পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। গোটা বিশ্বে করোনা সংক্রমণের শিকার ৩৫ লক্ষেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা আড়াই লক্ষ ছুঁতে চলল। এর মাঝে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের গণ্ডি পেরিয়ে গেল। এক মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের কাছাকাছি। এর মধ্যেই সোমবার থেকে দেশে শুরু হল তৃতীয় দফার লকডাউন। ১৭ মে পর্যন্ত এই লকডাউন চলবে বলে নির্দেশিকার জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে -
05:48 PM (IST) May 04
ক্যানসারের চিকিৎসা করানোর জন্য কলকাতায় এসে মৃত্যু হল মিজোরামের প্রবীণ বাসিন্দার। সল্টলেকের বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, বছর পঁচাত্তরের ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। যদিও তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও এসে পৌছায়নি।
05:29 PM (IST) May 04
দেশে সুস্থ হওয়ার হার বেড়ে বয়েছে ২৭.৫২ শতাংশ।
03:43 PM (IST) May 04
পুনেতে করোনা সংক্রমণে মৃত্যু পুলিশ আধিকারিকের।
03:18 PM (IST) May 04
করোনার কোপে এক পর এক থানা আক্রান্ত, তাই এবার ত্রস্ত কলকাতা পুলিশও। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাজ্য়কে করোনা মুক্ত করতে অবরিত খেটে চলেছে কলকাতা পুলিশ। এদিকে গার্ডেনরিচ, জোড়াবাগান, বড়তলার পরে করোনা কোপে প্রগতি ময়দান থানা। এই থানার আধিকারিকের কোভিড পজ়িটিভ হওয়ার খবর আসতেই চিন্তা বেড়েছে থানার পুলিশকর্মীদের মধ্যে। যার জেরে একাধিক নতুন নির্দেশিকা জারি করলেন অনুজ শর্মা।
02:50 PM (IST) May 04
রাজস্থানে করোনা সংক্রমণের শিকার ৩০১৬ জন। মৃত্যু হয়েছে ১৩০ জনের।
01:11 PM (IST) May 04
দিল্লিতে লকডাউনে রেশন নেওয়ার লাইনের মত এক কিলোমিটার লম্বা লাইন পড়েছে দেশবন্ধু গুপ্তা রোডের একটি লিকার শপে।
11:39 AM (IST) May 04
সম্প্রতি কলকাতায় আটকে পড়া মিজোরামের দুই বাসিন্দা কোভিড -১৯ চিকিৎসার জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন ওই রাজ্য়ের স্বাস্থ্যমন্ত্রী লালথাংলিয়ানা। কলকাতার মিজোরাম হাউসের দুই ব্য়ক্তি কোরনায় আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে কলকাতার আমরি হাসপাতালে চিকিৎসাধীন।
11:31 AM (IST) May 04
শ্রমিক স্পেশ্যালট্রেনের টিকিটের ভাড়া নিয়ে মহাবিতর্ক, এই ট্রেনে ফেরার জন্য খরচ শ্রমিকদেরই দিতে , যা নিয়ে বিরোধীদের তোপের মুখেও পড়তে হয়েছে সরকারকে, এর মাঝেই শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন সনিয়া গান্ধী। জানালেন পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার খরচ দেবে কংগ্রেস।
09:56 AM (IST) May 04
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪২,৫৩৩। মৃত্যু হয়েছে ১১,৭০৭ জনের।
08:21 AM (IST) May 04
দিল্লির গাজিপুর বাজারে লকডাউনের মধ্যেও ভিড় অব্যাহত।
08:19 AM (IST) May 04
গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনা সংক্রমণে মৃত্যু ১,৪৫০ জনের।
08:15 AM (IST) May 04
১২০০ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে গুজরাত থেকে কানপুরে ফিরল শ্রমিক স্পেশাল ট্রেন।
Kanpur: A special train, carrying 1200 migrant workers who were stuck in Gujarat's Sabarmati amid #CoronavirusLockdown, reached Kanpur yesterday.
08:12 AM (IST) May 04
আজ থেকে কর্ণাটকে খুলছে মদের দোকান, সকাল ৯টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে। হুবলিতে দোকানের সামনে জনতার বিশাল লাইন।
08:10 AM (IST) May 04
পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার। লকডাউনে দেশটিতে ১ লক্ষ ৮০ হাজার মানুষ কাজ হারাবেন বলে আশঙ্কা।
08:07 AM (IST) May 04
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমণের শিকার ১০,৬৩৩ জন।
08:07 AM (IST) May 04
আজ থেকে পুদুচেরিতে দোকান ও করাখানা খোলার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।
08:05 AM (IST) May 04
চলতি বছরের শেষেই মার্কিন মুলুকে করোনার ভ্যাকসিন মিলবে। দাবি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
08:05 AM (IST) May 04
সোমবার থেকে দেশে শুরু হল তৃতীয় দফার লকডাউন। ১৭ মে পর্যন্ত এই লকডাউন চলবে বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
08:03 AM (IST) May 04
গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা সংক্রমণের শিকার ৬৭৮ জন। ফেল রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২,৯৭৪। মৃতের সংখ্যা ৫৪৮।
08:01 AM (IST) May 04
করোনাকে জয় করে বিশ্বে সুস্থ হয়েছেন ১১ লক্ষ ৫৩ হাজার ৯৯৯ জন।
08:00 AM (IST) May 04
গোটা বিশ্বে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৪৮ হাজার ২৮২ জন।
07:59 AM (IST) May 04
গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ লক্ষ ৬৬ হাজারের বেশি।