Asianet News Bangla | Published : Aug 31, 2020 2:28 AM IST / Updated: Aug 31 2020, 12:04 PM IST

Coronavirus LIVE: দেশে ৪ কোটির বেশি করোনার নুমনা পরীক্ষা, বাংলায় মোট আক্রান্ত ছাড়াল দেড় লাখ

সংক্ষিপ্ত

নভেল করোনাভাইরাস। চিনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও।  গত ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এখানেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা ভাইরাস সম্পর্কিত সব খবর, ছবি, ভিডিওসহ প্রতি মুহূর্তের আপডেট থাকছে এশিয়ানেট নিউজ বাংলায়।

12:06 PM (IST) Aug 31

কলকাতায় কন্টেইনমেন্ট জোন কমে এবার মাত্র ৮


 কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ফের কমল৷কলকাতা পুরসভা সূত্রে খবর, কয়েক দিন আগেই শহরে কন্টেইনমেন্ট জোনের সংখ্যাটা ১১ ছিল৷ আর এবার ১১ থেকে কমে হল মাত্র ৮ ৷ এর আগে ১৭ থেকে কমে হয়েছিল ১১৷ প্রসঙ্গত,কলকাতা পুরসভায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা, একটা সময় এই সংখ্যাটা ৩৯ এ পৌঁছে গিয়েছিল৷ তারপর ২৯ থেকে নেমে কুড়ি হয়েছিল। গত ২২ অগাস্ট কুড়ি থেকে নেমে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা হয় ১৭ । এবার সেই ১৭ থেকে নেমে একেবারে ১১ এসে দাঁড়াল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। সেটা আরও কমে বর্তমানে মাত্র ৮ এসে দাঁড়িয়েছে৷

11:22 AM (IST) Aug 31

পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত ৩,০১৯ জন


রবিবারের পশ্চিমবঙ্গে  স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩,০১৯ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১,৫৯,৭৮৫ জন। রবিবার ৩০ অগাস্ট অনুযায়ী, রাজ্যে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৫,৬৫৭ জন। এক দিনে রাজ্যে করোনা নিয়ে মৃত্যু হয়েছে ৫০ জনের। রাজ্যে মোট মৃতের সংখ্যা ৩,১৭৬। 

10:33 AM (IST) Aug 31

দৈনিক সংক্রমণের নিরিখে এবার দ্বিতীয় স্থানে কলকাতা

দৈনিক সংক্রমণের পরিসখ্য়ান অনুযায়ী প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে কলকাতা। রবিবার একদিনে নতুন আক্রান্তের সংখ্যা ৪২৪। যেখানে শনিবার একদিনে কলকাতায় আক্রান্ত হয়েছিল ৪৭০ জন। তাই আগের তুলনায় সংক্রমণের হার অনেকটাই কমেছে ।  

09:53 AM (IST) Aug 31

বাড়ি ফিরলেন অমিত শাহ

09:52 AM (IST) Aug 31

দৈনিক আক্রান্ত ৭৮ হাজারের উপরে

08:07 AM (IST) Aug 31

উত্তরাখণ্ডের করোনা পরিস্থিতি

08:07 AM (IST) Aug 31

৬ হাজারের পথে হিমাচল

08:06 AM (IST) Aug 31

ঝাড়খণ্ডে দৈনিক আক্রান্ত হাজারের বেশি

08:04 AM (IST) Aug 31

আশা ব্যঞ্জক সুস্থতার হার বাংলাদেশে

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমিত মানুষের মধ্যে যারা সুস্থ্য হয়েছেন, তাদের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে ।

08:03 AM (IST) Aug 31

জার্মানিতে 'করোনা বিরোধী বিক্ষোভ

জার্মানির বার্লিনে করোনাভাইরাসেরে জন্য আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভের সময় ৩০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

08:02 AM (IST) Aug 31

সুস্থতার হার আশাব্যঞ্জক


এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১কোটি ৭৭ লক্ষ ৬ হাজার ৬৬৭ জন।

 

08:01 AM (IST) Aug 31

মৃত্যু সাড়ে ৮ লক্ষ

করোনা বিশ্বে প্রাণ কেড়েছে ৮ লক্ষ ৫০ হাজার ৫৮৮ জনের।

 

 

08:00 AM (IST) Aug 31

বিশ্বে আক্রান্ত আড়াই কোটি

বিশ্বে করোনায় মোট আক্রান্ত ২ কোটি ৫৩ লক্ষ ৮৩ হাজার ৯৯৩।