৩৮ লক্ষ ছাড়িয়ে গেল গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত কোভিড ১৯ প্রাণ কেড়েছে ২ লক্ষ ৬৫ হাজারেরও বেশি মানুষের। এদিকে ভারতেও ক্রমে বেড়ে চলেছে সংক্রমণের গ্রাফ। ইতিমধ্যে এদেশে আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়ে গিয়েছে। ফ্রান্সে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা পৌঁছে গেছে ২৬ হাজারের কাছাকাছি। এদিকে ব্রিটেন এখন পরিণত হয়েছে ইউরোপে করোনার এপি সেন্টারে। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে -
09:52 AM (IST) May 07
বর্তমানে ভারতে করোনা সংক্রমণের সংখ্যা ৫২,৯৫২, মারা গিয়েছেন ১,৭৮৩।
08:20 AM (IST) May 07
১১৮৯ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে কেরল থেকে বিহারে রওনা দিল বিশেষ ট্রেন।
08:19 AM (IST) May 07
মহারাষ্ট্রের ভিওয়ান্ডি থেকে বিশেষ ট্রেনে করে বিহারের পাটনায় রওনা দিলেন ১২০০ জন পরিযায়ী শ্রমিক।
08:17 AM (IST) May 07
রাজস্থানের কোটা থেকে বিহারের মুজাফ্ফরপুরে স্পেশাল ট্রেনে করে ফিরল ১৩১৮ জন পড়ুয়া। স্টেশনে সামাজিক দূরত্ব বিধি মানা হয়নি বলে অভিযোগ উঠছে।
08:13 AM (IST) May 07
দিল্লির গাজিপুরের সব্জি বাজারেও মানুষের ভিড় অব্যাহত।
08:11 AM (IST) May 07
রাজধানী দিল্লিতে বৃহস্পতিবার সকালেও মদের দোকানের সামনে চোখে পড়ল লম্বা লাইন।
08:10 AM (IST) May 07
গত ২৪ ঘণ্টায় ২০ জনের করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। ফলে ওড়িশায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০৫।
08:08 AM (IST) May 07
সংক্রমণ আটকাতে এবার আর্ন্তরাজ্য সীমানা সিল করল রাজস্থান।
08:06 AM (IST) May 07
করোনা সংক্রমণ সারিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লক্ষ ২ হাজারেরও বেশি মানুষ।
08:06 AM (IST) May 07
বিশ্বে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৬৫ হাজারেরও বেশি মানুষের।
08:05 AM (IST) May 07
বিশ্বে করোনা সংক্রমণের শিকার ২৮ লক্ষ ২২ হাজারের বেশি মানুষ।