Asianet News Bangla | Published : Sep 3, 2020 2:36 AM IST / Updated: Sep 03 2020, 08:07 AM IST

Coronavirus LIVE: আন্তর্জাতিক যাত্রীদের জন্য বিমানবন্দরেই করোনা পরীক্ষা, ৩৮ লক্ষ ছাড়াল দেশে আক্রান্ত

সংক্ষিপ্ত

নভেল করোনাভাইরাস। চিনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও।  গত ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এখানেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা ভাইরাস সম্পর্কিত সব খবর, ছবি, ভিডিওসহ প্রতি মুহূর্তের আপডেট থাকছে এশিয়ানেট নিউজ বাংলায়।

10:51 AM (IST) Sep 03

রেকর্ড গড়ল দেশে দৈনিক করোনা আক্রান্ত

08:22 AM (IST) Sep 03

জেইই-নিউ পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেন

08:21 AM (IST) Sep 03

৩৫ হাজার ছাড়াল ছত্তিশগড়ে করোনা আক্রান্ত

08:19 AM (IST) Sep 03

আন্দামানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬ জন

08:19 AM (IST) Sep 03

৭ তারিখ থেকে বেঙ্গালুরুতেও চালু মেট্রো

08:17 AM (IST) Sep 03

৪৪ হাজার ছাড়াল ঝাড়খণ্ডে করোনা আক্রান্ত

08:16 AM (IST) Sep 03

গত ২৪ ঘণ্টায় ১১ লক্ষের উপর করোনা পরীক্ষা

08:14 AM (IST) Sep 03

কর্ণাটকে করোনায় বিধায়কের মৃত্যু

08:11 AM (IST) Sep 03

১ কোটি ৮৪ লক্ষ ইতিমধ্যে করোনা থেকে সুস্থ

বিশ্বে করোনা জয়ীর সংখ্যা এখন ১ কোটি ৮৪ লক্ষ ৪২ হাজার ৮ জন।

 

08:10 AM (IST) Sep 03

মৃত্যু ৮ লক্ষ ৬৭ হাজার ছাড়িয়েছে

বিশ্বে করোনা এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে ৮ লক্ষ ৬৭ হাজার ৩৪৭ জনের।

 

08:09 AM (IST) Sep 03

বিশ্বে ২ কোটি ৬১ লক্ষের বেশি করোনা আক্রান্ত

পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে করোনা আক্রান্তের মোট সংখ্যা ২ কোটি ৬১ লক্ষ ৭৭ হাজার ৫৩৫।