১৯৯৯ সালের ৮ মে থেকে ২৬ জুলাই ১৯৯৯ পর্যন্ত চলেছিল কার্গিল বিজয় দিবস। পাকিস্তান থেকে আসা হামলাকারী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এক অসামান্য জয় পেয়েছিল ভারত। ব্যর্থ করে দিয়েছিল বিদেশের মাটিতে হওয়া ভারত দখলের চক্রান্ত। নিয়ন্ত্রণরেখা বরাবর এই যুদ্ধে ভারতীয় বাহিনীর জওয়ানরা দেখিয়েছিলেন দেশপ্রেমের এক দৃষ্টান্ত। পাহাড়ের মাথায় বসে থাকা হামলাকারী অনুপ্রবেশকারীদের বাগে আনাটা সহজ ছিল না, কিন্তু দুর্দমনীয় মানসিকতায় অসম্ভবকে সম্ভব করেছিল ভারতীয় জওয়ানরা। মাত্র ১৮ বছর বয়সে পাকিস্তান থেকে আসা হামলাকারীদের গুলিতে ছিন্নভিন্ন হতে হতে শত্রু নিধন চালিয়ে গিয়েছেন যোগেন্দ্র সিং যাদব। মাত্র ১৯ বছর বয়সে পরমবীর চক্র সম্মানে সম্মানিত হয়েছিলেন যোগেন্দ্র। ১৮ বছরের তরুণের এমন লড়াই কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাদের মনোবলকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। যোগেন্দ্র-র মতোই লড়াই চালিয়েছিল ভারতীয় জওয়ানরা। কার্গিলের বীরগাথায় দেশের জন্য নিজেকে উৎসর্গ করা শহিদ হওয়া জওয়ানদের সংখ্যাটা যে কোনও ভারতীয়কে আজও উদ্বুদ্ধ করে। কার্গিল যুদ্ধে আজও এমন অসংখ্যা জওয়ান রয়েছে যারা সারাজীবনের জন্য প্রতিবন্দীতে পরিণত হয়েছেন। কিন্তু, দেশপ্রেমের জন্য আজও তারা স্যালুট করে উঠেন।
10:31 AM (IST) Jul 26
কার্গিল বিজয় দিবস স্মরণে বায়ু সেনা তাদের টুইটে লিখল কীভাবে অপারেশন সফেদ সাগরে সাফল্য অর্জন করেছিলেন ইন্ডিয়ান এয়ারফোর্স-
10:27 AM (IST) Jul 26
কার্গিল বিজয় দিবসে টুইটার পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন যে এই যুদ্ধ ভারতীয় সেনাদের এক অসামান্য মানসিক শক্তি এবং দেশপ্রেমের এক দৃষ্টান্তকে তুলে ধরে, তাঁদের জন্য কার্গিলে যে জয় পাওয়া সম্ভব হয়েছিল তা আজ এক অনুপ্রেরণা এবং গর্বের ঐতিহ্যে পরিণত হয়েছে।
10:22 AM (IST) Jul 26
কার্গিল বিজয় দিবসে সেনা জওয়ানদের বার্তা দিলেন দেশের সেনাপ্রধান মনোজ পাণ্ডে
10:20 AM (IST) Jul 26
কার্গিল বিজয় দিবসে টুইট রাজনাথ সিং-এর। লিখলেন, 'কার্দেগিল বিজয় দিবসে ভারত দেশের সশস্ত্র বাহিনীর অবদানকে স্যালুট জানায় '
10:10 AM (IST) Jul 26
কার্গিল বিজয় দিবসে টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, তিনি কার্গিল বিজয়কে দেশের গর্ব বলে উল্লেখ করেছেন, সেই সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী