Asianet News Bangla | Published : Apr 29, 2020 2:30 AM IST / Updated: Apr 29 2020, 10:32 AM IST

Coronavirus LIVE, দেশে আক্রান্তের সংখ্যা ৩১ হাজারের গণ্ডি পেরোল, মৃতের সংখ্যা হাজার ছাড়াল

সংক্ষিপ্ত

গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এবার ৩১ লক্ষের গণ্ডি পেরিয়ে গেল। মৃতের সংখ্যা ২ লক্ষ ১৭ হাজারের বেশি। দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে ভারতেও বাড়ছে সংক্রমণের সংখ্যা। ইতিমধ্যে দেশে আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের গণ্ডি পেরিয় গিয়েছে। তবে ভালখবরও রয়েছে। ইতিমধ্যে দেশের ৩০০টি জেলাকে করোনা-ফ্রি বলে দাবি করছে ভারত সরকার। তবে করোনা পরিস্থিতির মোকাবিলায় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোয় ওয়ার্ক ফ্রম হোমের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে ৩১ জুলাই পর্যন্ত। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে - 

08:25 PM (IST) Apr 29

সেপ্টেম্বরে খুলবে কলেজ

নতুন শিক্ষার্থীদের জন্য সেপ্টেম্বর থেকে এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য আগস্টে কলেজগুলি ফের চালু করা হবে বলে জানিয়ে দিল ইউজিসি

06:44 PM (IST) Apr 29

প্রতিদিন পরীক্ষা হবে ১ লক্ষ

২৮৮টি সরকারী পরীক্ষাগার এবং ৯৭টি বেসরকারী পরীক্ষাগার মিলিয়ে এখন ভারতে প্রতিদিন প্রায় ১৬০০০ নমুনা সংগ্রহ করা হচ্ছে আর ৬০,০০০ নমুনা পরীক্ষা করা হচ্ছে। কেন্দ্রের দাবি আগামী কয়েকদিনের মধ্যেই তারা প্রতিদিন ১ লক্ষ কোভিড-১৯ পরীক্ষা করার মতো জায়গায় পৌঁছবে।

06:40 PM (IST) Apr 29

৩৬ দিন পর বাড়ি ফেরার মুক্তি

লকডাউন-এর ৩৬তম দিনে দেশের বিভিন্ন রাজ্যে লকডাউনে আটকে পড়া মানুষদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর জন্য রাজ্গুলিকে একজন করে নোডাল অফিসার নিয়োগ করতে হবে। তবে বাড়ি ফিরতে গেলে থার্মাল অন্যান্য স্ক্রিনিং-এর মধ্য দিয়ে যেতে হবে, কোভিড-১৯ রোগের কোনও লক্ষণ না থাকলে তবেই রাজ্য ছাড়ার অনুমতি দেওয়া হবে।

 

10:55 AM (IST) Apr 29

করোনা থেকে মুক্তি, শিলিগুড়ির কোভিড হাসপাতাল থেকে ছুটি দুই নার্স ও এক বৃদ্ধার

করোনার প্রকোপ রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। অরেঞ্জ জোনের আওতায় রয়েছে কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি।  এই আবহেই কিছুটা স্বস্তির বার্তা দিল উত্তরবঙ্গ। করোনায় মুক্তি পেয়ে কোভিড হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ৩ জন। তাঁদের মধ্যে দুই নার্স ও একজন বৃদ্ধা। শিলিগুড়ি কোভিড হাসপাতালে ভর্তি ছিলেন তাঁরা।
 

10:31 AM (IST) Apr 29

৩১ হাজার ছাড়াল আক্রান্ত

বর্তমানে দেশে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা ৩১,৩৩২, মারা গিয়েছেন ১০০৭ জন। 

 

09:34 AM (IST) Apr 29

রিপোর্ট বিভ্রাটের পর বাঙ্গুর হাসপাতালে প্রাণ হারাল এক করোনা আক্রান্ত


বাঙ্গুর হাসপাতালে রিপোর্টে উঠে এল বড়সড় বিভ্রাট। প্রথম করোনা উপসর্গের রোগীর রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে পাঠানো হল বাড়ি। এরপর সেই রিপোর্টে ভূল তথ্য় আসায় ফের রোগীকে ডেকে পাঠাল হাসপাতাল। রোগী পুনরায় এল হাসপাতালে।  এরপর বাঙ্গুর হাসপাতালেই প্রাণ হারান আমহার্স্ট স্ট্রিটের বাসিন্দা ওই করোনা আক্রান্ত।রিপোর্টে বিভ্রান্তির কথা কার্যত স্বীকার করেছে বাঙ্গুর হাসপাতালের। সূত্রের ঘবর, তবে করোনাতেই মৃত্যু হয়েছে কিনা, তা খতিয়ে দেখবে অডিট কমিটি। 

08:26 AM (IST) Apr 29

কর্মী ছাটাইয়ের পথে ব্রিটিশ ওয়ারওয়েজ

প্রায় ১২ হাজার কর্মী কাজ হারাতে চলেছেন। 

 

 

08:22 AM (IST) Apr 29

৪৮ ঘণ্টায় মধ্যেই খুলছে নীতি আয়োগ

এক কর্মীর সংক্রমণের কারণে নীতি আয়োগ বন্ধ হলেও ৪৮ ঘণ্টার মধ্যে দফতর খোলার প্রস্তুতি। ততক্ষণ কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ।

 

08:18 AM (IST) Apr 29

১০ লক্ষ ছাড়াল আক্রান্তের সংখ্যা

আমেরিকায় করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গেল।

 

08:17 AM (IST) Apr 29

৫ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

ব্রাজিলে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেল।

 

08:16 AM (IST) Apr 29

এক দিনে ২ হাজারের বেশি মৃত্যু

গত ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২.২০০ জনের। 

 

08:14 AM (IST) Apr 29

চিত্র বদলালো না রাজধানীর

দিল্লির আজাদপুর বাজারে লকডাউনের মাঝে আজও জনতার ভিড় চোখে পড়ল। 

 

08:12 AM (IST) Apr 29

দরজা খুলল কেদারনাথে

কেদারনাথ মন্দিরের দরজা খুললেও লকডাউনের কারণে ভক্তদের প্রবেশের অনুমতি নেই।

 

08:05 AM (IST) Apr 29

সুস্থ হয়েছেন প্রায় ১০ লক্ষ

মারণ করোনাকে জিতে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৯ লক্ষ ৫৫ হাজার ৭৭০ জন।

 

 

08:05 AM (IST) Apr 29

বাড়ছে মৃতের সংখ্যা

গোটা দুনিয়ায় করোনা সংক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লক্ষ ১৭ হাজার ৯৭০ জনের।

 

08:04 AM (IST) Apr 29

বিশ্বে আক্রান্তের সংখ্যা ৩১ লক্ষ

গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩১ লক্ষ ৩৮ হাজার ১১৫।