Asianet News Bangla | Published : May 2, 2021 12:23 AM IST / Updated: May 02 2021, 09:38 PM IST

2021 Vidhan Sabha Election Result Live- অসমে বিজেপি, কেরলে বাম, দ্রাবিড় রাজনীতিতে স্ট্যালিনের ছক্কা

সংক্ষিপ্ত

আজ পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরও চার রাজ্যে ভোটের গণনা। এই চার রাজ্য হল অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরি। অসমে ১২৬ বিধানসভা আসনে হচ্ছে ভোট গণনা। তামিলনাড়ুতে মোট বিধানসভা আসন ২৩৪টি। কেরলে মোট বিধানসভা আসন ১৪০ এবং পদুচেরিতে মোট বিধানসভা আসন ৩০টি। এই সমস্ত রাজ্যের এই বিধানসভা আসনেও ভোট গণনা। করোনা আবহে এই ভোট গণনা নিয়ে প্রচুর বিধিনিষেধ জারি হয়েছে। মাদ্রাজ হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট- সকলেই গণনায় এবার নজিরবিহীন সব সিদ্ধান্তের কথা জানিয়েছে এবং এই সব নির্দেশ যাতে যথাযথভাবে পালন করা হয় তার জন্য নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।  
 

08:36 PM (IST) May 02

শুভেচ্ছা মোদীর

জয়ের জন্য অসমবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

 

08:31 PM (IST) May 02

শুভেচ্ছা জানিয়েছেন নবীন পট্টনায়ক

জয়ের জন্য এমকে স্ট্যালিন ও পিনারাই বিজয়নকে শুভেচ্ছা জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। 

08:04 PM (IST) May 02

সিবসাগর কেন্দ্র থেকে জয়ী অখিল গগৈ

জেল থেকে ভোটে দাঁড়িয়ে জিতলেন অসমের হেভিওয়েট প্রার্থী রাজোর দলের প্রেসিডেন্ট অখিল গগৈ। তিনি তাঁর প্রচার পর্বের পুরোটা জেলবন্দি ছিলেন।  বিজেপি-র সুরভি রাজকানওয়ার ও কংগ্রেসকে হারালেন সুভমিত্রা গৈগকে। এই আসনটি ছিল কংগ্রেসের দখলে। 

07:08 PM (IST) May 02

এক নজরে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফলাফল

কেরলে এলডিএফ জয়ী/এগিয়ে ৯৯টি আসনে। ইউডিএফ জয়ী/এগিয়ে ৪১টি আসনে। তামিলনাড়ুতে ডিএমকে, কংগ্রেস জোট জয়ী ১৫৬টি আসনে। এআইএডিএম-কে জয়ী/এগিয়ে ৭৮টি আসনে। পুদুচারিতে ৩০টি আসনের মধ্যে বিজেপি জোট জয়ী/এগিয়ে ১২টি আসনে। কংগ্রেস এগিয়ে ৬টি আসনে। অন্যান্যরা এগিয়ে ৪টি আসনে।

06:03 PM (IST) May 02

করোনাকালে উৎসবে নিষেধ বিজয়নের

দলের ঐতিহাসিক সফল্যের জন্য কেরলের বাসিন্দা ও দলীয় নেতা কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন পিনারাই বিজয়ন। তিনি জানিয়েছেন কেরলে দৈনিক আক্রান্তের পরিসংখ্যান ৩১ হাজারের বেশি। 

05:58 PM (IST) May 02

পুদুচেরিতে ম্যাজিক ফিগারের কাছে বিজেপি জোট

পুদুচেরিতে ৩০টি আসনের মধ্যে বিজেপি জোট এগিয়ে ১৩টি আসনে, কংগ্রেস জোট সেখানে মাত্র ৬টি আসনে এগিয়ে। ১৬টি আসনে জিতলে মিলবে ম্যাজিক ফিগার।

05:57 PM (IST) May 02

রাহুলের অভিনন্দন

তামিলনাড়ুতে জয়ের জন্য এমসে স্ট্যালিন ও স্থানীয় বাসিন্দাদের অভিনন্দন জানালেন রাহুল গান্ধী। 

05:36 PM (IST) May 02

জয়ী কেরলের স্বাস্থ্য মন্ত্রী

কেকে শৈলজা জয়ী হয়েছেন কেরলেরকোলাত্তুর বিধানসভা কেন্দ্র থেকে। দলের জয়ের জন্য কেরলবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। 

05:34 PM (IST) May 02

সরকার তৈরির পথে বিজেপি

অসমে সরকার গঠনের পথে বিজেপি। বিজেপি প্রার্থী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, গণনা চলছে। কিন্তু এখনও পর্যন্ত যে ফল পাওযা যাচ্ছে তাতে বিজেপির পক্ষেই জনমত স্পষ্ট দেখা যাচ্ছে। 

05:33 PM (IST) May 02

জয়ী বিজেপির হেমন্ত বিশ্ব শর্মা

এক লক্ষেরও বেশি ভোটে জয়ী হেমন্ত বিশ্ব শর্মা। 

 

05:12 PM (IST) May 02

কেরলে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শ্রীধরণ হেরে গেলেন

২০১৯ লোকসভা নির্বাচনে সব জায়গায় জিতলেও, কেরল পুরো হতাশ করে বিজেপি-কে। এবার তাই সর্বশক্তি নিয়ে দেশের সবচেয়ে শিক্ষিত রাজ্যে ঝাঁপিয়েছিল বিজেপি। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মেট্রো ম্যান' শ্রীধরণকে দাঁড় করিয়েছিল বিজেপি। কিন্তু সেই মেট্রোম্যান হেরে গেলেন। কেরলে বিজেপির আশার রেল লাইনচ্যুত হল।

04:42 PM (IST) May 02

বিজেপি জোটের ১৮ প্রার্থী, কংগ্রেস জোটের ৪ প্রার্থী জয়ী অসমে

বিজেপি জোটের ১৮ প্রার্থী, কংগ্রেস জোটের ৪ প্রার্থী জয়ী অসমে। জানাল নির্বাচন কমিশন। ১২৬ আসনের অসম বিধানসভায় বিজেপি ও তার শরিক দলরা এগিয়ে ৭৬টি আসনে। কংগ্রেস ও তার জোট সঙ্গীরা এগিয়ে ৪৯টি আসনে।  

04:35 PM (IST) May 02

জয়ীদের অভিনন্দন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং

তামিলনাড়ুতে বড় জয়ের দিকে এগিয়ে চলা ডিএমকে নেতা এমকে স্ট্য়ালিনকে অভিনন্দন জানালেন রাজনাথ সিং।

 

অসমে জয়ের মুখে দাঁড়িয়ে থাকা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং।

04:00 PM (IST) May 02

অসমে ফের ক্ষমতায় ফেরার আনন্দে উচ্ছ্বসিত বিজেপি সমর্থকরা

অসমে ফের ক্ষমতায় আসতে চলেছে এনডিএ। বিজেপি, অসম গণ পরিষদ সহ বেশ কিছু দলের জোট ভাল ফল করছে। ১২৬ আসনের অসম বিধানসভায় এনডিএ এগিয়ে ৭৭টিতে, কংগ্রেস জোট এগয়ে ৪৮টি আসনে।

03:56 PM (IST) May 02

তামিলনাড়ুতে সরকার গড়ার পথে ডিএমকে, কংগ্রেস জোট

তামিলনাড়ুতে সরকার গড়ার পথে ডিএমকে, কংগ্রেস জোট। ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় ডিএমকে+কংগ্রেস জোট এগিয়ে ১৩৯টি-তে, সেখানে এআইএডিএমকে+বিজেপি জোট এগিয়ে ৯০টিতে।  

03:49 PM (IST) May 02

কেরলে ক্ষমতায় ফেরা কার্যত নিশ্চিত বামেদের, বিজেপি শূন্যতে দাঁড়িয়ে

কেরলে ভোট গণনার মাঝ পর্যায়ে এসে বোঝা যাচ্ছে আবার ক্ষমতায় ফিরতে চলেছে বাম জোটের এলডিএফ। ১৪০ বিধানসভার কেরলে এলডিএফ এগিয়ে ৯৩টি-তে, যেখানে কংগ্রেস ও তাদের জোট শরিকদের ইউডিএফ ৪৩টি-তে এগিয়ে। শুরুতে ৩টি আসনে এগিয়ে থাকলে, বিজেপি এখন আর কোনও আসনে এগিয়ে নেই।

01:48 PM (IST) May 02

প্রকাশ কারাতের বার্তা

কেরলে গত ৪০ বছরে কোনও রাজনৈতিক দলই দ্বিতীয়বার কেরলের ক্ষমতায় ফিরতে পারেনি। কেরলে সিপিএম অভাবনীয় সাফল্যের জন্য দলীয় কর্মী ও কেরলবাসীকে শুভেচ্ছা জানান সিপিএম নেতা প্রকাশ কারাত। 

01:46 PM (IST) May 02

কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

পাঁচ রাজ্যে ভোটের ফল প্রকাশে জমায়েতের বিরুদ্ধে লড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

01:34 PM (IST) May 02

এক নজরে পাঁচ রাজ্যের ভোট চিত্র

এক নজরে দেখে নিন পাঁচ রাজ্যের ভোট চিত্রঃ

12:43 PM (IST) May 02

তামিলনাড়ুতে পিছিয়ে খুসবু

তামিলনাড়ুতে পিছিয়ে অভিনেত্রী খুসবু সুন্দর। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। অন্যিদিকে এগিয়ে রয়েছেন ডিএমকে-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এমকে স্ট্যালিন। 

11:41 AM (IST) May 02

এগিয়ে বিজেপি

কেলরে ত্রিশুর থেকে এগিয়ে বিজেপি প্রার্থী সুরেশ গোপী। 

11:39 AM (IST) May 02

দলীয় সমর্থকদের সঙ্গে কেরলের মুখ্যমন্ত্রী

দলীয় সমর্থকদের সঙ্গে ভোট গণনা দেখছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ধর্মাদম কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন তিনি। কেরলেও এগিয়ে রয়েছে বামেরা। 

 

11:38 AM (IST) May 02

ডিএমকে সমর্থকদের কোভিড বিধি লঙ্ঘন

করোনাভাইরাস সংক্রান্ত নিয়ম বিধি অমান্য করে চেন্নাইয়ে দলীয় কার্যালের সামনে ভিড় জমিয়েছেন ডিএমকে সমর্থকরা। শুরু হয়ে গেছে উল্লাস। পোড়ানো হচ্ছে আতসবাসী। ভিড় বাড়ছে মানা হচ্ছে না করোনা সংক্রান্ত গাইডলাইন। মুখে মাস্ক নেই। মানা হচ্ছে না নিরাপদ শারীরিক দূরত্ব।তালিমনাড়ুয়ে এগিয়ে রয়েছে ডিএমকে। 

11:35 AM (IST) May 02

এদিয়ে সর্বানন্দ সোনোয়াল

অসমে এগিয়ে বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। 

 

11:28 AM (IST) May 02

তামিলনাড়ুতে ডিএমকে-র মুখ এমকে স্ট্যালিন এগিয়ে

তামিলনাডুতে ডিএমএক তথা ইউপিএর মুখ এমকে স্ট্যালিন এগিয়ে ১০ হাজার ভোটে।

10:40 AM (IST) May 02

এগিয়ে ওমেন চন্ডি

পুদুচেরি বিধানসভা নির্বাচনে পুথুপাল্লাই থেকে এগিয়ে কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চন্ডি। 

 

10:33 AM (IST) May 02

এক নজরে দেখে দিন নির্বাচন কমিশনে দেওয়া ভোট ট্রেন্ডস

তামিলনাড়ুতে এগিয়ে রয়েছে এআইডিএমকে। 

 

কেরলে এগিয়ে রয়েছে বামেরা। 

 

অসমে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বীধীন এনডিএ। 

পুদুচেরিয়ে এগিয়ে রয়েছে বিজেপি জোট।

10:29 AM (IST) May 02

এগিয়ে মেট্রো ম্যান

নির্বাচন কমিশন জানিয়েছে কেরলের পালাক্কাড বিধানসভা থেকে এগিয়ে রয়েছেন ই শ্রীধরন। 

09:41 AM (IST) May 02

পুদুচেরিতে এগিয়ে গতবারের বিরোধী নেতা

পুদুচেরিতে এগিয়ে গত বিধানসভার বিরোধী দলনেতা এন রঙ্গস্বামী। 

09:31 AM (IST) May 02

এগিয়ে কমল হাসান ও স্ট্যালিন

তামিলনাড়ুর কোলাতুর থেকে এগিয়ে ডিএমকে-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এমকে স্ট্যালিন। অন্যদিনে কোয়েম্বাটুর দক্ষিণ থেকে এদিয়ে অভিনেতা তথা মাকাল নিধি মিয়ামের প্রতিষ্ঠাতা কমল হাসান। 

09:31 AM (IST) May 02

এগিয়ে মেগাস্টার কমল হাসান, তামিলাড়ুতে এগোচ্ছে ইউপিএ

তামিলনাড়ু-র কোয়াম্বাটোর দক্ষিণ কেন্দ্রে এগিয়ে চিত্র তারকা কমল হাসান। নিজের দল এমএনএম-র হয়ে কোয়াম্বাটোর দক্ষিণ থেকে লড়ছেন কমল হাসান। ২৩৬ আসনের তামিলনাড়ু বিধানসভার ৫২ আসনের ফলের প্রাথমিক প্রবণতা আসতে শুরু করেছে। ডিএমকে-র নেতৃত্বে লড়া ইউপিএ এগিয়ে ৩৮টি আসনে, এআইএডিএমকে, বিজেপি জোটের এনডিএ এগিয়ে ১৪টি আসনে। 

09:23 AM (IST) May 02

এগিয়ে মেট্রো ম্যান

কেরলের পালাক্কাড থেকে এগিয়ে বিজেপির মুখ মেট্রো ম্যান হিসেবে পরিচিত ই শ্রীধরণ। 

09:23 AM (IST) May 02

পদুচেরিতে এগিয়ে বিজেপি

৩০ আসনের পদুচেরি-র প্রাথমিক ফল আসতে শুরু করেছে। এনডিএ এগিয়ে ৭টি আসনে, ইউপিএ এগিয়ে ২টি আসনে। প্রায় সব বুথফেরত সমীক্ষাতেই বিজেপি-কে এগিয়ে রাখা হয়েছিল।

 

09:22 AM (IST) May 02

এগিয়ে পিনারাই বিয়জন

কেরলের ধর্মাদম থেকে এগিয়ে বামেদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পিনারাই বিজয়ন। 

09:20 AM (IST) May 02

এগিয়ে হেমন্ত বিশ্বশর্মা

জালুকবাড়ি থেকে এগিয়ে বিজেপি প্রার্থী হেমন্ত বিশ্ব শর্মা। 

09:13 AM (IST) May 02

অসমে অনেকটা এগিয়ে গেল বিজেপি

গণনার একেবারে শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। তবে এক ঘণ্টা শেষে দেখা যাচ্ছে বিজেপি বড় লিডের পথে। ১২৬ আসনের অসম বিধানসভায় বিজেপি ও তার শরিক দলরা এগিয়ে ১৯টি-তে, কংগ্রেস ও তার শরিক দলরা সেখানে এগিয়ে মাত্র ৬টিতে। 

08:41 AM (IST) May 02

তামিলনাড়ুতে দারুণ শুরু ডিএমকে-র

তামিলনাড়ুতে সকাল ৮ থেকে ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে দক্ষিণের এই রাজ্যে পালাবদল ঘটতে চলেছে। রাজ্যের ২৩৬টি বিধানসভা আসনের মধ্যে ১৮টি-র ফলের প্রাথমিক প্রবণতা আসতে শুরু করেছে। তাতে দেখা যাচ্ছে ডিএমকে, কংগ্রেস জোটের ইউপিএ এগিয়ে ১৫টি আসনে, এআইএডিএমকে+বিজেপি জোটের এনডিএ এগিয়ে ৩টি আসনে।

08:25 AM (IST) May 02

কেরলে দারুণ শুরু বামেদের, অসমে সমানে সমানে

কেরলে প্রাথমিক ফলের প্রবণতা আসতে শুরু করেছে। শুরু হয়েছে পোস্টাল ব্যালটের গণনা। গণনার শুরুতে দেখা যাচ্ছে বামেদের এলডিএফ জোট দারুণ ফল করছে। ৬টির মধ্যে ৬টিতেই এগিয়ে বামদলের জোট এলডিএফ। ১৪০ আসনের কেরল বিধানসভায় ইভিএমের গণনা শুরু হবে সকাল সাড়ে আটটা থেকে। পাঁচ বছর পর পর ক্ষমতা বদল হয় কেরলে। সেই হিসেবে এবার কংগ্রেস তথা ইউডিএফের ক্ষমতায় আসার কথা। অন্যদিকে, অসমে ৭টা আসনের ফলাফলের প্রাথমিক প্রবণতা এসেছে। দেখা যাচ্ছে ৭টা আসনের মধ্যে ৪টি-তে এগিয়ে বিজেপি জোট, ৩টি-তে এগিয়ে কংগ্রেস জোট।

 

08:13 AM (IST) May 02

অসমে ফলের প্রাথমিক প্রবণতা আসতে শুরু করল

১২৬ আসনের অসম বিধানসভায় ৬টি আসনের গণনার ফলের একেবারে শুরুর ট্রেন্ড আসতে শুরু করেছে। দেখা যাচ্ছে ৬টি আসনের মধ্যে ৩টিতে এগিয়ে বিজেপি, ৩টিতে কংগ্রেস। পোস্টাল ব্যালেটের গণনা চলেছে।

08:08 AM (IST) May 02

কঠোর নিরাপত্তায় গণনা শুরু কেরলে

সকাল আটটা থেকে কেরল বিধানসভা নির্বাচনের ভোট গণনা হতে চলেছে। রাজ্যের ১৪০টি আসনের ফলপ্রকাশ হবে। কেরলে ক্ষমতায় রয়েছে এলডিএফ। যে এলডিএফ জোটে আছে সিপিএম, সিপিআই, কেরল কংগ্রেস (এম), জেডি (এস), জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, লোকতান্ত্রিক জনতা দল, ইন্ডিয়ান ন্যাশানাল লিগ, কংগ্রেস (এস), কেরালা কংগ্রেস (বি), জনধিপাট্য কেরালা কংগ্রেস, ও  নির্দলরা।