Coronavirus LIVE, বন্দে ভারত মিশনে দেশে ফিরলেন ৪ হাজার ভারতীয়, ঘরে ফিরেছেন ৫ লক্ষ পরিযায়ী শ্রমিক

সংক্ষিপ্ত

পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা ২ লক্ষ ৮৩ হাজারের বেশি। পরিস্থিতি সামাল দিতে ব্রিটেনে পয়লা জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ালেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে সান ফ্রান্সিসকো থেকে ২২৫ জন ভারতীয়কে নিয়ে মুম্বই ফিরল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে - 

05:56 PM (IST) May 11

দেশে ফিরলেন ৪ হাজার ভারতীয়

বন্দে ভারত মিশেন এখনও পর্যন্ত দেশে ফিরেছেন ৪ হাজার ভারতীয়। 

 

04:36 PM (IST) May 11

বৈঠকে মমতা

প্রধানমন্ত্রীর ডাকা  ভিডিও কনফারেন্সে অংশ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

 

03:28 PM (IST) May 11

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদী

লকডাউন পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে পঞ্চমবার ভিডিও কনফারেন্সে বৈঠক প্রধানমন্ত্রীর। 

 

02:05 PM (IST) May 11

৪ হাজারের পথে রাজস্থান

গত ২৪ ঘণ্টায় রাজস্থানে করোনা সংক্রমণের শিকার ১২৬ জন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩.৯৪০। 

 

11:44 AM (IST) May 11

৭ হাজার ছাড়াল দিল্লিতে আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার হয়েছেন ৩১০ জন। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭,২৩৩।

 

10:14 AM (IST) May 11

ট্রপিক্যালে আরও ২ জনের শরীরে মিলল করোনার জীবাণু


 করোনার কোপ ফের ট্রপিক্যালে। জানা গিয়েছে, সেখানে এক সিসিইউ সাফাই কর্মী এবং এক চিকিৎসাধীন রোগী করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে ৯ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই চিকিৎসক, নার্স-সহ ৪০ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। একের পর এক করোনা আক্রান্ত হওয়ায় স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে স্বাস্থ্য পরিষেবা দেওয়া নিয়ে এবার প্রশ্ন উঠছে। 

09:18 AM (IST) May 11

দেশে আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ছাড়াল

বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬৭,১৫২।

 

08:20 AM (IST) May 11

প্রযুক্তি দিবসে মোদীর সেলাম

কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়ছে প্রযুক্তি। জাতীয় প্রযুক্তি দিবসে দেশের বিজ্ঞানীদের সেলাম জানালেন প্রধানমন্ত্রী। 

 

08:18 AM (IST) May 11

চলছে বিশেষ ট্রেন

১২০০ জন যাত্রীকে নিয়ে গুজরাতের সুরাত থেকে উত্তরাখণ্ডে রওনা দিল বিশেষ ট্রেন। 

 

08:17 AM (IST) May 11

ফিলিপিন্স থেকে ফিরলেন ভারতীয়রা

ফিলিপিন্সে থেকে ২৪১ জন ভারতীয়কে নিয়ে মুম্বই ফিরল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। 

 

08:14 AM (IST) May 11

আমেরিকা থেকে ফিরল প্রথম বিমান

সান ফ্রান্সিসকে থেকে ২২৫ জন ভারতীয়কে নিয়ে মুম্বই ফিরল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। 

 

08:13 AM (IST) May 11

কাজে দিয়েছে প্লাজমা থেরাপি

 

ইন্দোরে সুস্থ হয়ে ওঠা করোনা  আক্রান্ত এক ব্যক্তি জানালেন তাঁর শরীরে কাজে দিয়েছে প্লাজমা থেরাপি। 

 

08:11 AM (IST) May 11

ব্রিটেনে বাড়ল লকডাউনের মেয়াদ

১লা জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ালেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

08:11 AM (IST) May 11

দিল্লির বাজারে ভিড় অব্যাহত

দিল্লির গাজিপুরের সবজি বাজারে সোমবার সকালেও চোখে পড়ল জনতার ভিড়। 

 

08:09 AM (IST) May 11

সুস্থ হওয়ার হার আশা জাগাচ্ছে

মারণ ভাইরাসকে জয় করে সুস্থ হয়েছেন ১৪ লক্ষ ৯০ হাজারের বেশি মানুষ। 

 

08:08 AM (IST) May 11

মৃতের সংখ্যা বেড়েই চলেছে

এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে বিশ্বের ২ লক্ষ ৮৩ হাজারেরও বেশি মানুষের।

 

 

08:06 AM (IST) May 11

বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪১ লক্ষ ছাড়াল

গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের শিকার ৪১ লক্ষ ৮০ হাজার ৩০৩।