Coronavirus LIVE, দেশে আক্রান্ত ৫৪৮ জন চিকিৎসক, ১,৬১০ কোটি টাকার ত্রাণ প্যাকেজ ঘোষণা কর্ণাটক সরকারের

সংক্ষিপ্ত

বিশ্বে ৩৭ লক্ষ ছাড়িয়ে গেল করোনা সংক্রমণের ঘটনা। মৃত্যু হয়েছে ২ লক্ষ ৫৮ হাজারেরও বেশি মানুষের। বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশে করোনা সংক্রমণের সংখ্যা ৪৯ হাজার ছাড়িয়ে গেল। কেবল মহারাষ্ট্রেই করোনায় আক্রান্ত ১৫ হাজারের বেশি মানুষ। এই পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ ২৯ মে পর্যন্ত বাড়িয়ে দিল তেলেঙ্গনা সরকার। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে - 

06:13 PM (IST) May 06

করোনা আক্রান্ত এবার বউবাজার থানার এক শীর্ষ আধিকারিক

 গার্ডেনরিচ, প্রগতি ময়দান থানার পর এবার করোনা কোপে বউবাজার থানা। করোনা আক্রান্ত হয়ে বউবাজার থানার এক শীর্ষ আধিকারিক ভর্তি ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে। ইতিমধ্য়েই তাঁর সংস্পর্শে যারা এসেছে যারা,  তাদেরকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে৷

05:28 PM (IST) May 06

দেশে করোনার শিকার একের পর এক প্রথম সারির যোদ্ধারা

দেশে করোনার শিকার একের পর এক প্রথম সারির যোদ্ধারা, এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ৫০০ বেশি চিকিৎসক, করোনা ভালরকম থাবা বসিয়েছে সিআরপিএফ শিবিরে, গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার ৮৫ জন বিএসএফ জওয়ান।

04:14 PM (IST) May 06

করোনার থাবা চিকিৎসাকর্মীদের উপর

দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের শিকার ৫৪৮ জন চিকিৎসক ও নার্স।

 

02:00 PM (IST) May 06

নেপালে চলছে লকডাউন

১৮ মো পর্যন্ত করোনার কারণে লকডাউন নেপালে।

 

11:53 AM (IST) May 06

আরোগ্য সেতু অ্যাপে তথ্য ফাঁসের দাবি ওড়াল কেন্দ্র

আরোগ্য সেতু অ্যাপে তথ্য ফাঁসের দাবি, ৯ কোটি ভারতীয়র তথ্য বিপন্ন, ট্যুইট করে দাবি করলেন এক ফরাসি হ্যাকার, দাবি উড়িয়ে বিশদ বিবৃতি দিল কেন্দ্রীয় সরকার।


 

11:53 AM (IST) May 06

কলকাতায় কেন্দ্রীয় দলের সঙ্গে থাকা ৬ বিএসএফ করোনা আক্রান্ত

 সম্প্রতি করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতায় এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রীয় প্রতিনিধি দল, বিএসএফ কনভয় নিয়ে কলকাতা সহ জেলার কয়েকটি এলাকা পরিদর্শন করেন। সূত্রের খবর, সেই দলের নিরাপত্তার দায়িত্বে থাকা ছয় বিএসএফ কর্মীর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের প্রত্যেককে এম আর বাঙ্গুর হাসপাতালে রেখে চিকিৎসা চলছে। এখনও পর্যন্ত ওই ছয় জনের সংস্পর্শে আসা ৫০ জন জওয়ানকে পাঠানো হয়েছে কোয়রান্টিন সেন্টারে।
 

10:59 AM (IST) May 06

সবার আগে ভ্যাকসিন আনার দাবি করছে ইতালি

করোনা ভ্যাকসিন নিয়ে এবার আশার আলো দেখাল ইতালি, গবেষকদের দাবি পরীক্ষার শেষ ধাপে রয়েছে ভ্যাকসিন, ইঁদুরের শরীরে এই ভ্যাকসিনের প্রয়োগে অ্যান্টিবডি তৈরি হয়েছে, আশা করা হচ্ছে চলতি গ্রীষ্মের পরেই ব্যবহারে ছাড়পত্র মিলবে।

09:17 AM (IST) May 06

৪৯ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা

দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৪৯,৩৯১। মৃত্যু হয়েছে ১৬৯৪ জনের। 

 

08:26 AM (IST) May 06

৫ হাজার ছাড়াল দিল্লিতে আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে করোনা সংক্রমণের শিকার ২০৬ জন। ফলে দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেল। 

 

 

08:24 AM (IST) May 06

আমেরিকায় অব্যাহত মৃত্যু মিছিল

গত ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২,৩৩৩ জনের। 

 

08:22 AM (IST) May 06

গুরুগ্রামেও বিশাল লাইন

মদ কিনতে সকাল থেকে গুরুগ্রামে লম্বা লাইন পড়েছে লিকার শপের বাইরে। 

 

08:21 AM (IST) May 06

ওড়িশায় ফের করোনায় মৃত্যু

ওড়িশায় নতুন করে একজনের শরীরে মিলল সংক্রমণ। সকালে একজেনর মৃত্যুও হয় করোনায়। ফলে রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৭৭।

 

08:19 AM (IST) May 06

মদের দোকানে ভিড় অব্যাহত

দিল্লি এলাকার একটি মদের দোকানে ভোর থেকেই লাইন পড়েছে জনতার। 

 

08:17 AM (IST) May 06

অরোগ্যসেতু অ্যাপ ডাউনলোড না করলেই শাস্তি

মোবাইল ফোনে ডাউনলোড করতেই হবে আরোগ্যসেতু অ্যাপ। নাহলে তা লকডাউন বিধি ভঙ্গের সামিল হবে। ঘোষণা গৌতম বুদ্ধ নগরের পুলিশ কমিশনারের। 

 

08:15 AM (IST) May 06

৩১ মে পর্যন্ত ১৪৪ ধারা

গাজিয়াবাদে ৩১ মে পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। 

 

 

08:11 AM (IST) May 06

সুস্থ হয়েছেন ১২ লক্ষের বেশি

বিশ্বে করোনা মুক্ত হয়ে সুস্থ হয়েছে ১২ লক্ষ ৪১ হাজার ৯২৫ জন।

 

 

08:11 AM (IST) May 06

বেড়েই চলেছে মৃতের সংখ্যা

বিশ্বে এখনও পর্যন্ত করোনার বলি ২ লক্ষ ৫৮ হাজার ৩০৬ জন।

 

08:10 AM (IST) May 06

৩৭ লক্ষ ছাড়াল আক্রান্ত

বিশ্বে করোনা সংক্রমণের শিকার ৩৭ লক্ষ ২৬ হাজার ৭৯৭ জন।