প্রতিদিনই সংখ্যাটা বেড়েই চলেছে। অন্যথা হল না বুধবারও । বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪৩ লক্ষের গণ্ডি পেরিয়ে গেল। এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ৯২ হাজারেরও বেশি মানুষ। এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়ে গেল। এদিকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন দেশে চতুর্থ দফার লকডাউন আসতে চলেছে। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে -
05:38 PM (IST) May 13
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়ে ৩০ নভেম্বর ২০২০ পর্যন্ত করা হবে, এর ফলে ৫০ হাজার কোটি টাকা সাধারণ মানুষের হাতে যাবে।
05:26 PM (IST) May 13
৩১ মার্চ পর্যন্ত টিডিএসে ২৫% কম কাটা হবে। ৩০ নভেম্বর পর্যন্ত আইটি রিটার্ন দাখিল করা যাবে।
05:14 PM (IST) May 13
অর্থমন্ত্রী জানালেন, ‘কাজ শেষের জন্য সরকারি ঠিকাদারদের আরও ৬ মাস সময় দেওয়া হবে।’
05:13 PM (IST) May 13
নন ব্যাঙ্কিং সংস্থাগুলির জন্য ৩০ হাজার কোটির প্রকল্প ঘোষণা
05:05 PM (IST) May 13
করোনাভাইরাসের সংক্রমণ খোদ বেলেঘাটা আইডিতে। সূত্রের খবর, বেলেঘাটা আইডি হাসপাতালের ২ জন স্বাস্থ্যকর্মী এবং একজন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতাল সূত্রের খবর, মঙ্গলবার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ওই নার্স খিদিরপুরের বাসিন্দা। এবং বাকি ২ জন স্বাস্থ্যকর্মী থাকেন আইডি-র কর্মী আবাসনে।
05:05 PM (IST) May 13
অর্থমন্ত্রী জানালেন, ‘এর ফলে হাতে বেশি বেতন পাবেন ইপিএফ গ্রাহকরা। সরকারি কর্মীদের ক্ষেত্রে ১২% ইপিএফ কাটা হবে। ১৫ হাজারের থেকে কম বেতনের কর্মীর ইপিএফ ৩ মাস দেবে সরকার’
05:04 PM (IST) May 13
‘বেসরকারি কর্মীর বেতন থেকে ১০% ইপিএফ কাটা হবে। ১২% নয়, ৩ মাস ধরে ১০% ইপিএফ কাটা হবে। সরকারি কর্মীদের ক্ষেত্রে ১২% পিএফ কাটা হবে।'
04:57 PM (IST) May 13
অর্থমন্ত্রী জানালেন, ‘২০০ কোটি টাকা পর্যন্ত গ্লোবাল টেন্ডার নয়। বিদেশি সংস্থার জায়গায় দেশি সংস্থা অংশগ্রহণ করবে। এর ফলে দেশের ছোট ছোট সংস্থা অংশ নিতে পারবে। ৫ কোটি টাকা পর্যন্ত লেনদেন হলে মাইক্রো ইউনিট। ১ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ হলে মাইক্রো ইউনিট।'
04:51 PM (IST) May 13
এমএসএমইগুলির সংজ্ঞা সংশোধন করা হয়েছে, বিনিয়োগের ঊর্ধ্বসীমা পরিবর্তিত হয়েছে, টার্নওভারের মানদণ্ডেও পরিবর্তন হচ্ছে।
04:50 PM (IST) May 13
২০ হাজার কোটি টাকা ঋণ। এর ফলে উপকৃত হবে ২ লক্ষ ক্ষুদ্র-মাঝারি শিল্প। ঋণগ্রস্ত ক্ষুদ্র-মাঝারি শিল্পের ব্যবসা বৃদ্ধিতে বরাদ্দ। ব্যবসা বৃদ্ধিতে বরাদ্দ ৫০ হাজার কোটি টাকা।
04:49 PM (IST) May 13
২০০ কোটি টাকা পর্যন্ত গ্লোবাল টেন্ডার নয়, জানালেন অর্থমন্ত্রী।
04:43 PM (IST) May 13
‘অনাদায়ী ঋণগ্রস্ত ক্ষুদ্র-মাঝারি শিল্পকেও ঋণ। ২০ হাজার কোটি টাকা ঋণ। এর ফলে উপকৃত হবে ২ লক্ষ ক্ষুদ্র-মাঝারি শিল্প’, ঘোষণা অর্থমন্ত্রীর
04:40 PM (IST) May 13
‘ফেব্রুয়ারিতে বাজেটের পরই করোনার প্রকোপ শুরু। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৬টি পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণের জন্য ৩ লাখ কোটি টাকা। ৪ বছরের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ঋণ। এই ঋণে ১ বছরের জন্য সুদ স্থগিত থাকবে। ৪৫ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি ইউনিট উপকৃত হবে’
04:39 PM (IST) May 13
অর্থমন্ত্রীর সাংবাদিক বৈঠক লাইভ দেখুন এখানে।
04:35 PM (IST) May 13
৩ লক্ষ কোটি টাকার ঋণের ব্যবস্থা করা হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য, এক বছরের জন্য ঋণের উপর এক বছরের মোরেটরিয়াম দেওয়া হবে। তার জন্য় কোনও গ্য়ারান্টি লাগবে না ।
04:34 PM (IST) May 13
তার মধ্যে ৬টি পদক্ষেপ ক্ষুদ্র, মাঝারি ও অতিক্ষুদ্র ক্ষেত্রের জন্য, করদাতাদের কর দেওয়ার পদ্ধতি অনেক সরল করা হয়েছে
04:32 PM (IST) May 13
অনুরাগ ঠাকুর বলেন, ‘বহু দেশে ওষুধ-সহ চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে। ভারতের এই পদক্ষেপ বিশ্বে প্রশংসিত হয়েছে। ভারত আত্মনির্ভর না হওয়া পর্যন্ত সংস্কার চলবে’
04:30 PM (IST) May 13
04:27 PM (IST) May 13
সেই টাকা আনতে ব্যাঙ্কে যাওয়ারও প্রয়োজন নেই ,ব্যাঙ্ক মিত্ররা বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে আসছেন , উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস দেওয়া হচ্ছে , এ ছাড়া কৃষি, শিল্প-সহ প্রায় সব ক্ষেত্রে বিপুল সংস্কার হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ ঘোষণা হয়েছে
04:26 PM (IST) May 13
‘আত্মনির্ভর ভারত’-এর অর্থ দেশের নিজস্ব শক্তি বাড়ানো, বিশ্ব বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশে অনেক আর্থিক সংস্কার হয়েছে , এই লকডাউনের সময় তার সুফল পাওয়া যাচ্ছে
04:26 PM (IST) May 13
‘আত্মনির্ভর ভারত’-এর অর্থ দেশের নিজস্ব শক্তি বাড়ানো, বিশ্ব বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশে অনেক আর্থিক সংস্কার হয়েছে , এই লকডাউনের সময় তার সুফল পাওয়া যাচ্ছে
04:24 PM (IST) May 13
প্রধানমন্ত্রী ২০ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করেছেন, আশা করি আপনারা সবাই জানেন, প্রকল্পের নাম ‘আত্মনির্ভর ভারত’, এই প্রকল্প ভারতকে স্বনির্ভর করে তোলার জন্য, পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলেছেন প্রধানমন্ত্রী
04:20 PM (IST) May 13
ব্যাঙ্ক মিত্ররা বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে আসছেন
04:19 PM (IST) May 13
উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস দেওয়া হচ্ছে
04:18 PM (IST) May 13
এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য স্থানীয় উৎপাদনে জোর দেওয়া
04:17 PM (IST) May 13
‘আত্মনির্ভর ভারত’-এর অর্থ দেশের নিজস্ব শক্তি বাড়ানো, বিশ্ব বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।"
04:14 PM (IST) May 13
"গরিবদের স্বার্থে কাজ করছে সরকার"
04:09 PM (IST) May 13
'দেশেক বিকাশের লক্ষ্যে আর্থিক প্যাকেজ' বলেলন নির্মলা।
02:36 PM (IST) May 13
করোনা আক্রান্ত ফের কলকাতায় আরও ২ পুলিশকর্মী।সূত্রের খবর, আরজিকর মেডিক্যালের ফাঁড়িতে কর্মরত ওই পুলিশ কনস্টেবল বরানগরের বাসিন্দা। অপরজন তিলজলা থানার পুলিশ কর্মী। এদের দুই জনেরই করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে। এই মুহূর্তে তাঁরা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের সংস্পর্শে আরও কারা কারা এসেছেন তা নিয়ে লিস্ট তৈরী চলছে।
12:59 PM (IST) May 13
উত্তরাখণ্ডে লকডাউনের মধ্যে পথে নামলেন তীর্থযাত্রীরা।
12:47 PM (IST) May 13
করোনায় আক্রান্ত পিজি হাসপাতালের ইএনটি বিভাগে প্রধান চিকিৎসক। এসএসকেএমে ওই চিকিৎসক গত বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। রিপোর্ট পজিটিভ আসতেই তাঁকে কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উল্লেখ্য়, রাজ্য সরকারের দেওয়া চিকিৎসক সম্মানে ভূষিত এই প্রবীণ চিকিৎসক।
11:59 AM (IST) May 13
গত ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত ৪৮ জন। কোভিড ১৯ রোগীর সংখ্যা বেড়ে হল ২,১৩৭।
11:40 AM (IST) May 13
বন্দে ভারত মিশনে, আজ ঢাকা থেকে ফিরতে চলেছেন ১৬৯ জন ছাত্র-ছাত্রী, এরা জম্মু ও কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে তাঁরা পৌঁছবেন
11:35 AM (IST) May 13
ফেব্রুয়ারি মাসের শুরুতে নতুন চাকরি-তে যোগ দিতে দুর্গাপুরে এসেছিলেন দিল্লির গৃহবধূ প্রিয়ঙ্কা, কিন্তু তিনি লকডাউনে আটকে পড়েন, দিল্লির বাড়িতে স্বামী ও সন্তানরা, এই অবস্থায় দুর্গাপুরেই ছিলেন প্রিয়ঙ্কা, স্পেশাল যাত্রীবাহী ট্রেন লকডাউনের বাজারে চালু হতেই হাওড়া থেকে তাতে চেপে বসেন তিনি, অবশেষে দিল্লি পৌঁছে হাফ ছাড়লেন এই গৃহবধূ, কোয়ারান্টাইনের মেয়াদ শেষ হলেই পরিবরের সঙ্গে ফের মিলিত হতে পারবেন ভেবে আনন্দিত তিনি,
11:28 AM (IST) May 13
ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত ১ লক্ষ ৭৭ হাজার ৬০২ জন, মঙ্গলবার ব্রাজিলে ৮৮১ জন কোভিড ১৯-এ মারা গিয়েছে, যা এই দেশের কাছে একটা রেকর্ড, ইতিমধ্যে মোট আক্রান্তে জার্মানির সংখ্যাকে টপকে গিয়েছে ব্রাজিল, ফ্রান্সের মোট আক্রান্তের সংখ্যা থেকে সামান্য-ই দূরে রয়েছে পেলের দেশ।
11:24 AM (IST) May 13
আত্মনির্ভর ভারত অভিযান-কে এক নয়া দিশা বলে ব্যাখ্যা বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার
11:03 AM (IST) May 13
আজ বিকেল ৪টা সাংবাদিক বৈঠক করবেন নির্মলা সীতারমন।
10:11 AM (IST) May 13
ভূবনেশ্বর থেকে দিল্লির উদ্দেশে ট্রেন, সওয়ারি হলেন লকডাউনে আটকে পড়া বহু মানুষ, এমনই একজন তরুণী জানালেন, তিনি শ্যুটিং-এর কাজে ভূবনেশ্বরে এসে আটকে পড়েছিলেন, আজ তিনি দিল্লি ফিরতে চলেছেেন
09:27 AM (IST) May 13
গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার ৩৫২৫ জন।
08:26 AM (IST) May 13
২২৫ জন যাত্রীকে নয়ে মুম্বই ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান।