Parna Sengupta | Published : Dec 10, 2021 4:55 AM IST / Updated: Dec 10 2021, 05:40 PM IST

Bipin Rawat Last Rites LIVE UPDATE: একই চিতায় দাহ জেনারেল রাওয়াত ও তাঁর স্ত্রীর দেহ

সংক্ষিপ্ত

চিফ অফ ডিফেন্স স্টাফ(chief of defence staff) জেনারেল বিপিন রাওয়াত (General Bipin Rawat) এবং তার স্ত্রী মধুলিকা (Madhulika) রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হবে শুক্রবার। দিল্লির সেনানিবাসে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বলে সূত্রের খবর। ওয়েলিংটনে পুষ্পস্তবক অর্পণের অনুষ্ঠানের পর বৃহস্পতিবার কোয়েম্বাটোর থেকে একটি সেনা বিমানে তাদের মরদেহ দিল্লি নিয়ে যাওয়া হয়।  

05:04 PM (IST) Dec 10

বিপিন রাওয়াতের শেষকৃত্য

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হল সিডিএস জেনারেল বিপিন রাওয়াতকে। ১৭ বার তোপ ধ্বনির মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হল তাঁকে।

 

 

04:37 PM (IST) Dec 10

শেষ শ্রদ্ধা পরিবারের

জেনারেল রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানালেন পরিবারের সদস্যরা।

04:13 PM (IST) Dec 10

ব্রার স্কোয়ারে রাজনাথ

ব্রার স্কোয়ারে উপস্থিত হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সিডিএস বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানালেন তিনি। 

 

 

04:11 PM (IST) Dec 10

সস্ত্রীক সিডিএস-কে শ্রদ্ধাজ্ঞাপন

ব্রার স্কোয়ারে সস্ত্রীক সিডিএস-কে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন সেনা আধিকারিকরা। 

03:58 PM (IST) Dec 10

ব্রার স্কোয়ারে নিয়ে আসা হল দেহ

ব্রার স্কোয়ারে নিয়ে আসা হল সিডিএস বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের নিথর দেহ।

 

 

03:57 PM (IST) Dec 10

জনজোয়ার আর জয়হিন্দ স্লোগানে ভরে উঠেছে শেষ যাত্রা

জনজোয়ার আর জয়হিন্দ স্লোগানে ভরে উঠেছে শেষ যাত্রা

 

 

03:51 PM (IST) Dec 10

বিপিন রাওয়াতের শেষযাত্রায় দেশভক্তির শ্লোগান

বিপিন রাওয়াতের শেষযাত্রায় দেশভক্তির শ্লোগান, দেখুন ভিডিও

 

03:23 PM (IST) Dec 10

রাওয়াতের শেষযাত্রায় অগণিত মানুষের ভীড়

সিডিএস জেনারেল রাওয়াতের শেষযাত্রায় রাস্তায় ভীড় করলেন অগণিত মানুষ। একাধিক মানুষ অংশ নিলেন শেষযাত্রায়

02:03 PM (IST) Dec 10

রাওয়াতকে শ্রদ্ধার্ঘ অর্পণ তিন সেনাপ্রধানের

জেনারেল রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানালেন তিন সেনা প্রধান। সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে, এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী ও নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার এদিন শ্রদ্ধার্ঘ অর্পণ করেন 

 

01:06 PM (IST) Dec 10

জেনারেল রাওয়াতকে ১৭ বন্দুকের স্যালুট


সিডিএস জেনারেল বিপিন রাওয়াতকে নির্ধারিত প্রোটোকল অনুসারে ১৭ বন্দুকের স্যালুট দেওয়া হয়। ট্রাই-সার্ভিস বাগলারদের দ্বারা লাস্ট পোস্ট এবং রাউজ খেলার পরে, পরিবারের সদস্যদের দ্বারা অন্ত্যেষ্টিক্রিয়া চিতা জ্বালানো হবে।

01:02 PM (IST) Dec 10

শেষ শ্রদ্ধা জানালেন জেপি নাড্ডা

কপ্টার দুর্ঘটনায় মৃত সস্ত্রীক বিপিন রাওয়াতকে  শেষ শ্রদ্ধা জানালেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

12:18 PM (IST) Dec 10

ফরাসি ও ইসরায়েলের রাষ্ট্রদূতরা জেনারেল রাওয়াতকে শ্রদ্ধা জানান


ভারতে নিযুক্ত ফরাসি ও ইসরায়েলের রাষ্ট্রদূতরা জেনারেল রাওয়াতকে শ্রদ্ধা জানান। ভারতে ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লেনিয়ান ও ইসরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকা রাওয়াতকে পুষ্পস্তবক অর্পণ করেন। 

11:56 AM (IST) Dec 10

শেষ শ্রদ্ধা জানালেন কেজরিওয়াল

কপ্টার দুর্ঘটনায় মৃত সস্ত্রীক বিপিন রাওয়াতকে  শেষ শ্রদ্ধা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

11:37 AM (IST) Dec 10

বিপিন রাওয়াতের দুই কন্যা শেষ শ্রদ্ধা জানান


সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এবং মধুলিকা রাওয়াতের কন্যা - কৃতিকা এবং তারিণী - তাদের বাবা ও মাকে শেষ শ্রদ্ধা জানান। 

 

11:26 AM (IST) Dec 10

শেষ শ্রদ্ধা নিবেদন করলেন রাহুল গান্ধী

জেনারেল রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

 

11:05 AM (IST) Dec 10

শেষ শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী

শেষ শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

 

 

10:51 AM (IST) Dec 10

দিল্লির বাসভবনে রাওয়াতের মরদেহ আনা হল

সিডিএস জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকার মরদেহ নিয়ে যাওয়া হল তাঁদের বাসভবনে

 

10:44 AM (IST) Dec 10

শেষ শ্রদ্ধা জানান এনএসএ অজিত দোভাল

জেনারেল বিপিন রাওয়াতকে শেষশ্রদ্ধা জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল

10:41 AM (IST) Dec 10

শেষ শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বুধবার তামিলনাড়ুর কুনুরের কাছে আইএএফ হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া সিডিএস জেনারেল বিপিন রাওয়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রদ্ধা জানান

 

10:30 AM (IST) Dec 10

দিল্লির ব্রার স্কোয়ারে শেষকৃত্য রাওয়াতের


চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য দিল্লি সেনানিবাসের ব্রার স্কোয়ার শ্মশানে সকাল সাড়ে নটায় অনুষ্ঠিত হল। . সিডিএস রাওয়াত এবং তার স্ত্রীর শেষকৃত্য ব্রার স্কোয়ার শ্মশানে অনুষ্ঠিত হয়

More Trending News