প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বে মোট ৩৪ লক্ষেরও বেশি মানুষ সংক্রমণের শিকার হয়েছেন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৩৯ হাজার মানুষের। এদিকে ভারতে কোভিড ১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার পেরিয়ে গিয়েছে। মৃতের সংখ্যাটা ১২০০ বেশি। পরিস্থিতি সামলাতে ১৭ মে পর্যন্ত দেশে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে -
04:34 PM (IST) May 02
করোনাভাইরাস লকডাউনের কারণে সংকটে পড়া শিল্পগুলিকে ‘অক্সিজেন’ জোগাতে দফায় দফায় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সহ অর্থমন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ধারাবাহিক ভাবে বৈঠকে অংশ নেন।
04:02 PM (IST) May 02
লকডাউন পরিস্থিতিতে দেশের কৃষি পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
01:03 PM (IST) May 02
করোনা নিয়ে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা কলকাতার বিডন স্ট্রিটের বাসিন্দা,নাম নবীন পোদ্দার ও পার্থ শর্মা৷ সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর পরই তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়৷ এরপরই ওই দুই জনকে গ্রেফতার করে বটতলা থানার পুলিশ৷
12:43 PM (IST) May 02
দিল্লিতে করোনা সংক্রমণের শিকার মোট ১২২ জন সিআরপিএফ জওয়ান।
10:36 AM (IST) May 02
ভারতে করোনা সংক্রমণের শিকার ৩৭,৩৩৬ জন। মৃত্যু হয়েছে ১২১৮ জনের।
09:01 AM (IST) May 02
ফের করোনা আক্রান্ত রাজ্য়ের এক পুলিশকর্মী। সূত্রের খবর,জোড়াবাগান থানার ট্রাফিক গার্ডের এক কনস্টেবল করোনা আক্রান্ত। এই মুহূর্তে তিনি এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন।
08:14 AM (IST) May 02
করোনা আক্রান্তদের চিকিৎসায় জরুরি প্রয়োজনে 'রেমডেসিভির' ওষুধ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। দেশটিতে এর আগে ওষুধটি পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে।
08:12 AM (IST) May 02
এদেশে আটকে পড়া ২৭১ জন ব্রিটিশ নাগরিককে নিয়ে অমৃতসরের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ল ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ বিমান।
08:09 AM (IST) May 02
দিল্লির গাজিপুর বাজারে শনিবারও চোখে পড়ল মানুষের ভিড়।
08:07 AM (IST) May 02
পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে ভোপাল থেকে নাসিক পর্যন্ত বিশেষ শ্রমিক স্পেশাল ট্রেন। ট্রেনে ওঠার আগে প্রতিটি যাত্রীর স্ক্রিনিং করা হচ্ছে।
08:04 AM (IST) May 02
করোনার জেরে দেশে লকডাউন। তার মাঝেই প্রশাসনের থেকে অনুমতি নিয়ে বিয়ে সারলেন মধ্যপ্রদেশের ইন্দোরের এক দম্পতি।
08:02 AM (IST) May 02
লকডাউনের জেরে ভারতেই ব্যবসা সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে, জানাল অ্যামাজন।
08:00 AM (IST) May 02
গত ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে করোনা প্রাণ কেড়েছে ১,৮৮৩ জন।
07:59 AM (IST) May 02
বিশ্বে এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১০ লক্ষ ৮১ হাজার ৫৯৮ জন।
07:58 AM (IST) May 02
করোনা সংক্রমণে এখনও পর্যন্ত বিশ্বে প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ৩৯ হাজার ৫৮৮ জন।
07:57 AM (IST) May 02
বিশ্বে বর্তমানে করোনা সংক্রমণের শিকার মোটা ৩৪ লক্ষ ৭৬৭ জন।