Coronavirus LIVE, দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬ হাজারা ছাড়াল, বিশ্বে সংক্রমণের শিকার প্রায় ৫০ লক্ষ

সংক্ষিপ্ত

ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে  বিশ্বের  করোনা পরিস্থিতি, গোটা দুনিয়ায়  আক্রান্তের সংখ্যা ৪৯ লক্ষ থেকে দ্রুত ৫০  লক্ষের দিকে ছুটছে। এখনও পর্যন্ত মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৪  হাজারেরও বেশি মানুষের। তবে এর মধ্যেই আশার খবর, মারণ করোনাকে সারিয়ে সুস্থ হয়েছেন প্রায় ২০  লক্ষ মানুষ। এদিকে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৬ হাজারে পৌঁছে গেল। এর মধ্যে কেবল মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৩৭ হাজারের বেশি। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে - 

02:33 PM (IST) May 20

১১ হাজারে পৌঁছে গেল দিল্লি

12:57 PM (IST) May 20

করোনায় আক্রান্ত মহারাষ্ট্র পুলিশের ১৩৯৯ জন

11:56 AM (IST) May 20

গত ২৪ ঘণ্টায় অন্ধ্রে করোনা আক্রান্ত ৬৮

10:07 AM (IST) May 20

দেশে ফের একদিনে আক্রান্ত ৫ হাজারের বেশি

08:17 AM (IST) May 20

করোনাজয়ী পুলিশকে স্বাগত

08:16 AM (IST) May 20

গুজরাতে কাজ শুরু হিরে শিল্পীদের

08:15 AM (IST) May 20

পুলিশের লড়াইকে কুর্নিশ শিল্পীর

08:13 AM (IST) May 20

শ্রমিক স্পেশাল ট্রেনেই জন্ম সদ্যোজাতর

08:11 AM (IST) May 20

ফের দৈনিক মৃত্যুহার বাড়ল আমেরিকায়

গত ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে ১,৫০০ বেশি। 

 

08:10 AM (IST) May 20

দিল্লির গাজীপুর বাজারে ভিড় অব্যাহত

 

 

08:06 AM (IST) May 20

পথদুর্ঘটনায় ৬ কৃষকের মৃত্যু

08:04 AM (IST) May 20

সুস্থ হয়ে উঠেছেন প্রায় ২০ লক্ষ মানুষ

বিশ্বে করোনাকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৯ লক্ষ ৫৮ হাজারেরও বেশি মানুষ। 

 

08:03 AM (IST) May 20

মৃত্যু মিছিল বেড়েই চলেছে

গোটা দুনিয়ায় করোনা এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে ৩ লক্ষ ২৪ হাজারেরও বেশি মানুষের।

 

08:02 AM (IST) May 20

আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছুঁই ছুঁই

গোটা বিশ্বে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ লক্ষ ৮৬ হাজারের বেশি।