Coronavirus LIVE, রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল, লকডাউন তুলে নিল ইতালি

সংক্ষিপ্ত

ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে  বিশ্বের  করোনা পরিস্থিতি, গোটা দুনিয়ায়  আক্রান্তের সংখ্যা ৪৮ লক্ষ থেকে দ্রুত ৪৯ লক্ষের দিকে ছুটছে। এখনও পর্যন্ত মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ৩ লক্ষ ২০ হাজারেরও বেশি মানুষের। তবে এর মধ্যেই আশার খবর, মারণ করোনাকে সারিয়ে সুস্থ হয়েছেন ১৯ লক্ষেরও বেশি মানুষ। এদিকে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গেল। এর মধ্যেই সোমবার থেকে দেশে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে - 

05:32 PM (IST) May 19

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ বিএসএফ জওয়ান

04:14 PM (IST) May 19

লকডাউন নিয়ে নতুন গাইডলাইন মহারাষ্ট্র সরকারের

03:12 PM (IST) May 19

মধ্যপ্রদেশে ধর্মীয় নেতার শেষকৃত্যে জনতার ভিড়

10:38 AM (IST) May 19

লকডাউনের মাঝেই বিয়ে

09:02 AM (IST) May 19

দেশে ১ লক্ষ ছাড়াল আক্রান্ত

08:18 AM (IST) May 19

হাইড্রোক্সিক্লোরোকুইন খাচ্ছেন ট্রাম্প

08:16 AM (IST) May 19

ঝাড়খণ্ডে আরও ৩ করোনা আক্রান্তের সন্ধান

08:15 AM (IST) May 19

উত্তরপ্রদেশে ফের দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকরা

08:14 AM (IST) May 19

দিল্লির গাজীপুর বাজারে মানুষের ভিড় অব্যাহত

08:14 AM (IST) May 19

উত্তরাখণ্ডের চামোলিতে মিলল করোনা রোগী

এতদিন করোন মুক্ত ছিল চামোলি জেলা। সম্প্রতি দিল্লি ফেরত এক ব্যক্তির শরীরে মিলল মারণ ভাাইরাস। 

 

08:12 AM (IST) May 19

দিল্লিতে শুরু ট্যাক্সি পরিষেবা

08:11 AM (IST) May 19

ফের দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকরা

মহারাষ্ট্রে পথদুর্ঘটনায় মৃত্যু হল ৪ পরিযায়ী শ্রমিকের। 

08:08 AM (IST) May 19

সুস্থ হওয়ার হার আশাব্যঞ্জক

এখনও পর্যন্ত বিশ্বে করোনা মুক্ত হয়েছেন ১৯ লক্ষেরও বেশি মানুষ। 

 

08:07 AM (IST) May 19

মৃত্যু মিছিল বেড়েই চলেছে

এখনও পর্যন্ত গোটা দুনিয়ায় করোনা প্রাণ কেড়েছে ৩ লক্ষ ২০ হাজারেরও বেশি মানুষের। 

 

08:06 AM (IST) May 19

আক্রান্তের সংখ্যা ৪৯ লক্ষের পথে

বিশ্বে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৪৮ লক্ষ ৯১ হাজারের বেশি।