করোনাভাইরাসের জেরে তৈরি হওয়া মহামারীর চিত্রটা বদলালো না শনিবারওও। গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪৬ লক্ষ ছাড়িয়ে গেল। মারণ ভাইরাসের বলি হয়েছেন ৩ লক্ষেরও বেশি মানুষ। এদিকে বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশে এখনও পর্যন্ত ৮৫ হাজারেরও বেশি মানুষের শরীরে মিলেছে সংক্রমণ। এরফলে আক্রান্তের সংখ্যায় এবার চিনকে ছাড়িয়ে গেল ভারত। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে -
03:51 PM (IST) May 16
03:08 PM (IST) May 16
02:01 PM (IST) May 16
12:53 PM (IST) May 16
কিছুদিন আগেই সিবিএস'র পরীক্ষার শুরু দিন ঘোষণা করা হয়েছে, আজ প্রকাশিত হবে পরীক্ষার রুটিন।
12:43 PM (IST) May 16
'আজ আমাদের দরিদ্র মানুষের অর্থের প্রয়োজন। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করছি যেন তিনি এই প্যাকেজটি পুনর্বিবেচনা করেন। তাঁর সরাসরি ব্য়াঙ্ক ট্রান্সফার করে কৃষকদের কাছে পাঠানো উচিত। কারণ এই লোকেরা আমাদের ভবিষ্যত।' এমনটাই টুইট করে জানালেন রাহুল গান্ধী।
12:39 PM (IST) May 16
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হলেন আরও তিনজন জওয়ান। দেশজুড়ে সিআইএসএফ-এ আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১১৮।
12:34 PM (IST) May 16
মহারাষ্ট্রের পরিযায়ী শ্রমিকরা লকডাউনের কারণে কর্মহীন। তাঁরা নিজ রাজ্যে ফেরার জন্য সাইকেলেই রওনা দিয়েছেন। বাসে ইউপি যাওয়ার পথে এক শ্রমিক জানিয়েছেন, "আমরা আমাদের বাড়িতে পৌঁছতে চাই। ট্রেনের জন্য আমরা পোর্টালে আবেদন করেছিলাম তবে এখনও ওয়েটিং রয়েছে"।
11:21 AM (IST) May 16
10:20 AM (IST) May 16
09:37 AM (IST) May 16
09:36 AM (IST) May 16
াজ বিকেল ৪টা ফের সাংবাদিক সম্মেলন করবেন অর্থমন্ত্রী।
08:15 AM (IST) May 16
08:14 AM (IST) May 16
08:11 AM (IST) May 16
08:10 AM (IST) May 16
08:09 AM (IST) May 16
আরিয়াতে পথদুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যু।
08:08 AM (IST) May 16
08:06 AM (IST) May 16
করোনা আক্রান্তের সন্ধান মেলার পর ২ দিন স্যানিটাইজেশনের জন্য বন্ধ ছিল দিল্লির গাজীপুরের ফল ও সবজি বাজার। আজ থেকে খুলে গেল বাজার।
08:04 AM (IST) May 16
করোনাকে জয় করে বিশ্বে সুস্থ হয়েছেন ১৭ লক্ষ ৫৮ হাজার ৩৯ জন।
08:03 AM (IST) May 16
পৃথিবীতে করোনা সংক্রমণে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ৮ হাজার ৬৪৫ জন।
08:02 AM (IST) May 16
গোটা বিশ্বে করোনা সংক্রমণের শিকার ৪৬ লক্ষ ২৮ হাজার ৩৫৬ জন।