Bangla SiteAdmin | Published : Oct 3, 2020 4:11 AM IST / Updated: Oct 03 2020, 11:10 AM IST

Live Atal Tunnel- অটল টানেলের ফিতা কাটলেন প্রধানমন্ত্রী মোদী, ভাষণে সকলে জানালেন অভিনন্দন

সংক্ষিপ্ত

অবশেষে এক স্বপ্ন পূরণ। সবধরনের আবহাওয়াতেও এবার মানালির সঙ্গে যোগাযোগ রক্ষা হবে লাহুল-স্পিতি-র। আর সেই সঙ্গে লে, লাদাখের যাত্রাপথের সময়ও খানিকটা কমে যাচ্ছে। একদিকে যাত্রাপথে সময় যেমন কমছে তেমনি এই অঞ্চলে চিনের সঙ্গে সীমান্ত ঘেঁষে থাকা বাহিনীর রসদ পৌঁছনোও আরও সহজ বলেই মনে করা হচ্ছে। চিনের বিরুদ্ধে কৌশলগত অবস্থানে অটল টানেল এক মূল্যবান হাতিয়ার। 
 

11:38 AM (IST) Oct 03

প্রতিরক্ষা ক্ষেত্রে এক ঐতিহাসিক স্থান করে নিল অটল টানেল

11:25 AM (IST) Oct 03

অটল টানেলের উদ্বোধন, বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদী, দেখুন লাইভ ভিডিও

11:22 AM (IST) Oct 03

কাজে বিলম্বের জন্য খরচ বেড়েছে প্রকল্পের, কংগ্রেসকে খোঁচা দিয়ে বললেন মোদী

প্রধানমন্ত্রী জানান, যে গতিতে কাজ হচ্ছিল তাতে প্রকল্পের খরচ বেড়ে কয়েকশ গুণ হয়ে গিয়েছে, প্রথমে বলা হয়েছিসল ৫০০ কোটি টাকায় কাজ শেষ হবে, কিন্তু, বারাবর কাজে বিলম্ব ঘটায় সেই খরচ ৩২০০ কোটি টাকার বেশি অঙ্কে গিয়ে দাঁড়িয়েছে। কংগ্রেসকে কটাক্ষা করে বললেন মোদী। 

11:20 AM (IST) Oct 03

অটল টানেল নিয়ে কংগ্রেসকে কটাক্ষ মোদীর

কংগ্রেসের নাম না করে কংগ্রেসকে কটাক্ষ, তিনি বলেন, যে গতিতে আগে সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল তাতে ২০৪০-এর আগে এই সুড়ঙ্গ তৈরি হত না, কিন্তু, ৬ সালের মধ্যে তাঁর সরকার ২৬ বছরের কাজ সম্পূর্ণ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোদী।

11:17 AM (IST) Oct 03

আর্থিক বিকাশে সাহায্য করবে, মোদী

ভারতের আর্থিক বিকাশের মাত্রাকে আরও উন্নত করবে এই টানেল, এর সঙ্গে এখন বহু যুবশক্তির সামনে সারা বছর নানা ধরনের কর্মসংস্থানের সুযোগ খুলে যাচ্ছে, এর ফলে এক নতুন আর্থিক বিকাশ এবং সমৃদ্ধি দেখা যাবে, ভারত বরাবরই এক সম্পূর্ণ বিকাশের পক্ষে সওয়াল করেছে, অটল টানেল এই লক্ষ্যে একটি সম্ভাবনা বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

11:15 AM (IST) Oct 03

টানেলের সঙ্গে জড়িতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মোদীর

অটল টানেলের সঙ্গে এমন বহু মানুষ জড়িত রয়েছেন, যাদের সামনের সারিতে দেখা যায় না, এমন সব মানুষ যাদের অংশগ্রহণ ছাড়া এই সুড়ঙ্গ তৈরি সম্ভব হত না, তাদের কে মোদী তাঁর সশ্রদ্ধ শ্রদ্ধা জানান।

11:12 AM (IST) Oct 03

এক ঐতিহাসিক দিন- মোদী

আজকের এই দিনে শুধু অটলবিহারী বাজপেয়ীর স্বপ্নই শুধু পূরণ হয়নি, সেইসঙ্গে হিমাচলে বসবাসকারী কয়েক কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

11:09 AM (IST) Oct 03

অটল টানেলের উদ্বোধন, দেখুন লাইভ ভিডিও

11:08 AM (IST) Oct 03

সকলকে অভিনন্দ জানালেন প্রতিরক্ষামন্ত্রী

বক্তব্য রাখতে গিয়ে সেনাবাহিনী থেকে শুরু করে বিআরও, প্রধানমন্ত্রী-সহ সকলকে অভিনন্দন জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সেই সঙ্গে জানান, যেভাবে জীবন-মৃত্যুর খেলা খেলতে এই সুুড়ঙ্গ তৈরি করা হয়েছে তাতে এর সঙ্গে জড়িতদের প্রতি তিনি কৃতজ্ঞ, প্রতিরক্ষার ক্ষেত্রে এই টানেল খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রাজনাথ, সেই সঙ্গে জানান, এলাকার এক নয়া আর্থিক বিকাশ এবং পর্যটনের উন্নতিতে অটল টানেল এক দৃষ্টান্ত তৈরি করবে। 

10:39 AM (IST) Oct 03

অটল টানেলে প্রধানমন্ত্রী, দেখুন লাইভ ভিডিও

10:37 AM (IST) Oct 03

অটল টানেলের ফিতে কাটার সময় প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

10:36 AM (IST) Oct 03

অটল টানেলে প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

10:33 AM (IST) Oct 03

টানেলের ভিতরে হাঁটলেন মোদী

10:31 AM (IST) Oct 03

কীভাবে হল অটল টানেলের উদ্বোধন, দেখুন সেই ছবি

10:25 AM (IST) Oct 03

অটল টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

10:21 AM (IST) Oct 03

অটল টানেলের কিছু ছবি, যা আপনাকে ধারণা দেবে বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল সম্পর্কে

10:14 AM (IST) Oct 03

সোলাঙে সেজে উঠেছে অটল টানেলের উদ্বোধনী মঞ্চ

10:05 AM (IST) Oct 03

মানালি পৌঁছনোর আগে আজ সকালে চণ্ডীগড় বিমানবন্দরে প্রধানমন্ত্রী

10:02 AM (IST) Oct 03

মানালি পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

09:59 AM (IST) Oct 03

চিনের সঙ্গে কৌশলসগত অবস্থানে কেন গুরুত্বপূর্ণ অটল টানেল

"

09:52 AM (IST) Oct 03

একনজরে দেখে নিন কী কী বৈশিষ্ট্য রয়েছে অটল টানেলের

"

09:51 AM (IST) Oct 03

দেখে আসা যাক সুড়ঙ্গের ভিতরের ছবিটা

09:50 AM (IST) Oct 03

তখনও কাজ শেষ পর্যায়ে

09:49 AM (IST) Oct 03

টানেলের কাজ শেষ হতেই ফোটো তুললেন সেনা ও বিআরও কর্তারা

09:47 AM (IST) Oct 03

সুড়ঙ্গে হটলাইন বসানোর কাজ শেষ করল বিএসএনএল

09:46 AM (IST) Oct 03

অটল টানেল আসলে আত্মনির্ভর ভারতের এক বিজ্ঞাপণ