করোনাভাইরাস LIVE, অভিনেত্রী নুসরত জাহানের বাবা করোনা পজিটিভ, রাজ্যে আক্রান্তে সংখ্যা ১০০ ছাড়িয়েছে

সংক্ষিপ্ত

বিশ্বে এবার করোনা আক্রান্তের সংখ্যা ২০  লক্ষ ছুঁতে চলল। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষের বেশি। করোনা প্রাণ কেড়েছে  প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষের। এদিকে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেল। মৃতের সংখ্যা পেরিয়ে গেল ৩৫০ গণ্ডি। গত ২৪ ঘণ্টায় দেশের রাজধানী দিল্লিতে করোনা সংক্রমণের শিকার হয়েছে ৩৫৬ জন। ফলে দিল্লিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দেড় হাজারের বেশি। 
ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে - 

09:55 PM (IST) Apr 14

নুসরত জাহানের বাবা করোনা পজিটিভ

টলিউড অভিনেত্রী নুসরত জাহানের বাবা করোনা পজিটিভ। দিন কতক আগে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুসরতের বাবা। অভিনেত্রী সম্প্রতি জানিয়েছিলেন জ্বর নিয়েই ভর্তি হয়েছিলেন তাঁর বাবা। 

04:33 PM (IST) Apr 14

বিহু উৎসবে মাতল পুলিশ

অসমে করোনার জন্য এবার জৌলুসহীন বিহু উৎসব। মানুষের মন ভাল করতে পথেই নাচল পুলিশ। 

 

03:42 PM (IST) Apr 14

নেপালেও বাড়ল লকডাউন

২৭ এপ্রিল পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ান হল নেপালে।

 

02:08 PM (IST) Apr 14

বাতিল বিমান পরিষেবাও

৩ মে পর্যন্ত দেশে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত।

 

02:07 PM (IST) Apr 14

বাতিল হল ট্রেন পরিষেবা

লকডাউনের মেয়াদ বাড়ায় ট্রেন পরিষেবা ৩ মে পর্যন্ত বন্ধ রাখছে ভারতীয় রেল।
 

12:44 PM (IST) Apr 14

সোমবার ক্যাবিনেট বৈঠক

সোমবার করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। 

 

10:24 AM (IST) Apr 14

লড়াই জিততে আপনাদের সাহায্য চাই

বাড়ির বয়স্কদের বিশেষ খেয়াল রাখতে হবে। লকডাউন ও সামাজিক দূরত্ব মেনে চলতেই হবে। ঘরে বানানো মাস্ক অবশ্যই পরুন। গরম জল খান। আরোগ্য সেতু মোবাইল অ্যাপ অবশ্যই ডাউনলোড করুন। গরিব পরিবারকে সাহায্য করুন। কর্মীদের প্রতি সমবেদনা রাখুন। এবং দেশের করোনা যোদ্ধাদের সম্মান করুন। ৭টি পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী।

10:20 AM (IST) Apr 14

করোনার পরীক্ষা বাড়ান হচ্ছে

ভারতে করোনার পরীক্ষা বাড়ান হচ্ছে। ১ লক্ষ রোগীর জন্য বেডের ব্যবস্থা কর হয়েছে। ৬০০ হাসপাতাল কাজ করছে কোভিড রোগের বিরুেদ্ধ। সীমিত সামর্থ্য নিয়েই আমরা কাজ করছি। বললেন প্রধানমন্ত্রী।

10:19 AM (IST) Apr 14

সরকার নতুন গাইডলাইন বাড়াচ্ছে

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় শ্রমিকদের সাহায্য করা হচ্ছে। নতুন গাইডলাইনের দিকেও সেদিকে নজর রাখা হচ্ছে। বললেন প্রধানমন্ত্রী।

10:16 AM (IST) Apr 14

আগামী ৭ দিন আরও কঠিন দেশের জন্য

আগামী ১ সপ্তাহে করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও জোরদার হবে।

10:13 AM (IST) Apr 14

লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ান হল

লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বললেন প্রধানমন্ত্রী।

10:12 AM (IST) Apr 14

করোনার বিরুদ্ধে জিততেই হবে

লোকসান কম করে করোনার বিরুদ্ধে আমাদের জিততেই হবে। বললেন মোদী।

10:10 AM (IST) Apr 14

ভারতবাসীর জীবন সবার আগে

আর্থিক ক্ষতি হলেও দেশের জনগণের প্রাণ বাঁচানো সবার আগে কর্তব্য। বললেন মোদী। 

10:08 AM (IST) Apr 14

সমস্যা বাড়ার আগেই ব্যবস্থা

ভারতে করোনার প্রকোপ শুরু হওয়ার সময়ই ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। যাতে পরিস্থিতি এখানে অনেকটাই নিয়ন্ত্রণে। বললেন প্রধানমন্ত্রী।
 

10:06 AM (IST) Apr 14

প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন লাইভ

জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী।

 

10:05 AM (IST) Apr 14

লকডাউনের নিয়ম মেনে চলছেন দেশবাসী

এটা উৎসবের সময়। ঘরে থেকেই উৎসব পালন করছেন দেশবাসী। নতুন বছরে সকলের সুস্বাস্থ্য কামনা করি। বললেন প্রধানমন্ত্রী।

10:03 AM (IST) Apr 14

করোনার বিরুদ্ধে ভারত এগিয়ে চলেছে

দেশবাসী প্রকৃত যোদ্ধার ভূমিকা পালন করছেন। বললেন প্রধানমন্ত্রী।

10:02 AM (IST) Apr 14

দেশবাসী যোগ্য সহযোগিতা করছেন

কষ্ট সহ্য করে দেশবাসী ভারতে কে বাঁচাচ্ছে। আপনাদের অনেক সমস্যা হচ্ছে। আমি সেটা জানি। বললেন প্রধানমন্ত্রী।

08:20 AM (IST) Apr 14

বদলালো না নিউইয়র্কের পরিস্থিতি

নিউইয়র্কে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল। 
 

08:18 AM (IST) Apr 14

নাইজেরিয়াতেও বাড়ল মেয়াদ

লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিল নাইজেরিয়া সরকারও। 

08:17 AM (IST) Apr 14

দিল্লিতে বাড়ছে সংক্রমণ

দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের শিকার ৩৫৬ জন। ফলে রাজধানীতে বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১,৫১০। 

 

08:16 AM (IST) Apr 14

১০ হাজার ছাড়াল দেশে আক্রান্তের সংখ্যা

দেশে করোনা সংক্রমণের সংখ্যা ১০ হাজার পার করে গেল। 
 

08:14 AM (IST) Apr 14

লকডাউনের সময় বাড়াল ফ্রান্স

ইউরোপে করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে রয়েছে ফ্রান্সও। দেশটিতে মৃতের সংখ্যা ইতিমধ্যে ১০ হাজার ছাড়িয়েছে। আরও ১ মাসের জন্য লকডাউন ঘোষণা করল ফরাসি সরকার।

08:12 AM (IST) Apr 14

আমেরিকায় অব্যাহত মৃত্যু মিছিল

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মার্কিন মুলুকে ১,৫০৯ জনের মৃত্যু। 
 

08:10 AM (IST) Apr 14

শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশে করোনা পরিস্থিতি সংকটজনক। এর মধ্যেই আজ পয়লা বৈশাখ। দেশের নানা প্রান্তে রয়েছে উৎসব। দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
 

08:08 AM (IST) Apr 14

সুস্থ হয়েছেন ৪ লক্ষের বেশি মানুষ

করোনাভাইরাসকে পরাজিত করে বিশ্বে সুস্থ হয়েছে ৪ লক্ষ ৪৫ হাজারেরও বেশি মানুষ। 

 

08:07 AM (IST) Apr 14

করোনা. অব্যাহত মৃত্যু মিছিল

এখনও পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৯ হাজারেরর বেশি মানুষের।

 

08:06 AM (IST) Apr 14

আক্রান্তের সংখ্যা এবার ২০ লক্ষের পথে

বর্তমানে গোটা বিশ্বে করোনা সংক্রমণের শিকার ১৯ লক্ষ ২৪ হাজারের বেশি মানুষ।