Asianet News Bangla | Published : Sep 1, 2020 2:41 AM IST / Updated: Sep 01 2020, 02:35 PM IST

Live Pranab Mukherjee Last Rites- গান স্যালুটে শেষ বিদায়, লোধি রোড মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

সংক্ষিপ্ত

সোমবার ৮৪ বছর বয়সে প্রয়াত হন প্রণব মুখোপাধ্যায়। ৯ অগাস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। রক্ত জমাট বেঁধে যাওয়ায় মস্তিষ্কে অস্ত্রোপচার অনিবার্য হয়ে পড়েছিল। ১০ অগাস্ট তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই অস্ত্রোপচার হয়েছিল দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতির। তবে অস্ত্রোপচারের আগে প্রণব মুখোপাধ্যায়ের করোনা হওয়ার বিষয়টি ধরা পড়ে। টুইট করে করোনা হওয়ার বার্তাও দেন খোদ প্রণব মুখোপাধ্যায়। এমনকী, সম্প্রতি তাঁর সংস্পর্শে আসাদের সাবধানে থাকতে এবং উপসর্গ থাকলে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শও দেন। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর আর চেতনা ফেরেনি প্রণব মুখোপাধ্যায়ের। এরপর ২২ দিন ধরে চলে জীবনযুদ্ধ। শেষমেশ সোমবার বিকেলে তিনি প্রয়াত হন। 

02:37 PM (IST) Sep 01

করোনা সতর্কতার মধ্যেই শেষকৃত্য

 

দিল্লির লোধি রোড মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য প্রণব মুখোপাধ্যায়ের। করোনা সতর্কতার মধ্যেই শেষকৃত্য প্রাক্তন রাষ্ট্রপতির। পিপিই পরে আচারবিধি সারলেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।

02:15 PM (IST) Sep 01

শেষ বিদায় প্রাক্তন রাষ্ট্রপতিকে

গান স্যালুটে শেষ বিদায় প্রাক্তন রাষ্ট্রপতিকে

 

01:41 PM (IST) Sep 01

মিরাটিতে শোকের ছায়া

বীরভূমের মিরাটি গ্রামে পৈতৃক বাড়িতে প্রণব মুখোপাধ্যায়ের ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে শেষ  শ্রদ্ধাজ্ঞাপন গ্রামবাসীদের।

01:38 PM (IST) Sep 01

শেষ যাত্রায় প্রণব

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লিতে শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। সেই উদ্দেশে ইতিমধ্যেই লোগী রোডের শ্মশানের উদ্দেশে রওনা দিয়েছে মরদেহ।

01:06 PM (IST) Sep 01

শেষ যাত্রায় প্রাক্তন রাষ্ট্রপতি, ঢাকুরিয়ার বাড়িতে শোকের ছায়া

দিল্লিতে লোধিরোডে শেষযাত্রায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়। তাঁর প্রয়াণে কলকাতায় ঢাকুরিয়ার বাড়িতে শোকের ছায়া। তাঁর শ্রদ্ধা জানাতে বিশিষ্টজনেরা ভিড় জমান সেখানে। অন্যদিকে, প্রণব মুখোপাধ্য়ায়ের জন্মভিটে বীরভূমের কীর্ণাহারও শোকস্তবন্ধ। গভীর শোকপ্রকাশ করলেন কীর্ণাহারের বাসিন্দারা। তাঁকে শেষশ্রদ্ধা জানাতে টিভির পর্দায় চোখ রেখেছেন কীর্ণাহারবাসী।

12:55 PM (IST) Sep 01

অন্তিম শ্রদ্ধা জ্ঞাপণ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল-এর

চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কে জানালেন অন্তিম শ্রদ্ধা ।

12:52 PM (IST) Sep 01

শেষ শ্রদ্ধা জ্ঞাপণ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানালেন বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

12:45 PM (IST) Sep 01

শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী

10:26 AM (IST) Sep 01

অন্তিম দর্শনের জন্য অপেক্ষারত আত্মীয় ও বহু মানুষ

রাজাজি মার্গের বাসভবনে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত তাঁর পার্থিব দেহ জনসাধারণের শেষ দর্শনের জন্য রাখা হবে ।

10:20 AM (IST) Sep 01

প্রণব মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা তিন বাহিনীর

প্রণব মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা তিন বাহিনীর

10:18 AM (IST) Sep 01

রাজাজি মার্গের পথে প্রণব মুখোপাধ্যায়ের মরদেহ

রাজাজি মার্গের পথে প্রণব মুখোপাধ্যায়ের মরদেহ

10:17 AM (IST) Sep 01

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির বাসভবনে শ্রদ্ধা নিবেদন বায়ুসেনা প্রধান-এর

বায়ুসেনা প্রধান আর কে ভাদৌরিয়া প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাসভবনে অন্তিম শ্রদ্ধা নিবেদন করলেন ।

10:04 AM (IST) Sep 01

প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোকস্তব্ধ কীর্ণাহার

প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের প্রয়ানে শোকস্তবন্ধ বীরভূমের কীর্ণাহার। প্রাক্তন রাষ্ট্রবাড়ির বাড়িতে শোকস্তব্ধ মানুষের ভিড়। কীর্ণাহার থেকে রাইসিনা হিলস। কেমন ছিল প্রণব মুখোপাধ্য়ায়ের যাত্রাপথ।

09:17 AM (IST) Sep 01

উপেক্ষিত নায়ক থেকে কাণ্ডারি প্রণব

উপেক্ষিত নায়ক থেকে কাণ্ডারি প্রণব- 

09:17 AM (IST) Sep 01

উপেক্ষিত নায়ক থেকে কাণ্ডারি প্রণব

উপেক্ষিত নায়ক থেকে কাণ্ডারি প্রণব- 

09:09 AM (IST) Sep 01

দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি, সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি তাঁকে

দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি, সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি তাঁকে- 

09:02 AM (IST) Sep 01

শোক প্রকাশ করে টুইট হরভজন সিং-এর

প্রণব প্রয়াণে শোকপ্রকাশ করে টুইট হরভজন সিং-এর- 

 

09:01 AM (IST) Sep 01

প্রণব প্রয়াণে শোকপ্রকাশ অক্ষয় কুমারের

প্রণব প্রয়াণে শোকপ্রকাশ অক্ষয় কুমারের- 

 

08:55 AM (IST) Sep 01

প্রণব প্রয়াণে বাবুল সুপ্রিয়র শোকবার্তা

প্রণব প্রয়াণে বাবুল সুপ্রিয়র শোকবার্তা- 

 

 

08:49 AM (IST) Sep 01

প্রণব প্রয়াণে বাংলায় শোকবার্তা রাষ্ট্রপতি-র

প্রণব প্রয়াণে বাংলায় শোকবার্তা রাষ্ট্রপতি-র 

 

08:47 AM (IST) Sep 01

প্রণব প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রীর

প্রণব প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রীর

 

08:45 AM (IST) Sep 01

প্রণব প্রয়াণে শোকবার্তা মমতার

প্রণব প্রয়াণে শোকবার্তা মমতার

08:44 AM (IST) Sep 01

প্রণব প্রয়াণে শোকবার্তা রাহুল গান্ধীর

প্রণব প্রয়াণে শোকবার্তা রাহুল গান্ধীর

08:42 AM (IST) Sep 01

প্রণব প্রয়াণে শোকবার্তা কংগ্রেসের

প্রণব প্রয়াণে শোকবার্তা কংগ্রেসের- 

 

08:40 AM (IST) Sep 01

প্রণব প্রয়াণে একের পর এক শোকবার্তা

প্রণব প্রয়াণে একের পর এক শোকবার্তা- 

 

 

 

08:37 AM (IST) Sep 01

প্রণব প্রয়াণে একের পর এক শোক বার্তা

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে একের পর এক শোকবার্তা- 

 

 

 

08:33 AM (IST) Sep 01

প্রণব প্রয়াণে শ্রদ্ধা আদানির

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে টুইট করে শোকবার্তা গৌতম আদানির- 

 

 

08:30 AM (IST) Sep 01

প্রণব প্রয়াণে শোক প্রকাশ রাষ্ট্রপতি, মোদী, মমতার

প্রণব প্রয়াণে শোক প্রকাশ রাষ্ট্রপতি, মোদী, মমতার, দেখুন ভিডিও স্টোরি- 

 

08:28 AM (IST) Sep 01

প্রণব প্রয়াণে শোকবার্তা পুতিনের

প্রণব প্রয়াণে শোকবার্তা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের -

 

08:22 AM (IST) Sep 01

শেষযাত্রায় প্রণব

সকালে মরদেহ নিয়ে যাওয়া হবে রাজাজি মার্গে প্রাক্তন রাষ্ট্রপতির বাসভবনে। সেখানে সকাল ৯টায় শেষ শ্রদ্ধা জানাবেন প্রতীরক্ষামন্ত্রী। এরপর ১০টার সময়ে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের যাওয়ার কথা শেষশ্রদ্ধা জানাতে। রাষ্ট্রপতির শ্রদ্ধা জানানোর পর একে একে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, সনিয়া গান্ধীরা। বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে পারবেন। বেলা ২টোর মধ্যে দেহ পৌঁছবে লোধি এস্টেটের শ্মশানে। সেখানে বৈদ্যুতিন চুল্লিতে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। 

প্রয়াত প্রণব, দেখুন ভিডিও স্টোরি-