Asianet News Bangla | Published : Apr 18, 2020 2:29 AM IST / Updated: Apr 18 2020, 04:06 PM IST

Coronavirus LIVE, লুধিয়ানায় সংক্রমণে মৃত্যু এসিপির, পুনায় আক্রান্ত চিকিৎসক

সংক্ষিপ্ত

বিশ্বে করোনা  সংক্রমণের শিকার ২২ লক্ষেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। এদিকে বিশ্বের সঙ্গে তাল রেখে ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশে কোভিড ১৯ কেস ১৪ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। মৃতের সংখ্যা শুক্রবার পর্যন্ত ৪৮৬। এদিকে ইন্দোরে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার হয়েছেব ৫০ জন। ফলে শহরটিতে আক্রান্তের সংখ্যা ৯০০ ছুঁয়ে ফেলেছে।   ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে - 

04:49 PM (IST) Apr 18

চিকিৎসকের করোনা

 পুনায় সেসন জেনারেল হাসপাতালের এক চিকিৎসক শনিবার করোনা সংক্রমণের শিকার হয়েছেন বলে জানা গিয়েছে। তিনি হাসপাতালের কোভিড ১৯ আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন। 

04:48 PM (IST) Apr 18

করোনা সংক্রমণের শিকার হয়েছে ৯ মাসের শিশু

উত্তরাখণ্ডে এবার করোনা সংক্রমণের শিকার হয়েছে ৯ মাসের একটি শিশু। ওই শিশুটির বাবা তবলিগি জামাতের অনুষ্ঠানে যোগ দিয়েছিল। সেখান থেকেই শিশুটির শরীরে সংক্রমণ ছড়ায় বলে মনে করা হচ্ছে। 

04:47 PM (IST) Apr 18

করোনা এবার প্রাণ কাড়ল পুলিশকর্তার

এবার দেশের করোনাযুদ্ধের অন্যতম যোদ্ধা পুলিশবাহিনীতেও মৃত্যুর ভয়াল থাবা নিয়ে এল মারণ ভাইরাস। করোনা সংক্রমণে মৃত্যু হল লুধিয়ানার অ্যাসিস্টেন্ট কমিশনার অব পুলিশ অনিল কোহলির। এর সঙ্গেই পঞ্জাবে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪। 

03:50 PM (IST) Apr 18

বাড়ি ফিরছেন ১ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক

দেশের বিভিন্ন প্রান্তে আটকে পরিযায়ী শ্রমিকরা, মহারাষ্ট্রেও আটকে রয়েছেন বহু শ্রমিক, তাঁদের এবার ঘরে ফেরানোর সিদ্ধান্ত নিল সরকার, তবে করোনা পরীক্ষার পরেই মিলবে অনুমতি।
 

12:31 PM (IST) Apr 18

পাকিস্তানে করোনা আক্রান্ত ৪২৯ জন তবলিগি

পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ৭০০০ ছাড়াল, সিন্ধ প্রদেশে একসঙ্গে সংক্রমণের শিকার ৪২৯ জন, আক্রান্তরা সকলেই তবলিগি জামাতের সদস্য, পঞ্জাব প্রদেশের একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন সকলে।

11:28 AM (IST) Apr 18

দেশের দরিদ্র কৃষকদের জন্য এবার ট্রাম্পের প্যাকেজ

করোনাভাইরাস মহামারিতে দেশের ক্ষতিগ্রস্ত কৃষক ও দরিদ্রদের খাদ্য সহায়তায় ১৯ বিলিয়ন ডলারের আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে ১৬ বিলিয়ন ডলারই মাংস, দুগ্ধ, সব্জিজাতীয় কৃষিপণ্য উৎপাদকদের সরাসরি অর্থ সহায়তা হিসেবে দেওয়া হবে।
 

11:27 AM (IST) Apr 18

আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষের বেশি


জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত মার্কিন মুলুকে করোনা সংক্রমণের সংখ্যা ৭ লক্ষ ২৮২। আর মৃতের সংখ্যা ৩৬,৭৭৩। চলতি সপ্তাহে কেবল নিউইয়র্কের করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩,৭৭৮ জনের। 

09:52 AM (IST) Apr 18

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯১

গত ২৪ ঘণ্টায় দেশএ করোনা আক্রান্তের সংখ্যা ৯৯১, মৃত্যু হয়েছে ৪৩ জনের।

 

 

09:42 AM (IST) Apr 18

লকডাউনের সুযোগে ধর্ষণ

লকডাউনে বাড়িতে একা ছিলেন এক মহিলা, পরিবার আটকে পড়েছিল রাজস্থানে, সেই সুযোগে মহিলাকে ধর্ষণ অজ্ঞাতপরিচয় ব্যক্তির, নির্যাতিতা ওই মহিলা দৃষ্টিহীন বলে জানা যাচ্ছে।

 

08:22 AM (IST) Apr 18

পাকিস্তানকে আর্থিক সাহায্য

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে পাকিস্তানকে ৮.৪ মিলিয়ন ডলারের আর্থিক সাহায্য আমেরিকার।

 

08:20 AM (IST) Apr 18

নবদম্পতির বিরুদ্ধে মামলা

লকডাউনের নিয়ম না মেনে বিয়ে করার গুজরাতে নবদম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ।

 

08:18 AM (IST) Apr 18

নৌবাহিনীতে করোনার থাবা

মুম্বইয়ে ভারতীয় নৌবাহিনীর অন্তত ২০ জন জওয়ান করোনা সংক্রমণের শিকার।

 

08:16 AM (IST) Apr 18

দিল্লির বাজারে ভিড়

লকডাউনের মাঝেই দিল্লির গাজিপুরে ফল ও সব্জির বাজারে চোখে পড়ছে জনতার ভিড়।

 

08:14 AM (IST) Apr 18

ইন্দোরে বাড়ছে আক্রান্তের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় ইন্দোরে করোনা সংক্রমণের শিকার ৫০ জন। ফলে সেখানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯২।

 

08:12 AM (IST) Apr 18

মহারাষ্ট্রে ৩ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা

মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের শিকার ৩,৩২০ জন।

08:10 AM (IST) Apr 18

ভারতে ১৪ হাজার ছাড়াল আক্রান্ত

ভারতে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের শিকার ১৪,৩৫২ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৬ জন। 

 

 

08:09 AM (IST) Apr 18

সুস্থ হয়েছেন ৫ লক্ষের বেশি

করোনাকে হারিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৭ লক্ষ ৭২ হাজার ৭৬ জন।

 

08:07 AM (IST) Apr 18

বাড়ছে মৃতের সংখ্যা

বর্তমানে বিশ্বে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৫ লক্ষ ৪ হাজার ২৫৬ জন।

 

08:03 AM (IST) Apr 18

বিশ্বে আক্রান্তের সংখ্যা ২২ লক্ষ ছাড়াল

গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের শিকার ১১ লক্ষ ৬৮৩ জন।