করোনাভাইরাসের জেরে তৈরি হওয়া মহামারীর চিত্রটা বদলালো না শুক্রবারও। গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪৫ লক্ষ ছাড়িয়ে গেল। মারণ ভাইরাসের বলি হয়েছেন ৩ লক্ষেরও বেশি মানুষ। এদিকে বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশে এখনও পর্যন্ত ৮১ হাজারেরও বেশি মানুষের শরীরে মিলেছে সংক্রমণ। এদিকে মার্কিন মুলুকে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১,৭৫৪ জনেরও বেশি মানুষের। অন্যদিকে ফ্রান্সে মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যায় স্পেনকে এবার ছাড়িয়ে গেল ফরাসি দেশ। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে -
02:59 PM (IST) May 15
রাজ্য়ের এক বেসরকারি হাসপাতালে ৮ নার্স একই সঙ্গে করোনায় আক্রান্ত হলেন। টিটাগড়ের ওই বেসরকারি হাসপাতালের এক নার্স সোমবার আক্রান্ত হয়েছিলেন। এরপরই আরও ৮ জনের করোনা পরীক্ষায় রিপোর্ট পজ়িটিভ এসেছে। এরপরই ওই হাসপাতালকে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য় দফতর।
11:46 AM (IST) May 15
বিকেল ৪টা সাংবাদিকদের মুখোমুখি হবেন অর্থমন্ত্রী।
11:04 AM (IST) May 15
ভারত সরকার যে সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্প ঘোষণা করছে, তাতে এই অর্থ ব্যবহার করা যাবে।
11:01 AM (IST) May 15
গতকাল ১৪৫টি শ্রমিক স্পেশাল ট্রেন চালান হয়েছে, যাত্রা করেছেন ২ লক্ষ ১০ হাজার যাত্রী।
10:05 AM (IST) May 15
দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার ৩,৯৬৭ জন।
09:03 AM (IST) May 15
সামাজিক দূরত্বের বিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কর্ণাটকের রামনগারার কোলাগোন্ডালহালি মেলায় মানুষের ভিড়।
08:18 AM (IST) May 15
ফ্রান্সে করোনা সংক্রমণে মৃতের সংখ্যআ বেড়ে ২৭,৪২৫।
08:15 AM (IST) May 15
ভোর ৪.৩০ মিনিটে খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজা।
08:13 AM (IST) May 15
চলতি বছর দুর্গাপুজোয় বড় ধরণের লোকসানের আশঙ্কা করছেন কুমোরটুলির শিল্পীরা।
08:12 AM (IST) May 15
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১.৭৫৪ জনের।
08:11 AM (IST) May 15
৬০২ জন যাত্রীকে নিয়ে দিল্লি থেকে কিরুবন্তপুরমে পৌঁছল প্রথম স্পেশাল ট্রেন।
08:08 AM (IST) May 15
দিল্লির ওখলার ফল ও সব্জি বাজারে মানুষের জমায়েত অব্যাহত।
08:07 AM (IST) May 15
দিল্লি- গাজীপুর সীমানায় পরিযায়ী শ্রমিকদের ভিড় বাড়ির ফেরার জন্য। উত্তরপ্রদেশের বিভিন্ন গ্রামে যাবেন তাঁরা।
08:04 AM (IST) May 15
করোনা সংক্রমণ কে পরাজিত করে সুস্থ হয়েছেন ১৭ লক্ষ ৩ হাজার ৭৭৫ জন।
08:03 AM (IST) May 15
গোটা বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৩ হাজার ৭১ জনের।
08:02 AM (IST) May 15
গোটা বিশ্বে করোনা সংক্রমণের শিকার ৪৫ লক্ষ ২৫ হাজার ৩৯০ জন।