ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে বিশ্বের করোনা পরিস্থিতি, গোটা দুনিয়ায় আক্রান্তের সংখ্যা ৪৮ লক্ষ থেকে দ্রুত ৪৯ লক্ষের দিকে ছুটছে। এখনও পর্যন্ত মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ৩ লক্ষ ২০ হাজারেরও বেশি মানুষের। তবে এর মধ্যেই আশার খবর, মারণ করোনাকে সারিয়ে সুস্থ হয়েছেন ১৯ লক্ষেরও বেশি মানুষ। এদিকে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গেল। এর মধ্যেই সোমবার থেকে দেশে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে -
05:32 PM (IST) May 19
04:14 PM (IST) May 19
03:12 PM (IST) May 19
10:38 AM (IST) May 19
09:02 AM (IST) May 19
08:18 AM (IST) May 19
08:16 AM (IST) May 19
08:15 AM (IST) May 19
08:14 AM (IST) May 19
08:14 AM (IST) May 19
এতদিন করোন মুক্ত ছিল চামোলি জেলা। সম্প্রতি দিল্লি ফেরত এক ব্যক্তির শরীরে মিলল মারণ ভাাইরাস।
08:12 AM (IST) May 19
08:11 AM (IST) May 19
মহারাষ্ট্রে পথদুর্ঘটনায় মৃত্যু হল ৪ পরিযায়ী শ্রমিকের।
08:08 AM (IST) May 19
এখনও পর্যন্ত বিশ্বে করোনা মুক্ত হয়েছেন ১৯ লক্ষেরও বেশি মানুষ।
08:07 AM (IST) May 19
এখনও পর্যন্ত গোটা দুনিয়ায় করোনা প্রাণ কেড়েছে ৩ লক্ষ ২০ হাজারেরও বেশি মানুষের।
08:06 AM (IST) May 19
বিশ্বে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৪৮ লক্ষ ৯১ হাজারের বেশি।