাবে বলে অনুমান।