Asianet News Bangla | Published : May 9, 2020 2:24 AM IST / Updated: May 09 2020, 04:08 PM IST

Coronavirus LIVE, লকডাউনে গোয়ায় অপরাধের সংখ্যা কমল ৬৭%, ঢাকা থেকে ১২৯ জন যাত্রীকে নিয়ে দিল্লিতে এল বিমান

সংক্ষিপ্ত

বিশ্বে ৪০ লক্ষ পেরিয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের আক্রমণে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭৬ হাজারেরও বেশি মানুষের। চিন্তা বাড়িয়ে ভারতেও প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে এদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ফের তিন হাজার পেরিয়েছে। মৃতের সংখ্যা দুই হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে - 

05:28 PM (IST) May 09

করোনা আক্রান্ত ২ বিদেশ ফেরত

কেরলে বিদেশ ফেরত ২ জনের শরীরে করোনা সংক্রমণ মিলল শনিবার। পলে রাজ্যটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে ১৭ হল।

 

03:58 PM (IST) May 09

লকডাউনে অপরাধের সংখ্যা কমল গোয়ায়

লকডাউনে গোয়ায় অপরাধের সংখ্যা কমল ৬৭ শতাংশ। 

 

03:57 PM (IST) May 09

ঢাকা থেকে এল বিশেষ বিমান

 

ঢাকা থেকে ১২৯ জন যাত্রীকে নিয়ে এল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। 

 

03:55 PM (IST) May 09

মোবাইল কারখানায় উৎপাদন শুরু

গৌতম বুদ্ধ নগরে মোবাইল কারখানায় ২০০ জন কর্মীকে নিয়ে খুলল মোবাইল কারখানা। 

 

02:39 PM (IST) May 09

পঞ্জাবে খুলল রেস্তোরাঁ

লুধিয়ানায় আজ থেকে খুলে দেওয়া হল রেস্তোরাঁ।

 

02:36 PM (IST) May 09

মার খাচ্ছে আমের ব্যবসা

করোনাভাইরাসের কারণে দেশজুড়ে লকডাউন, আর তাতেই লোকসানে পড়েছেন আম ব্যবসায়ীরা।

 

01:47 PM (IST) May 09

আরজি কর হাসপাতালের ফের একজন নার্স করোনা আক্রান্ত

আরজি কর হাসপাতালের একজন  নার্স করোনা আক্রান্ত। ইতিমধ্য়েই ৩ জন চিকিৎসক ও ৭ জন নার্সকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।

12:19 PM (IST) May 09

সুস্থ হওয়ার হার ২৯.৩ শতাংশ

করোনায় দেশের মৃত্যু হার ৩.৩ শতাংশ। জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। 

 

11:01 AM (IST) May 09

মমতাকে চিঠি অমিত শাহের

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে কোনও উদ্যোগ নিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

 

10:25 AM (IST) May 09

টানা ৩৮ দিন ভেন্টিলেশনে থেকেও করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন টালিগঞ্জের প্রৌঢ়


 টালিগঞ্জের বাসিন্দা বছর বাহান্নর নিতাইদাস মুখোপাধ্যায় কলকাতার পরিচিত এক জন সমাজসেবী। গত ২৯ মার্চ প্রচণ্ড জ্বর এবং তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হন ঢাকুরিয়ার আমরি হাসপাতালে।  পর দিনই তাঁর লালারসের নমুনা পজিটিভ পাওয়া যায়। হাসপাতাল সূত্রে খবর, তীব্র শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে ৩০ মার্চই ভেন্টিলেশনে দেওয়া হয়। শুক্রবার বিকেলে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। টানা ৩৮ দিন কোনও কোভিড পজিটিভ রোগী ভেন্টিলেশনে থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এমন উদাহরণ মিরাকল আগে ঘটেনি বলে দাবি চিকিৎসকদের। 

10:02 AM (IST) May 09

আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার হয়েছেন ৩,৩২০ জন। 

 

08:15 AM (IST) May 09

জুলাইয়ের শেষে সবচেয়ে বেশি সংক্রমণ

ভারতে জুলাইয়ের শেষে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটার আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'-র

08:13 AM (IST) May 09

অস্থি বিসর্জনে ছাড়পত্র

হরিদ্বারের গঙ্গায় অস্থি বিসর্জনের ছাড়পত্র দিল উত্তরাখণ্ড সরকার।

08:10 AM (IST) May 09

দুবাই থেকে এল বিমান

১৭৭ জন ভারতীয়কে নিয়ে দুবাই থেকে চেন্নাইতে এল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান।

 

08:08 AM (IST) May 09

হোয়াইট হাউসে ফের করোনার হানা

হোয়াইট হাউসে দ্বিতীয় করোনা আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলল। সংক্রমণের শিকার মার্কিন ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র।

 

08:06 AM (IST) May 09

লকডাউনের মেয়াদ বাড়াল কুয়েত

দেশে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ ২০ দিন বাড়িয়ে দিল কুয়েত। 

 

08:04 AM (IST) May 09

মদের দোকানে ভিড় অব্যাহত

সোমবার থেকে খুলেছে দেশের মদের দোকানগুলি। শনিবারও ভিড়ের চিত্রটা বদলালো না রাজধানীতে। 

 

08:02 AM (IST) May 09

ভারতীয়দের নিয়ে আসছে ৪টে ফ্লাইট

 

বন্দে ভারত মিশনে বিদেশের মাটিতে আটকে পড়া ভারতীয়দের নিয়ে আজ এদেশে আসছে এয়ার ইন্ডিয়ার ৪টে বিশেষ ফ্লাইট। 

 

08:00 AM (IST) May 09

আশা ব্যঞ্জক সুস্থতার হার

করোনা সংক্রমণকে জয় করে সুস্থ হয়েছেন ১৩ লক্ষ ৮৫  হাজার ১৩৫ জন। 

 

07:58 AM (IST) May 09

বেড়েই চলেছে মৃতের সংখ্যা

করোনা এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে ২ লক্ষ ৭৬ হাজার ২১৬ জনের।

 

07:58 AM (IST) May 09

করোনা আক্রান্ত ৪০ লক্ষের বেশি

বর্তমানে বিশ্বে করোনা সংক্রমণের শিকার ৪০ লক্ষ ১২ হাজার ৮৩৭ জন।