মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ বছরের শেষ নাগাদ ভ্যাকসিন দিয়ে করোনাভাইরাস মহামারি নির্মুল করা হবে। বছর শেষের আগেই নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন হাতে এসে যাবে, যা দিয়ে মহামারি ঠেকিয়ে দেওয়া হবে। এদিকে ২০২১-র প্রথম তিন মাসের মধ্যেই ভারতে আসবে ভ্যাকসিন। বর্নস্টীনের একটি রিপোর্টের ভিত্তিতে এই তথ্য সামনে এসেছে৷ বিশ্ব স্তরে চারটি সম্ভাব্য টিকার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে৷ ২০২০-র শেষ থেকে ২০২১-র শুরুর মধ্যেই টিকা বাজারে আসতে চলেছে৷
09:59 AM (IST) Aug 29
08:13 AM (IST) Aug 29
08:12 AM (IST) Aug 29
08:11 AM (IST) Aug 29
08:11 AM (IST) Aug 29
08:09 AM (IST) Aug 29
বিশ্বে এখনও পর্যন্ত করোনা জয়ীর সংখ্যা ১ কোটি ৭২ লক্ষের বেশি।
08:08 AM (IST) Aug 29
করোনা এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে ৮ লক্ষ ৪১ হাজার ২৯০ জনের।
08:07 AM (IST) Aug 29
বিশ্বে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৯ লক্ষ ৬ হাজার ৬৪৪।
08:01 AM (IST) Aug 29
যেরকম করোনা ভাইরাসের টিকার পরীক্ষার কাজ দ্রুততার সঙ্গে এগোচ্ছে তাতে আশা করা হচ্ছে ভারতীয় বাজারে ২০২১ সালের মধ্যে সেই টিকা চলে আসবে৷ বর্নস্টীনের একটি রিপোর্টের ভিত্তিতে এই তথ্য সামনে এসেছে৷ বিশ্ব স্তরে চারটি সম্ভাব্য টিকার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে৷ ২০২০-র শেষ থেকে ২০২১-র শুরুর মধ্যেই টিকা বাজারে আসতে চলেছে৷ এর মধ্যে ভারত যে অক্সফোর্ডের টিকার জন্য গাঁটছড়া বেধেছে তারই এই সময়ের মধ্যে চলে আসার কথা৷ এছাড়াও নোবাবেক্সের প্রোটিন সাবইউনিট টিকা নিয়েও আশাব্যঞ্জক কাজ হচ্ছে৷
08:00 AM (IST) Aug 29
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ বছরের শেষ নাগাদ করোনার ভ্যাকসিন দিয়ে করোনাভাইরাস মহামারি নির্মুল করা হবে। বছর শেষের আগেই নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন হাতে এসে যাবে, যা দিয়ে মহামারি ঠেকিয়ে দেওয়া হবে।