'জনশক্তির কাছে হেরে গেছে পেশীশক্তি। সমস্ত কর্ণাটকবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। কংগ্রেস কর্ণাটকের গরীব মানুষের পাশে ছিল। এইভাবেই বিজেপি সর্বত্র পরাজিত হবে। কর্ণাটকে ঘৃণার বাজার বন্ধ হয়েছে, এবার ভালোবাসার বিপণি খুলবে।
'জনশক্তির কাছে হেরে গেছে পেশীশক্তি। সমস্ত কর্ণাটকবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। কংগ্রেস কর্ণাটকের গরীব মানুষের পাশে ছিল। এইভাবেই বিজেপি সর্বত্র পরাজিত হবে। কর্ণাটকে ঘৃণার বাজার বন্ধ হয়েছে, এবার ভালোবাসার বিপণি খুলবে। মানুষ দেখিয়ে দিল ভালোবাসার জয় অবসম্ভাবি।' নয়াদিল্লিতে রাহুল গান্ধীর মন্তব্য।