Coronavirus LIVE, ভারতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৭৮ হাজারের গণ্ডি, বিশ্বে সংক্রমণের শিকার ৪৪ লক্ষের বেশি

সংক্ষিপ্ত

করোনাভাইরাসের জেরে তৈরি হওয়া মহামারীর চিত্রটা বদলালো না বৃহস্পতিবারও। গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪৪ লক্ষ ছাড়িয়ে গেল। মারণ ভাইরাসের বলি হয়েছে ২ লক্ষ ৯৮ হাজারেরও বেশি মানুষ। এদিকে বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশে এখনও পর্যন্ত ৭৮ হাজারেরও বেশি মানুষের শরীরে মিলেছে সংক্রমণ। এদিকে রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪২ হাজার ছাড়িয়ে গিয়েছে। আমেরিকার পরেই এখন করোনা আক্রান্ত দেশের তালিকায় দুই নম্বরে রয়েছে পুতিনের দেশ। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে - 

03:33 PM (IST) May 14

বেতনের ৩০ শতাংশ দান করছেন রাষ্ট্রপতি

মার্চ মাসের বেতন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করার পর এবার বার্ষিক বেতনের ৩০ শতাংশ ত্রাণ তহবিলে দানের সিদ্ধান্ত রাষ্ট্রপতির। 

 

02:03 PM (IST) May 14

ফের মালেত হাজির আইএনএস জলাশ্ব

মলদ্বীপে আটকে পড়া ভারতীয় উদ্ধার করতে ফের রাজধানীতে মালেতে হাজির হল নৌবাহিনীর জাহাজ আইএনএস জলাশ্ব।

 

01:59 PM (IST) May 14

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭২

দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যআ বেড়ে ৮,৪৭০।

 

 

12:19 PM (IST) May 14

করোনার থাবা কলকাতার পাইকারি ওষুধ বাজারে

করোনা আতঙ্ক এবার  ছড়িয়ে পড়েছে কলকাতার পাইকারি ওষুধ বাজারেও। বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক  চন্দ্রেশ সিংভি  জানিয়েছেন, সম্প্রতি সেখানে সব মিলিয়ে সাত জন করোনায় আক্রান্ত হয়েছেন। সাত জন আক্রান্তের মধ্যে দুজনের মৃত্যু হওয়ায় কিছু দোকান বন্ধ রয়েছে। যার জেরে  বিভিন্ন জেলার ব্যবসায়ীরা পর্যাপ্ত ওষুধ হাতে পাচ্ছেন না। 

11:27 AM (IST) May 14

কাল মন্ত্রিসভার বৈঠক

নির্মান ভবেন বৈঠকে বসবে মন্ত্রিগোষ্ঠী।

 

10:59 AM (IST) May 14

আজও অর্থমন্ত্রীর সাংবাদিক সম্মেলন

আর্থিক প্যাকেজ নিয়ে আজও মিডিয়ার মুখোমুখি হবেন নির্মাল সীতারমণ।

 

10:27 AM (IST) May 14

টিকিট বাতিল করল ভারতীয় রেল

৩০ জুন পর্যন্ত বুকিং থাকা সমস্ত টিকিট বাতিল করল ভারতীয় রেল।

 

09:06 AM (IST) May 14

আক্রান্তের সংখ্যা ছাড়াল ৭৮ হাজারের গণ্ডি

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৩,৭২২ জন। মৃত্যু হয়েছে ১৩৪ জনের। 

 

08:15 AM (IST) May 14

ঝাড়খণ্ডে নতুন করে আক্রান্ত ৪ জন

ঝাড়খণ্ডে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৮১। 

 

08:13 AM (IST) May 14

দ্বিতীয় স্থানে উঠে এল রাশিয়া

রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৪২ হাজার। করোনা আক্রান্ত দেশের তালিকায় আমেরিকার পরেই রয়েছে পুতিনের দেশ। 

 

08:12 AM (IST) May 14

আমেরিকায় ফের বাড়ল মৃতের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনা সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে ১,৮১৩ জনের। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হল ৮৪,০৫৯।

 

08:10 AM (IST) May 14

ফিরল বিশেষ ট্রেন

নিউ দিল্লি রেলস্টেশন থেকে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে যাত্রী নিয়ে ফিরল বিশেষ ট্রেন।

 

08:08 AM (IST) May 14

মুজাফ্ফরপুরে পথদুর্ঘটনায় মৃত্যু শ্রমিকদের

হাইওয়েতে বাসের ধাক্কায় মৃত্যু হল ৬ শ্রমিকের। 

 

08:06 AM (IST) May 14

ফের পরিযায়ী শ্রমিকদের মৃত্যু

বাড়ি ফেরার পথে পথদুর্ঘটনায় প্রাণ হারালেন ৮ শ্রমিক। আহত কমপক্ষে ৫০। 

 

08:05 AM (IST) May 14

নেপালেও বাড়ছে সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫ জন। নেপালে করোনা রোগীর সংখ্যা বেড়ে হল ২৫০। 

 

08:03 AM (IST) May 14

সুস্থ হয়েছেন ১৬ লক্ষের বেশি

করোনা সংক্রমণকে জিতে সুস্থ হয়েছেন ১৬ লক্ষ ৫৮ হাজারেরও বেশি মানুষ। 

 

08:01 AM (IST) May 14

মৃতের সংখ্যা ৩ লক্ষ ছুঁতে চলল

করোনা সংক্রমণে এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৯৮ হাজারেরও বেশি মানুষের। 

 

08:00 AM (IST) May 14

আক্রান্তের সংখ্যা ৪৪ লক্ষ ছাড়াল

গোটা বিশ্বে করোনা সংক্রমণের শিকার ৪৪ লক্ষ ২৯ হাজারেরও বেশি মানুষ।