Asianet News Bangla | Published : Aug 28, 2020 3:20 AM IST / Updated: Aug 28 2020, 08:51 AM IST

Coronavirus LIVE: বিশ্বে আড়াই কোটির পথে করোনা আক্রান্ত, ভারতে ৩৩ লক্ষ ছাড়িয়েছে মোট সংক্রমণ

সংক্ষিপ্ত

সংক্রমণের তৃতীয় ঢেউ আসতে শুরু করেছে। কয়েকটি রাজ্যের নতুন নতুন স্থানে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারলে সেপ্টেম্বরের শেষ থেকে করোনার রেখাচিত্র কমতে শুরু করবে বলে জানালেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা। বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে ভিডিয়ো বৈঠকে গৌবা ছাড়াও উপস্থিত ছিলেন নীতি আয়োগের উপদেষ্টা ভি কে পল-সহ স্বাস্থ্য মন্ত্রকের বিশেষজ্ঞ ও কর্তারা। 

12:40 PM (IST) Aug 28

দেশ কলেজ-বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবেই

কলেজ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতেই হবে। রাজ্য সরকারগুলির বিরোধিতা উপেক্ষা করে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের  সিদ্ধান্ততে একপ্রকার শিলমোহর দিয়ে দিল সুপ্রিম কোর্ট । আদালত সাফ জানিয়ে দিল, পরীক্ষা ছাড়া পড়ুয়ারা পরের ক্লাসে উঠতে পারে না। তাই রাজ্য সরকারগুলিকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিতেই হবে। তবে, প্রয়োজন পড়লে ৩০ সেপ্টেম্বরের ডেডলাইন পিছিয়ে দেওয়া যেতে পারে।

10:04 AM (IST) Aug 28

দৈনিক আক্রান্ত ৭৭ হাজার

09:47 AM (IST) Aug 28

৯ লক্ষের বেশি করোনা পরীক্ষা

09:03 AM (IST) Aug 28

ভারতে সুস্থতার হার আশাব্যঞ্জক

09:02 AM (IST) Aug 28

আন্দামানে নতুন করে করোনা আক্রান্ত ৩৩

09:01 AM (IST) Aug 28

অসমে এক দিনে করোনা আক্রান্ত ২ হাজারের বেশি

09:00 AM (IST) Aug 28

মিজোরামে নতুন করে করোনা আক্রান্ত ২৯

08:58 AM (IST) Aug 28

সুস্থতার হার আশাব্যঞ্জক

বিশ্বে এখনও পর্যন্ত করোনা জয়ীর সংখ্যা ১ কোটি ৭০ লক্ষ ৯৩ হাজার ২৮৮।

 

08:57 AM (IST) Aug 28

প্রাণ গিয়েছে ৮ লক্ষের বেশি

 

বিশ্বে করোনার বলি এখনও পর্যন্ত ৮ লক্ষ ৩৫ হাজার ৬২৭।

 

08:56 AM (IST) Aug 28

বেড়েই চলেছে সংক্রমণ

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লক্ষ ২৫ হাজার ১৪৯।