Asianet News Bangla | Published : Apr 22, 2020 2:31 AM IST / Updated: Apr 22 2020, 04:46 PM IST

Coronavirus LIVE, মোদীর রাজ্যে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়াল, দেশে চিকিৎসক নিগ্রহ আটকাতে অর্ডিন্যান্স জারি

সংক্ষিপ্ত

দিনে দিনে সংখ্যাটা বেড়েই চলেছে। বুধবার গোটা বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যাটা ২৫ লক্ষের গণ্ডি ছুঁয়ে ফেলল। মৃতের সংখ্যা ১ লক্ষ ৭৭ হাজার ছাড়িয়েছে। এদিকে বিশ্বের সঙ্গে তাল রেখে ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে দেশে সংক্রমণের শিকার ২০ হাজারেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গিয়েছে। একা মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৫ হাজারের বেশি। এদিকে মার্কিন মুলুকে করোনায় মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে।  ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে - 

06:42 PM (IST) Apr 22

মুখ্যমন্ত্রীদের সঙ্গে আবার কথা

 

আগামী ২৭ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

05:49 PM (IST) Apr 22

ত্রাণ নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষ

বাদুড়িয়ায় ত্রাণে রাজনৈতিক রঙ লেগেছে।  এই অভিযোগ তুলে পথ অবরোধ স্থানীয়দের। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। 

 

05:07 PM (IST) Apr 22

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কর্মীও করোনা আক্রান্ত

রাষ্ট্রপতি ভবনে করোনা আক্রান্ত কর্মীর সন্ধান, লোকসভার হাউস কিপিং  বিভাগেও করোনার থাবা, এবার মারণ ভাইরাস হানা দিল কেন্দ্রয়ী মন্ত্রকেও, অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কর্মীও করোনা আক্রান্ত।

12:54 PM (IST) Apr 22

পুলিশের দিকে তেড়ে গেল উন্মত্ত জনতা

লকডাউনের মাঝে উত্তপ্ত আলিগড়। পুলিশের দিকে তেড়ে গেল উন্মত্ত জনতা।

 

11:22 AM (IST) Apr 22

মহারাষ্ট্রে ৫ হাজার ছাড়াল সংখ্যা

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা সংক্রমণের শিকার ৫৩৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫২২৯। 

 

 

11:21 AM (IST) Apr 22

বৈঠকে যোগী

করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

 

11:19 AM (IST) Apr 22

চিকিৎসকদের আশ্বস্ত করলেন অমিত শাহ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্ডিয়ার মেডিক্যাল অ্যাসোঃ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি অমিত শাহ নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেন চিকিৎসকদের। 

08:27 AM (IST) Apr 22

ল্যাবে তৈরি হয়নি করোনাভাইরাস

ল্যাবে তৈরি নয় বরং প্রাণির থেকেই মানুষের দেহে করোনার সংক্রমণ, দাবি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'।

08:22 AM (IST) Apr 22

বন্ধ হল গ্রিন কার্ড

৬০ দিনের জন্য অভিবাসন নীতির বদল করলেন মার্কিন প্রেসিডেন্ট। বন্ধ হল গ্রিনকার্ড দেওয়া।

08:19 AM (IST) Apr 22

করোনা ভ্যাকসিনের পরীক্ষা

বিট্রেনে মানুষের শরীরের করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। 

 

08:16 AM (IST) Apr 22

কানাডায় গেল বিশেষ বিমান

অমৃতসর বিমানবন্দর থেকে কানাডিয়ান যাত্রীদের নিয়ে মন্ট্রিলে রওনা দিল কাতার এয়ারওয়েজের বিশেষ বিমান। 

 

08:14 AM (IST) Apr 22

আমেরিকায় আক্রান্ত ৮ লক্ষের বেশি

আমেরিকায় আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ছাড়াল। মৃতের সংখ্যা ৪৫ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার প্রায় ৪০ হাজার মানুষ। 

 

 

08:12 AM (IST) Apr 22

ফের রেকর্ড আমেরিকার

গত ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২,৭০০ বেশি মানুষের। 

 

08:10 AM (IST) Apr 22

যানজট অব্যাহত দিল্লিতে

 

দিল্লির আজাদপুর সব্জি বাজারের সামনে মঙ্গলবারের মত বুধবারও যানজট দেখা গেল। 

 

08:08 AM (IST) Apr 22

সুস্থ ৬ লক্ষের বেশি

করোনাকে হারিয়ে বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন ৬ লক্ষ ৯০ হাজার ৩৯৪ জন।

 

 

08:08 AM (IST) Apr 22

অব্যাহত মৃত্যু মিছিল

বিশ্বে করোনা সংক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭৭ হাজার ৬৪০ জনের।

 

 

08:07 AM (IST) Apr 22

বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৫ লক্ষ ৫৬ হাজার ৯০৯।