চলতি মাসেই ভারতীয় সেনাবাহিনীতে কমিশন পাবেন মহিলা অধিকারিকরার , জানুন তাদের কাজের পরিধি

ভারতীয় মহিলা অফিসারদের জন্য সুখব। চলতি মাসেই তাঁদের কমিশন হবে ভারতীয় আর্টিলারিতে। রইল কাজের বিস্তারিত তালিকা।

 

ভারতীয় মহিলা অফিসারদের জন্য সুখবর।  চলতি মাসের শেষের দিকেই ভারতীয় সেনা বাহিনীর প্রথম মহিলা অফিসার পেতে চলেছে। সেনা সূত্রের খবর চলতে মাসের শেষের দিকেই নিয়োগ করা হবে। ইতিমধ্যেই চেন্নাইয়ের অপিসার ট্রেনিং অ্যাকাডেমি বা OTA থেকে প্রশিক্ষণ নিয়ে বেরিয়েছে। ভারতীয় সেনার এটাই প্রথম প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা আধিকারিকের দল, যারা ভারতীয় বিমান বাহিনী ও ভারতীয় নৌবাহিনীকে প্রয়োজনীয় সাহয্য করতে পারবে।

আর্টিলারি রেজেমেন্টে ভারতীয় মহিলা অধিকারিকদের সেনা বাহিনীতে অন্তর্ভুক্ত করার সেনা বাহিনীর সিদ্ধান্তকে অনুমোদন করেছে কেন্দ্র। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট ৩১ মার্চ লোকসভায় এই কথা জানিয়েছেন। তিনি বলেছেন আর্টিলারিতে মহিলা আধিকারিক নেওয়ার সিদ্ধান্ত ২০ মার্চ নেওয়া হয়েছিল। এক সেনা কর্তা জানিয়েছেন, চলতি মাসেই ওটিএ থেকে উত্তীর্ণ হওয়া মহিলা অফিসারা বিমান, প্রতিরক্ষা সিগন্যাল, ইঞ্জিনিয়ারিং, এভিয়েশন,এএসসি ও অর্জিন্যান্স-সহ একাধিক ইউনিটে কাজ করতে পারেন। তাদের মধ্যে একজন এই প্রথমবারের মত রেজিমেন্ট অফ আর্টিলারিতে যোগ দেবেন।

Latest Videos

রেজিমেন্ট অব আর্টিলারিতে মহিলা অফিসারদের অন্তর্ভুক্ত করার প্রধান পদক্ষেপ- এর ২৮০টিরও বেশি ইউনিট রয়েছে। বিভিন্ন ধরনের ইউইটজার, বন্দুক ও একাধিক লঞ্চ রকেট সিস্টেম পরিচালনা করে। সেনা প্রধান জেনারেল মনোজ পাণ্ডে বলেছেন, প্রস্তাবটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠান হয়েছিল, গত ২০ মর্চ কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দিয়েছে।

মহিলা সেনা আধিকারিকদের এখনও মূল যুদ্ধে অস্ত্র নিয়ে যোগদানের অনুমতি নেই। তবে আর্টিলারিকে কমব্যাট সাপোর্ট আর্ম হিসেবে মনোনীত করা যেতে পারে। এটি চিন ও পাকিস্তান উভয়ের সঙ্গে অমীমাংসিত অস্থির সীমান্ত মোতায়েন করা হয়। আর্থাৎ চিন ও পাকিস্তানের সীমান্তে মহিলা অফিসারদের দায়িত্বে দেওয়া হবে।

যে মহিলা অফিসাররা আর্টিলারিতে কমিশন পাবেন তারা প্রথমে কিছু সময়ের জন্য তাদের যে ইউনিটে নিয়োগ দেওয়া হয়েছে সেখানে কাজ করবেন। তারপরে তাদের পুরুষ কোর্সমেটদের মতো আর্টিলারি-নির্দিষ্ট কোর্সের জন্য পাঠানো হবে, যেটি ১০৫ মিমি ভারতীয় ফিল্ড বন্দুকের বন্দুকের প্রশিক্ষণ দিয়ে শুরু হবে।

আর্টিলারি রেজিমেন্টগুলিতে ১০৫ মিমি ফিল্ড বন্দুক, বোফর্স হাউইটজার, আপগানড ধনুশ ও শারাং বন্দুকের ব্যবহার করা হয়। এম-৭৭৭ আল্ট্রা লাইট হাউইটজার ও কে-৯ বজ্র স্ব-চালিত ট্র্যাক বন্দুকেরও ব্যবহার হয়। দেশী পিনাকা মাল্টি -লঞ্চ রকেট সিস্টেমও মহিলা অফিসাররা ব্যবহার করতে পারেন। তারা রাশিয়ান অরিজিন স্মারত ও গ্র্যাড ইউনিটগুলিও ব্যবহারের ছাড়পত্র পাবে।

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |